Advertisement
E-Paper

মা ও ছেলের সঙ্গে জন্মদিনের কেক কাটলেন রোনাল্ডো

জন্মদিনটা পরিবারের সঙ্গেই সেলিব্রেট করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগিজ তারকার মা ডলোরেস ছেলের ৩২তম জন্মদিনের উৎসবের ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। জন্মদিনের কেক, ছেলে আর নাতির সঙ্গে। আর লিখেছেন জন্মদিনের শুভেচ্ছা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০১৭ ০৩:১০
জন্মদিনের ঘরোয়া অনুষ্ঠান। ছবি -টুইটার

জন্মদিনের ঘরোয়া অনুষ্ঠান। ছবি -টুইটার

জন্মদিনটা পরিবারের সঙ্গেই সেলিব্রেট করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

পর্তুগিজ তারকার মা ডলোরেস ছেলের ৩২তম জন্মদিনের উৎসবের ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। জন্মদিনের কেক, ছেলে আর নাতির সঙ্গে। আর লিখেছেন জন্মদিনের শুভেচ্ছা।

রিয়াল মহাতারকার জন্মদিন বলে কথা। তাতে জাঁকজমক থাকবে না হতে পারে! সেলিব্রেশনের সময়টাও পেয়ে গিয়েছেন রোনাল্ডো অদ্ভুত ভাবে। রিয়াল মাদ্রিদের রবিবার খেলার কথা ছিল সেল্টা ভিগোর বিরুদ্ধে। কিন্তু ম্যাচের আগে প্রবল ঝড়ে যে স্টিডিয়ামে খেলার কথা, মানে রিও অ্যালটো বালাইদোস স্টেডিয়ামের ছাদের কিছু অংশে ক্ষতি হয়েছে। ফলে দর্শকদের নিরাপত্তার কারণেই ক্ষতি হওয়া ছাদের মেরামত না হওয়া পর্য়ন্ত ম্যাচ আয়োজন করা সম্ভব হচ্ছে না। এই সুযোগে পর্তুগাল তারকাও পেয়ে গিয়েছেন উৎসব পালনের মহাসময়।

ইনস্টাগ্রামে রোনাল্ডো রবিবার নিজেও একটি ছবি পোস্ট করেছেন। নীল স্যুট, ট্রাউজার আর স্পোর্টস শু-এ চার্টার্ড বিমানে খোশমেজাজে থাকার। কোথায় যাচ্ছেন রোনাল্ডো এর পর?

সেটার কোনও আভাস অবশ্য দেননি সিআর সেভেন। তবে যেখানেই যান, জন্মদিনের সেলিব্রেশনে যে রীতিমতো আকাশে উড়ছেন সেটা তিনি না বললেও স্পষ্ট।

ইপিএলে জিতল দুই ম্যাঞ্চেস্টার: গত বারের চ্যাম্পিয়নদের নতুন বছরে জেতার আশা পূরণ হল না। তাও ঘরের মাঠে। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কাছে ৩-০ হারল লেস্টার সিটি। অবস্থা এমন দাঁড়িয়েছে যে ক্লদিও র‌্যানিয়েরির টিম শেষ পর্যন্ত না অবনমনের আওতায় পড়ে যায়, আশঙ্কা সমর্থকদের। কেন না ম্যান ইউনাইটেডের কাছে হারের পরে অবনমনের থেকে মাত্র এক পয়েন্ট দূরে দাঁড়িয়ে লেস্টার। ম্যান ইউয়ের হয়ে গোল করেন মাখিতারিয়ান, ইব্রাহিমোভিচ আর মাতা। এ দিন জিতেছে ম্যাঞ্চেস্টার সিটিও। গ্যাব্রিয়েল জেসাসের জোড়া গোলে সোয়ানসি সিটির বিরুদ্ধে জেতে সিটি। তার মধ্যে একটি গোল ইনজুরি টাইমে। যে ম্যাচ জিতে সিটি পয়েন্ট টেবলে এখন তিন নম্বরে উঠে এল।

Cristiano Ronaldo 32nd birthday Celebration
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy