Advertisement
১৮ মে ২০২৪
Sport News

রলঁ গারোসে না খেলায় সমালোচিত ফেডেরার

ফরাসি ওপেনের প্রতিযোগিতা পরিচালন কমিটির প্রধান গি ফগে তো একহাত নিলেন কুড়ি বারের গ্র্যান্ড স্ল্যামজয়ীকেও।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ জুন ২০১৮ ০৪:৪১
Share: Save:

উইম্বলডনের জন্য নিজেকে তরতাজা রাখতে রজার ফেডেরার এ বারের ফরাসি ওপেনে খেলছেন না। ব্যাপারটা ভাল ভাবে নেননি রলঁ গারোসের দর্শকেরা। ফরাসি ওপেনের প্রতিযোগিতা পরিচালন কমিটির প্রধান গি ফগে তো একহাত নিলেন কুড়ি বারের গ্র্যান্ড স্ল্যামজয়ীকেও।

ফগের মতে, প্যারিস সাঁ জারমাঁর খেলায় নেমার (দ্য সিলভা স্যান্টোস জুনিয়র) না থাকলে যেমন, ফরাসি ওপেনেও রজারের অনুপস্থিতি ঠিক তেমনই। ব্রাজিলীয় মহাতারকা ফুটবলার পায়ের পাতায় চোট পাওয়ায় ফরাসি ফুটবল ক্লাবের হয়ে চার মাস খেলেননি। যদিও ফগের ঘোষণা, ফেডেরার না থাকলেও রবিবার পুরুষদের ফাইনাল দেখতে ফিলিপ শতিয়ে স্টেডিয়ামে একটি আসনও খালি থাকবে না।

এখানেই থামেননি ফ্রান্সের প্রাক্তন টেনিস তারকা ফগে। তাঁর চাঞ্চল্যকর মন্তব্য, ‘‘ফরাসি ওপেনে না খেলাটা রজারের কাছে লজ্জা। অথচ ওর না খেলাটা অযৌক্তিক। অন্যদের খেলা দেখে মনে হয়েছে, এখনও ও ক্লে কোর্টে অন্যতম সেরা খেলোয়াড়।’’ সঙ্গে যোগ করেছেন, ‘‘ক্লে কোর্টে সেরা তিন জনের কথা বললে, রজারকে রাখতেই হবে। রলঁ গারোসের দর্শকদের কথা ভাবলে সত্যিই খারাপ লাগে। আমি ভাল করেই জানি ওরা কতটা হতাশ হয়েছে।’’

ফগের আরও কথা, ‘‘অবশ্যই আমরা চেয়েছিলাম নাদাল বনাম ফেডেরার ম্যাচ হোক। আপনি পিএসজি-র খেলার টিকিট কাটলে অবশ্যই নেমারকে দেখতে চাইবেন। তাই না? তবে ভাববেন না, পুরুষদের ফাইনালের টিকিট বিক্রি নিয়ে আমি উদ্বিগ্ন। ফাইনালে যেই খেলুক, গ্যালারি ভর্তি থাকবেই।’’ ফগে অবশ্য স্বীকার করেছেন, হালফিলের টেনিসে সেই অর্থে মহানায়কের সংখ্যা কমে আসছে। বলেছেন, ‘‘নতুনদের অনেকেই ভাল খেলছে। কিন্তু ওদের সব চেয়ে বড় সমস্যা, ধারাবাহিকতার অভাব। লোকে বুঝতে পারছে না, এখন টেনিসে কে বা কারা একাধিপত্য দেখাচ্ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tennis Roger Federer French Open
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE