Advertisement
E-Paper

রোনাল্ডোর রাগ আর বেলের নিরাপত্তা ভাবাচ্ছে রিয়ালকে

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ফের ‘অ্যাংগ্রি ইয়ং ম্যান’। ড্রাগ মাফিয়ার উৎপাতে জেরবার গ্যারেথ বেল। গত কয়েক বছরে রোনাল্ডো-বেল মানে ছিল রিয়ালের সমাধান। গোলের সমাধান। ট্রফি জেতার সমাধান। কিন্তু রিয়ালের এই স্বপ্নের জুটি এখন হয়ে উঠেছে ক্লাবের সবচেয়ে বড় সমস্যা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৬ ০৪:১৯
রিয়ালের সংসারে। গ্যারেথ বেলের সঙ্গে তাঁর বান্ধবী এমা রিস জোন্স। (ডান দিকে) রোনাল্ডো আবার নেমে পড়লেন রিয়াল অনুশীলনে।

রিয়ালের সংসারে। গ্যারেথ বেলের সঙ্গে তাঁর বান্ধবী এমা রিস জোন্স। (ডান দিকে) রোনাল্ডো আবার নেমে পড়লেন রিয়াল অনুশীলনে।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ফের ‘অ্যাংগ্রি ইয়ং ম্যান’।

ড্রাগ মাফিয়ার উৎপাতে জেরবার গ্যারেথ বেল।

গত কয়েক বছরে রোনাল্ডো-বেল মানে ছিল রিয়ালের সমাধান। গোলের সমাধান। ট্রফি জেতার সমাধান। কিন্তু রিয়ালের এই স্বপ্নের জুটি এখন হয়ে উঠেছে ক্লাবের সবচেয়ে বড় সমস্যা।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বরুসিয়া ডর্টমুন্ডের সিগন্যাল ইদুনা পার্কের মতো এক দুর্গ অপেক্ষা করছে রিয়ালের জন্য। তার চব্বিশ ঘণ্টা আগে জেরবার রিয়াল। যারা মাঠের থেকেও বেশি বিস্ফোরণ ঘটাচ্ছে মাঠের বাইরে।

ছ’মাস আগেই এগারো নম্বর চ্যাম্পিয়ন্স লিগ ট্রফিটা জিতেছিল রিয়াল। কিন্তু স্পেনের সর্বকালের সেরা ক্লাবের অবস্থা এখন কোনও অপেরার মতোই। প্রতিদিনই কোনও না কোনও নতুন নাটক।

আটচল্লিশ ঘণ্টা কেটে গিয়েছে কিন্তু ম্যাচের মাঝপথে তাঁকে তুলে নেওয়ার রাগ এখনও কমছে না রোনাল্ডোর। বিশ্বফুটবলে তিনি খুনে প্রতিভা হিসেবে চিহ্নিত হতে পারেন, কিন্তু এখন অনেকেই তাঁর নামের পাশে হিংসুটে তকমাও বসিয়ে দিচ্ছেন।

লা পালমা ম্যাচে তাঁকে তুলে নেওয়া হলে মুখ গোমড়া করে কোচ জিদানের দিকে এক বারও না তাকিয়ে বেঞ্চে বসে যান রোনাল্ডো। যে জিদান ফের রোনাল্ডোকে ব্যালন ডি’অর জেতার মুখে দাঁড় করিয়েছেন, তাঁকে ইঙ্গিত করেই গালিগালাজ করতে দেখা যায় পর্তুগিজ মহাতারকাকে। ভিডিওতে সাফ ধরা পড়ে সিআর সেভেন কিছু একটা বলছেন মাতৃভাষায়। পরে বিভিন্ন ওয়েবসাইটে তার যা ইংরেজি তর্জমা দেওয়া হয় সেটা যথেষ্ট অশ্লীল।

ইন্টারনেটে সেই ‘ভিডিও’ ছড়িয়ে যাওয়ার পর ছেড়ে কথা বলছেন না রিয়াল ভক্তরাও। যারা কোচ জিদানের পাশেই। কয়েক জন যেমন পোস্ট করেছেন, ‘‘রোনাল্ডো কিছুই এমন খেলছিল না। ওকে বসিয়ে কোনও ভুল করেননি জিদান।’’ আবার একজন পোস্ট করেন, ‘‘রোনাল্ডো খুবই খারাপ ফর্মে আছে। ওকে না বসানোর কিছু নেই।’’

ক্লাব সূত্রের খবর, বসিয়ে দেওয়ার রাগ এখনও যাচ্ছে না সিআর সেভেনের। কিন্তু জিদানও নিজের সিদ্ধান্তে অটল। ফরাসি কোচের মতে তিনি কোনও ভুল করেননি রোনাল্ডোকে তুলে। ‘‘আপনাদের মনে হয়েছে রাগ। কিন্তু এটা স্বাভাবিক। রোনাল্ডোর মতো প্লেয়ার প্রতিটা ম্যাচে খেলতে চায়। কিন্তু ওকে মাঝে মাঝে বসাতে হয়।’’ সঙ্গে তিনি যোগ করেন, ‘‘আমাদের বরুসিয়ার ম্যাচও আছে। সেই জন্য ওকে বসাতে হল।’’ যদিও ম্যাচের আগে ফুরফুরে মেজাজেই দেখাচ্ছে সিআর সেভেনকে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে নিজের নতুন ‘পাগ’-এর সঙ্গে ছবি পোস্ট করেন পর্তুগিজ মহাতারকা।

রোনাল্ডো অবশ্য রিয়ালের একমাত্র সমস্যা নয়। ব্যক্তিগত জীবন নিয়ে তীব্র সমস্যায় গ্যারেথ বেলও। যে সমস্যার নাম ড্রাগ মাফিয়া। শোনা যাচ্ছে, বেলের বান্ধবী এমা রিস জোন্সের তুতো বোন এপিফ্যানি ড্রিং নাকি চার সপ্তাহ হল নিঁখোজ। দশ লক্ষ টাকা নিয়ে তিনি কাউকে না জানিয়ে বাড়ি ছেড়ে চলে গিয়েছেন। ড্রিংয়ের এমন অদ্ভুত ভাবে বেপাত্তা হয়ে যাওয়ার পিছনে কারণ হিসেবে বেরিয়ে আসছে তাঁর পরিবারের সঙ্গে এক ড্রাগ মাফিয়ার ঝামেলা। পুলিশ জানিয়েছে, কিছু দিন আগেই রিস জোন্সের এক আত্মীয়র বাড়ির বাইরে গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। তাই বিপদ থেকে বাঁচতেই নাকি নিরুদ্দেশ হয়ে যান ড্রিং।

নিজের বান্ধবীর পরিবারের ঝামেলার রেশ এসে অবশ্য পড়েছে মাদ্রিদেও। গ্যারেথ বেল এখন নিরাপত্তারক্ষী ছাড়া কোনও জায়গায় যাচ্ছেন না। বান্ধবী এমা রিস জোনসের সঙ্গে এক হো়টেলে রয়েছেন ওয়েলশ উইজার্ড। তাঁর ঘরের বাইরে তিন জন করে পুলিশ টহল দিচ্ছে চব্বিশ ঘণ্টা। অচেনা কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। বেলের বান্ধবী আবার আতঙ্কে রয়েছেন গ্ল্যামরগানে তাঁদের ২ কোটির বাড়ি হতে পারে মাফিয়াদের পরের টার্গেট। পরিবারের এক সূত্র জানিয়েছে, বেল আর তাঁর বান্ধবীর বিশাল সম্পত্তিই মাফিয়াদের নজরে। সেই কারণেই নিরাপত্তা কড়া করেছেন বেল।

বেল-রোনাল্ডোকে পিছনে ফেলে রিয়ালের সবচেয়ে বড় সমস্যা অবশ্য সিগনাল ইদুনা পার্ক। ডর্টমুন্ডের ঘরের মাঠ। যেখানে গ্যালারি জুড়ে আশি হাজারের শব্দব্রহ্ম্য যে কোনও লৌহ মানসিকতাকেও নাড়িয়ে দিতে পারে। আজও রিয়ালের স্মৃতিতে তাজা রবার্ট লেভানডস্কির সেই চার গোলের রাত। সেই কারণেই জিদান বলছেন, ‘‘ডর্টমুন্ড অবশ্যই দারুণ দল। ওরা খুব ভাল ফর্মে আছে। আমাদেরও খুব তাড়াতাড়ি সমাধান বের করতে হবে। হয়তো মোরাতা আর বেঞ্জিমাকে একসঙ্গে খেলাব।’’

টেনশনের চোরাস্রোতেও রিয়ালকে অবশ্য ভরসা দিচ্ছে পিয়ের এমেরিক অবামেয়াংয়ের চোট। ডর্টমুন্ডের হয়ে এ বার দুর্দান্ত ফর্মে রয়েছেন গাবন স্ট্রাইকার। কিন্তু গত ম্যাচে চোট পেয়ে রিয়ালের বিরুদ্ধে অনিশ্চিত তিনি। ডর্টমুন্ড কোচ টমাস টুশেল বলছেন, ‘‘এক জায়গায় দু’বার চোট পেয়েছে অবামেয়াং। দেখতে হবে অপেক্ষা করে।’’

রিয়াল-ডর্টমুন্ড ছাড়াও চ্যাম্পিয়ন্স লিগের পরীক্ষায় নামছে লেস্টার সিটিও। যাদের রূপকথার দৌড় শুরু হয়েছে বেলজিয়ামের ক্লাব ব্রুজকে ৩-০ হারিয়ে। ক্লদিও র‌্যানিয়েরির সামনে এ বার অপেক্ষা করছে এফসি পোর্তো। প্রিমিয়ার লিগে এখনও পর্যন্ত ধাক্কা খেয়েই চলেছে লেস্টার। গত শনিবার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে ১-৪ হারে ‘শেয়াল’রা। কিন্তু প্রাক্তন চ্যাম্পিয়ন পোর্তোর বিরুদ্ধে ম্যাচের আগে র‌্যানিয়েরি বলছেন ফর্মে ফেরার জন্য চ্যাম্পিয়ন্স লিগকেই হাতিয়ার করতে হবে তাঁদের। র‌্যানিয়েরি বলছেন, ‘‘আমাদের লড়াই করতে হবে। পোর্তো খুব বড় একটা দল। ওরা আগে এই টুর্নামেন্ট জিতেছে। কিন্তু আমরাও তৈরি।’’

Cristiano Ronaldo Gareth Bale Real Madrid Borussia Dortmund Champions League
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy