Advertisement
২৬ এপ্রিল ২০২৪

অ্যাম্বুল্যান্সের অভাবে ভেস্তে গেল এটিকে-র ম্যাচও

মাত্র চব্বিশ ঘন্টা আগেই নামী হোটেলে ঘটা করে উদ্বোধন হয়েছে বাংলার ফুটবলের উন্নতির পাইলট প্রোজেক্ট। লিগ শুরুর মুখে রাজ্যের ফুটবলের উন্নতির জন্য গালভরা প্রতিশ্রুতি শোনা গিয়েছে কর্তাদের মুখে। কিন্তু কলকাতার ফুটবলের পরিকাঠামোর কঙ্কালসার চেহারাটা বেরিয়ে পড়ল আবার। মঙ্গলবার অ্যাম্বুল্যান্সের অভাবে লিগের তৃতীয় ডিভিশনের তিনটি ম্যাচই ভেস্তে গেল। তার মধ্যে আবার আটলেটিকো দে কলকাতার ম্যাচও রয়েছে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৫ জুলাই ২০১৫ ০৩:১০
Share: Save:

মাত্র চব্বিশ ঘন্টা আগেই নামী হোটেলে ঘটা করে উদ্বোধন হয়েছে বাংলার ফুটবলের উন্নতির পাইলট প্রোজেক্ট।

লিগ শুরুর মুখে রাজ্যের ফুটবলের উন্নতির জন্য গালভরা প্রতিশ্রুতি শোনা গিয়েছে কর্তাদের মুখে।

কিন্তু কলকাতার ফুটবলের পরিকাঠামোর কঙ্কালসার চেহারাটা বেরিয়ে পড়ল আবার। মঙ্গলবার অ্যাম্বুল্যান্সের অভাবে লিগের তৃতীয় ডিভিশনের তিনটি ম্যাচই ভেস্তে গেল। তার মধ্যে আবার আটলেটিকো দে কলকাতার ম্যাচও রয়েছে। সোনালি শিবিরের সঙ্গে এটিকে-র খেলার এগারো মিনিট চলার পর বন্ধ হয়ে যায়। বিজিপ্রেস মাঠে এক ফুটবলার গুরুতর চোট পান। কিন্তু ডাক্তার বা অ্যাম্বুল্যান্সের অভাবে কোনও চিকিৎসাই হয়নি তাঁর। রেফারি খেলা বন্ধ করে চলে যান। কলকাতা পুলিশ বনাম কলকাতা জিমখানা এবং বিএসএফ বনাম হোয়াইট বর্ডারের ম্যাচও বাতিল হয়ে যায় একই কারণে। জানা গিয়েছে, ডাক্তার এবং অ্যাম্বুল্যান্সের লোকজন টাকা পাননি বলেই তারা ম্যাচ বয়কট করেন। যার ফলে বিপদে পড়তে হয় টিমের কর্তা ও ফুটবলারদেরয় আই এফ এ সচিব উৎপল গঙ্গোপাধ্যায় বললেন, ‘‘টাকা-পয়সা নিয়ে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে। আমরা সমস্যা মিটিয়ে ফেলার চেষ্টা করছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE