Advertisement
১৯ মে ২০২৪

নাটকীয় জয়ের রাতে নয়া কীর্তি রোনাল্ডোর

রুদ্ধশ্বাস ম্যাচে নাটকীয় প্রত্যাবর্তন রিয়াল মাদ্রিদের। লা লিগায় পেনাল্টি থেকে সর্বাধিক গোল (৫৭) করার নজির গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

রবিবার রাতে ভিয়ারিয়াল ম্যাচে রিয়াল মাদ্রিদের রোনাল্ডো।-এএফপি

রবিবার রাতে ভিয়ারিয়াল ম্যাচে রিয়াল মাদ্রিদের রোনাল্ডো।-এএফপি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০১৭ ০৩:৩৩
Share: Save:

রুদ্ধশ্বাস ম্যাচে নাটকীয় প্রত্যাবর্তন রিয়াল মাদ্রিদের। লা লিগায় পেনাল্টি থেকে সর্বাধিক গোল (৫৭) করার নজির গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ভাঙলেন রিয়ালেরই প্রাক্তন তারকা উগো স্যাঞ্চেজের ৫৬ গোলের রেকর্ড।

রবিবার রাতে ভিয়ারিয়ালের বিরুদ্ধে ০-২ পিছিয়ে গিয়েও দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়িয়ে লা লিগা খেতাব জয়ের পথে আরও এক ধাপ এগোলেন রোনাল্ডোরা। যদিও জয় একেবারেই সহজ হয়নি।

ভিয়ারিয়ালের বিরুদ্ধে দ্বিতীয়ার্ধের শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ে রিয়াল। ঘরের মাঠে ৫০ মিনিটে ম্যানুয়েল মুনোজের গোলে এগিয়ে যায় ভিয়ারিয়াল। ছয় মিনিটের মধ্যেই দ্বিতীয় ধাক্কা। এ বার গোল করেন সেদ্রিক বাকামবু। রিয়ালকে ম্যাচে ফেরান গ্যারেথ বেল। ৬৪ মিনিটে দানিয়েল কার্ভাহাল র‌্যামোসের সেন্টার থেকে গোল করেন তিনি। দশ মিনিটের মধ্যেই বিতর্কিত পেনাল্টি থেকে গোল করে হারের আতঙ্ক থেকে জিনেদিন জিদানকে স্বস্তি দেন রোনাল্ডো।

৭৪ মিনিটে টোনি ক্রসের শট পেনাল্টি বক্সের ভিয়ারিয়ালের মিডফিল্ডার ব্রুনো সোরিনোর হাতে লাগায় পেনাল্টির নির্দেশ দেন রেফারির। কিন্তু ভিয়ারিয়ালের ফুটবলারদের দাবি, বল ব্রুনোর হাতেই লাগেনি। প্রতিবাদে সোচ্চার হন ভিয়ারিয়াল ম্যানেজার ফ্রান এসক্রিবা-ও। রেফারি তাঁকে ‘মার্চিং অর্ডার’ দেন। গ্যালারি থেকেই দলের হার দেখেন তিনি। ম্যাচের পর ক্ষুব্ধ ফ্রান বলেছেন, ‘‘পেনাল্টিটাই ম্যাচ শেষ করে দিল।’’ আর জিদান বলেছেন, ‘‘আমি দেখিনি কী হয়েছে। তবে ফুটবলাররা বলেছে, ব্রুনোর হাতে বল লেগেছিল। সঙ্গে যোগ করেছেন, ‘‘আমি কখনও রেফারিং নিয়ে মন্তব্য করি না।’’ ম্যাচ শেষ হওয়ার সাত মিনিট আগে করিম বেঞ্জেমার পরিবর্ত হিসেবে নেমে জয়সূচক গোল করেন আলভারো মোরাতা।

আরও পড়ুন:

ইব্রাহিমোভিচ থাকবেন, আশাবাদী মোরিনহো

ভিয়ারিয়াল-বধ করে এই মুহূর্তে ২৩ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষে রিয়াল। এক ম্যাচ বেশি খেলে ৫৪ পয়েন্ট বার্সেলোনার। ম্যাচের পর সাংবাদিক বৈঠকে জিদান বলেছেন, ‘‘প্রথমার্ধে আমরা একেবারেই ভাল খেলতে পারিনি। তবে দ্বিতীয়ার্ধে ফুটবলাররা ঘুরে দাঁড়িয়েছে। প্রচুর গোলের সুযোগও তৈরি হয়েছিল। আমি খুশি ম্যাচটা শেষ পর্যন্ত জিততে পারায়। কারণ, অ্যাওয়ে ম্যাচ থেকে তিন পয়েন্ট নিয়ে ফিরতে পারাটাই সবচেয়ে স্বস্তির।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cristiano Ronaldo Record Penalty Goals
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE