Advertisement
০৮ মে ২০২৪

রোনাল্ডোর হ্যাটট্রিক, আট গোল রিয়ালের

ডার্বি হারের রাগ যেন উপচে পড়ল দেপোর্তিভোর উপর। শনিবার লা লিগায় রিয়াল মাদ্রিদের আগুনে ফুটবলের সামনে উড়ে গেল বিপক্ষ। তিন, চান গোল নয়। আট গোল। যে ম্যাচের ইউএসপি হয়ে থাকল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর হ্যাটট্রিক। রিয়াল জিতল ৮-২ গোলে। টানা দু’ম্যাচে হেরে প্রশ্ন উঠে গিয়েছিল, রিয়াল দলটা কি নিছকই ব্যক্তিগত প্রতিভার উপর নির্ভর করে? নাকি রদ্রিগেজ, ক্রুজের মতো প্রতিভারা আসায় দলের ভারসাম্য নষ্ট হয়েছে?

হ্যাটট্রিকের হাসি রোনাল্ডোর। ছবি: এএফপি

হ্যাটট্রিকের হাসি রোনাল্ডোর। ছবি: এএফপি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৪ ০১:৫৮
Share: Save:

ডার্বি হারের রাগ যেন উপচে পড়ল দেপোর্তিভোর উপর। শনিবার লা লিগায় রিয়াল মাদ্রিদের আগুনে ফুটবলের সামনে উড়ে গেল বিপক্ষ। তিন, চান গোল নয়। আট গোল। যে ম্যাচের ইউএসপি হয়ে থাকল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর হ্যাটট্রিক। রিয়াল জিতল ৮-২ গোলে।

টানা দু’ম্যাচে হেরে প্রশ্ন উঠে গিয়েছিল, রিয়াল দলটা কি নিছকই ব্যক্তিগত প্রতিভার উপর নির্ভর করে? নাকি রদ্রিগেজ, ক্রুজের মতো প্রতিভারা আসায় দলের ভারসাম্য নষ্ট হয়েছে? কিন্তু মাঠেই সমালোচকদের মুখ বন্ধ করলেন রোনাল্ডো-বেলরা। ২৯ মিনিট থেকে শুরু হল গোল উৎসব। সিআর সেভেনের সৌজন্যে। যার পরেই বিতর্কিত তারকা হামেস রদ্রিগেজের চোখ ধাঁধানো গোলে ব্যবধান বাড়ায় রিয়াল। কিন্তু তাতেও সন্তুষ্ট ছিল না কার্লো আন্সেলোত্তির দল। বিরতির ঠিক আগেই রোনাল্ডো নিজের দ্বিতীয় গোল করে ৩-০ করেন।

দ্বিতীয়ার্ধেও ছবি পাল্টায় না। কোনও রিজার্ভ দলের বিরুদ্ধে প্র্যাকটিস ম্যাচ খেলার মতোই দেপোর্তিভো রক্ষণকে নাজেহাল করে কার্লো আন্সেলোত্তির দল। গ্যারেথ বেলের জোড়া গোল, রোনাল্ডোর হ্যাটট্রিক-- সব কিছুই ছিল মেন্যুতে। সঙ্গে কফিনে শেষ পেড়েক পুঁতে জোড়া গেল করেন জাভিয়ার হার্নান্দেজ।

চ্যাম্পিয়ন্স লিগে বাসেল ম্যাচের আগে অনুশীলনে রোনাল্ডো-রদ্রিগেজ ঝামেলায় জড়ালেও, এ দিন তার কোনও রেশ পাওয়া যায়নি ম্যাচে। বরং দুই তারকার যুগলবন্দিতে বহু সুযোগ তৈরি করে রিয়াল। ম্যাচ শেষে রিয়াল কোচ আন্সেলোত্তি আবার জানিয়ে দিলেন, আস্তে আস্তে তাঁর দল ছন্দি ফিরে পাচ্ছে। “গত কয়েক সপ্তাহে ভাল খেলতে পারিনি আমরা। তার মানে এই নয় দলে ভাল ফুটবলার নেই। গত দুই ম্যাচে ১৩ গোল করে এখন আমার দল কিছুটা হলেও আত্মবিশ্বাস ফিরে পেয়েছে।” সদ্য আসা ফুটবলারদের মধ্যে হামেস রদ্রিগেজই সবথেকে ভাল খেলেছেন, সেই কথা জানিয়ে রিয়ালের ইতালীয় কোচ যোগ করেন, “বাসেল ম্যাচের মতো এ দিনও রদ্রিগেজ খুব ভাল খেলেছে। ও খুব ভাল প্রতিভা। আশা করছি ও নিজের ফর্ম ধরে রাখবে।” এক ম্যাচ বেশি খেলে বার্সেলোনার থেকে তিন পয়েন্ট পিছিয়ে থাকলেও, আন্সেলোত্তি ভয় পাচ্ছেন না। “এই মুহূর্তে দেখতে হবে কোথায় সমস্যা হচ্ছে দলের। এখন লিগ পজিশন নিয়ে ভাবছি না,” বলছেন রিয়াল কোচ।


আটলেটিকো মাদ্রিদের ঘরের মাঠে আটলেটিকো দ্য কলকাতার ফুটবলাররা।
শনিবার যে ম্যাচে সেল্টা ফিগোর সঙ্গে ২-২ ড্র করেন গডিনরা। -নিজস্ব চিত্র

পাশাপাশি আবার হ্যাটট্রিক করাও যেন রোনাল্ডোর অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে। এমনিতেই আগে এক মরসুমে সবথেকে বেশি হ্যাটট্রিক করার রেকর্ড ছিল সিআর সেভেনের। এ দিন আবার তিন গোল করে রোনাল্ডো টুইট করেন, “দারুণ জয়। সবাই খুব ভাল খেলেছে।”

রিয়াল আবার জয়ের রাস্তায় ফিরলেও, বিতর্কের রেশ ছাড়ল না ইউরোপীয় চ্যাম্পিয়নদের। যার কেন্দ্রে ছিলেন সেই রদ্রিগেজই। ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ চমকপ্রদ ভাবে জানিয়ে দিলেন, শুধু বিশ্বকাপে রদ্রিগেজ ভাল খেলেছিলেন শুনেই তাঁকে সই করানোর সিদ্ধান্ত নেন রিয়াল প্রেসিডেন্ট। যে কারণে ক্লাব ছেড়ে চলে যেতে হয় অ্যাঞ্জেল দি মারিয়াকে। “আমি ব্যক্তিগত ভাবে চিনতাম না রদ্রিগেজকে। ওর খেলা দেখিওনি কোনও দিন। শুধু শুনেছিলাম ও নাকি বিশ্বকাপে খুূব ভাল খেলেছে। তাই ওকে সই করার জন্য আগ্রহ দেখালাম,” বলেন পেরেজ। শুধু রদ্রিগেজই না। অ্যাঞ্জেল দি মারিয়াকে বিক্রি করা প্রসঙ্গেও পেরেজ বলেন, আর্জেন্তিনা তারকাকে চাহিদা মতো টাকা দেওয়া যেত না। “দি মারিয়া নতুন চুক্তি চেয়েছিল। কিন্তু আমরা ওর দাবি করা টাকা দিতে চাইনি। কে এলো, কে গেল তাতে কিছু যায় আসে না। রিয়াল সব সময় সেরা ক্লাব থাকবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE