জানুয়ারিতে অস্ট্রেলিয়া সফর চলার সময় ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন রোহিত শর্মার স্ত্রী রীতিকা। সুখবর পেয়ে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে এসেছিলেন রোহিত। এর পর কন্যা সামাইরার বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ভারতের হিট ম্যান। রোহিতের মেয়ের সেই সব ছবি দেখতে ভক্তদের উন্মাদনাও ছিল চোখে পড়ার মতো।
সম্প্রতি মেয়ের সঙ্গে সময় কাটানোর ভিডিয়ো নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন রোহিত শর্মা। পোস্টের পরই ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি।
সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, মেয়েকে কোলে নিয়ে গান শোনাচ্ছেন রোহিত শর্মা। রণবীর সিংহের জনপ্রিয় ছবির ‘গাল্লিবয়’-এর গান গাইছেন তিনি। খেলার ফাঁকে মেয়েকে সময় দেওয়ার প্রশংসাও করেছেন নেটিজেনরা। গান গাওয়ার জন্যও তিনি প্রশংসিত হয়েছেন।
We all have a little bit of gully in us 🤙 pic.twitter.com/8wATT7YF4l
— Rohit Sharma (@ImRo45) March 23, 2019
বহু বিশিষ্ট ব্যক্তি কমেন্ট করেছেন রোহিতের এই ভিডিয়ো পোস্টে। সেই তালিকায় রয়েছে অমিতাভ বচ্চনের মতো সেলিব্রিটিও। তিনি এই ভিডিয়ো দেখে বেশ মজাই পেয়েছেন। ভিডিয়োর কমেন্টে তিনি লিখেছেন, ‘টু কিউট’।
Too cute
— Amitabh Bachchan (@SrBachchan) March 23, 2019