Advertisement
E-Paper

ক্লাব বদলের জল্পনা উড়িয়ে রোনাল্ডার লক্ষ্য নতুন মরসুমে আরও গোল করা

বার্সেলোনার বিখ্যাত জার্সিতে আর এল ক্লাসিকোতে নামতে দেখা যাবে না জাভি হার্নান্দেজকে। তবে সুযোগ পেয়েই ফের বার্সার চিরপ্রতিদ্বন্দ্বীদের একহাত নিতে ছাড়লেন না স্প্যানিশ প্লে-মেকার। পুরনো শত্রুর বিরুদ্ধে জাভির ক্ষোভ, কিংবদন্তি গোলকিপার ইকের কাসিয়াসকে নাকি যোগ্য সম্মান দেয়নি রিয়াল মাদ্রিদ। ‘‘স্প্যানিশ ফুটবলের জন্য খুবই খারাপ যে সিনিয়র প্লেয়ারদের যোগ্য সম্মান দেওয়া হয় না,’’ বলছেন জাভি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ জুলাই ২০১৫ ০৩:১৫
নতুন খেলায় হাতেখড়ি রোনাল্ডোর। ‘প্রথম পোকার খেলতে বসলাম।’ ছবি পোস্ট করে ফেসবুকে রোনাল্ডো।

নতুন খেলায় হাতেখড়ি রোনাল্ডোর। ‘প্রথম পোকার খেলতে বসলাম।’ ছবি পোস্ট করে ফেসবুকে রোনাল্ডো।

বার্সেলোনার বিখ্যাত জার্সিতে আর এল ক্লাসিকোতে নামতে দেখা যাবে না জাভি হার্নান্দেজকে। তবে সুযোগ পেয়েই ফের বার্সার চিরপ্রতিদ্বন্দ্বীদের একহাত নিতে ছাড়লেন না স্প্যানিশ প্লে-মেকার। পুরনো শত্রুর বিরুদ্ধে জাভির ক্ষোভ, কিংবদন্তি গোলকিপার ইকের কাসিয়াসকে নাকি যোগ্য সম্মান দেয়নি রিয়াল মাদ্রিদ। ‘‘স্প্যানিশ ফুটবলের জন্য খুবই খারাপ যে সিনিয়র প্লেয়ারদের যোগ্য সম্মান দেওয়া হয় না,’’ বলছেন জাভি।
পঁচিশ বছর রিয়ালে থাকার পরে অবশেষে প্রিয় ক্লাব ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন কাসিয়াস। কিন্তু বিদায়বেলাতেও কোনও আলাদা করে অনুষ্ঠান করা হয়নি। বা টেস্টিমোনিয়াল ম্যাচেরও আয়োজন করেনি ক্লাব। একা একা বসেই সাংবাদিক সম্মেলনে কান্নায় ভেঙে পড়া কাসিয়াসকে জানাতে হয় তাঁর সিদ্ধান্তের কথা। বিশ্বকাপজয়ী অধিনায়কের এমন অবস্থা দেখেই তীব্র চটেছেন জাভি। যিনি বলছেন, ‘‘ভাল হয়েছে কাসিয়াস চলে যাচ্ছে এফসি পোর্তোয়। ওখানে যোগ্য সম্মান দেবে সমর্থকরা। ওর মতো ফুটবলারকে মহানায়কের আসনেই বসানো হবে,’’ বলছেন জাভি। রিয়াল থেকে কেরিয়ারের শুরু হলেও যত বছর এগিয়েছে তত নাকি তাঁর প্রতিদ্বন্দ্বী ক্লাবের প্রিয় বন্ধুকে আরও বেশি মানসিক চাপে পড়তে দেখেছেন। ‘‘আমার মনে হয় গত কয়েক বছরে কাসিয়াস অনেক বেশি চাপ নিয়ে খেলছিল। ওকে যেন প্রতিটা ম্যাচেই প্রমাণ করতে হত ও কত বড় মাপের গোলকিপার,’’ বলছেন জাভি। এই পরিস্থিতিতে জাভির সঙ্গে একমত রিয়াল সমর্থকরাও। যাঁরা প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজকে ইস্তফা দিতে হবে, বলে দাবিও তুলেছেন।

এত ঝামেলা দূরে রেখে আবার অস্ট্রেলিয়া সফরে প্রাক্ মরসুম প্রস্তুতিতে ব্যস্ত রিয়াল তারকারা। এ দিন দলের সঙ্গে যোগ দিয়েছেন মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও। ক্লাবে তাঁর ভবিষ্যত্ নিয়ে প্রশ্ন থাকলেও হাবেভাবে ধরা পড়ছে অন্য ছবি। দলের নতুন কোচ রাফায়েল বেনিতেজের সঙ্গে আলাদা করে কথা বলতে দেখা গিয়েছে তাঁকে। বেল, ইস্কোদের সঙ্গেও দীর্ঘক্ষণ কথা বলেন সিআর সেভেন। আবার মেলবোর্নের মাঠে অনুশীলনও করেন পর্তুগিজ মহাতারকা। বলেও দেন, ‘‘ অনেক কিছু শুনছি কিন্তু আমি রিয়ালে খুশি আছি। আগামী মরসুমে আরও বেশি গোল করাই লক্ষ্য।’’

দলবদলের বাজারে এফসি পোর্তোর দানিলো ছাড়া অন্য কোনও প্লেয়ারকে এখনও সই করায়নি ক্লাব। যদিও ইকের কাসিয়াসের পরিবর্ত ইতিমধ্যেই খোঁজা শুরু হয়ে গিয়েছে। রিয়ালের তালিকায় সবথেকে উপরে রয়েছেন এস্প্যানিয়ল গোলকিপার কিকো কাসিয়া। যাঁর জন্য ২.৮ মিলিয়ন পাউন্ড প্রস্তাব দিয়েছেন পেরেজ।

ronaldo focus goal whispering campaign ronaldo goal ronaldo club
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy