Advertisement
E-Paper

ক্ষমা চাইলেন বাংলাদেশের বোলার রুবেল হোসেন

জয়ের জন্য ভারতের সামনে ১৬৭ রানের টার্গেট রেখেছিল বাংলাদেশে। ১৮তম ওভারে ভারতের রান ছিল ১৩৩/৫। ১৯তম ওভারের প্রথম দুই বলে রুবেলকে ছক্কা হজমের পর তৃতীয় বলে বাউন্ডারিও হজম করতে হয়।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ মার্চ ২০১৮ ২১:০২
রুবেল হোসেন। ছবি: এএফপি।

রুবেল হোসেন। ছবি: এএফপি।

একটা ওভার এমনকি একটা বলও বদলে দিতে পারে ক্রিকেটের ফল। যেমনটা ঘটল নিদাহাস ট্রফির ফাইনালে। ১৯তম ওভারে ২২ রান দিয়ে ভারতের জয়ের রাস্তা অনেকটাই তৈরি করে দিয়েছিলেন বাংলাদেশের বোলার রুবেল হোসেন। যদিও তার জন্য তিনি সমর্থকদের কাছে ক্ষমাও চেয়ে নিলেন।

জয়ের জন্য ভারতের সামনে ১৬৭ রানের টার্গেট রেখেছিল বাংলাদেশে। ১৮তম ওভারে ভারতের রান ছিল ১৩৩/৫। ১৯তম ওভারের প্রথম দুই বলে রুবেলকে ছক্কা হজমের পর তৃতীয় বলে বাউন্ডারিও হজম করতে হয়। পরের তিন বলে কার্তিক আরও ৬ রান তুলে নেন। শেষ ওভারের ভারতের সামনে লক্ষ্য এসে দাড়ায় ১২ রানের।

শেষ বলে ভারতের দরকার ছিল ৫ রান। যেটাও ছক্কা হাঁকিয়ে পুরো করে দেন দীনেশ কার্তিক। রুবলে ম্যাচের পর প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘‘ম্যাচ হেরে ভয়ঙ্কর লাগছিল। আমি ভাবিনি কখনও বাংলাদেশের হারের কারণ হব। আমরা জয়ের খুব কাছে পৌঁছে গিয়েছিলাম। কিন্তু আমার জন্য সেটা হেরে গেলাম। আমি সমর্থকদের কাছে ক্ষমা চাই এবং সবাইকে অনুরোধ করছি আমাকে ক্ষমা করে দিতে।’’

আরও পড়ুন
দীনেশের উইনিং ছক্কা কেন দেখতে পেলেন না রোহিত

Cricket Cricketer Nidahas Trophy India Vs Bangladesh Rubel Hossain রুবেল হোসেন
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy