Advertisement
২০ এপ্রিল ২০২৪
লন্ডনে ফিফার অনুষ্ঠানে চাঁদের হাট

হার মেসির, বর্ষসেরা ফের সেই রোনাল্ডো

মজার ব্যাপার এটাই যে রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে চলতি মরসুমে লা লিগার প্রথম চার ম্যাচে খেলতে পারেননি সিআর সেভেন। কারণটা ম্যাচ সাসপেনশন।

ফিফার বর্ষসেরার পুরস্কার হাতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো । ছবি: ফিফা

ফিফার বর্ষসেরার পুরস্কার হাতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো । ছবি: ফিফা

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০১৭ ০৪:১৭
Share: Save:

লিওনেল মেসিকে হারিয়ে ফিফার বর্ষসেরার পুরস্কার ফের জিতলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই নিয়ে টানা দু’বার। রিয়াল মাদ্রিদকে পরপর দু’বার চ্যাম্পিয়ন্স লিগ জিততে সাহায্য করেন পর্তুগিজ তারকা। পুরস্কার জিতে রোনাল্ডো বলেন, ‘‘ধন্যবাদ আমায় ভোট দিয়ে পুরস্কার জিততে সাহায্য করার জন্য।’’

রোনাল্ডো নিয়ে প্রশ্ন উঠলে জিনেদিন জিদান অন্য কোনও তারকা ফুটবলারের দিকে তাকাতে নারাজ। বলছেন, ‘‘এখনও পর্যন্ত রোনাল্ডোই সেরা।’’

মজার ব্যাপার এটাই যে রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে চলতি মরসুমে লা লিগার প্রথম চার ম্যাচে খেলতে পারেননি সিআর সেভেন। কারণটা ম্যাচ সাসপেনশন। কিন্তু শেষ পাঁচ ম্যাচে তিনি করেছেন মোটে এক গোল। রবিবার রাতে রিয়াল লা লিগার ম্যাচে এইবারকে ৩-০ হারালেও রোনাল্ডো মিস করেন গোলের সহজ সুযোগ। তাও আবার একাধিক বার।

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে এ পর্যন্ত দশ গোল করেছেন রোনাল্ডো। সেখানে চলতি মরসুমে বার্সেলোনার জার্সি গায়ে মোট পনেরো গোল হয়ে গিয়েছে রোনাল্ডোর প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির। এ বাইরেও রয়েছে বিশ্বকাপের বাছাই পর্বের শেষ ম্যাচে ইকুয়েডরের বিরুদ্ধে ঝলমলে হ্যাটট্রিক করে আর্জেন্তিনাকে মূলপর্বে তোলা।

আরও পড়ুন: ফুটবল খেলবেনই, ডর্টমুন্ডে যেতে পারেন বোল্ট

জিদান অবশ্য মেসির সঙ্গে রোনাল্ডোর সাম্প্রতিক ফর্মের কোনও তুলনা বা পরিসংখ্যানের পথে হাঁটেননি। বরং তিনি বলেন, ‘‘বহুদিন ধরেই রোনাল্ডোই সেরা। আর সেটা দীর্ঘদিন ধরে প্রমাণ করে চলেছে ও। বড় ম্যাচে সব সময়েই ওকে সেরা ছন্দে পাওয়া যায়। ফলে সব সম্মানের যোগ্য উত্তরাধিকারী রোনাল্ডো। সব সময়েই ও মাঠে নামে সেরা হয়ে ফেরার একাগ্রতা নিয়েই।’’

মারাদোনার পাশে ব্রাজিলের রোনাল্ডো। ছবি: এএফপি

রোনাল্ডোর পাশাপাশি তাঁর টিমের ফরাসি ফরোয়ার্ড করিম বেঞ্জেমার হয়েও কথা বলেছেন রিয়াল মাদ্রিদ কোচ জিদান। সম্প্রতি চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে টটেনহ্যামের বিরুদ্ধে ১-১ ড্র করে জিদানের দল। তার পরেই প্রাক্তন ইংল্যান্ড স্ট্রাইকার গ্যারি লিনেকার বেঞ্জেমা সম্পর্কে মন্তব্য করেন, ‘‘ও নিজের যোগ্যার চেয়ে অতিরিক্ত প্রচার পায়।’’

লিনেকারের সেই মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে জিদান বলেন, ‘‘টিভিতে লিনেকার অনেক কিছুই বলতে পারেন। তবে আমার মতে ও মোটেই যোগ্যতার চেয়ে বেশি প্রচার পায় না।’’ রবিবার রাতে এইবারের বিরুদ্ধে বেঞ্জেমার বাড়ানো বল থেকেই ৩-০ করেন মার্সেলো।

বেঞ্জেমা সম্পর্কে জিদান আরও বলেন, ‘‘করিম গোটা মরসুমে হয়তো ৬০ গোল করে না। কিন্তু তিরিশটা গোল করে। আর তিরিশটা গোল করায়। মাঠে ওকে দেখতে ভালই লাগে আমার।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE