Advertisement
০৩ মে ২০২৪

পন্টিংয়ের বিশ্বসেরা একাদশে ভারত থেকে শুধু সচিন!

রিকি পন্টিংয়ের বেছে নেওয়া দলে যে তাঁর সময়ের স্বর্ণযুগের অজি দলের অনেকে থাকবেন, তা মোটামুটি জানাই ছিল। কিন্তু এতটা চমক ছিল তা বোধহয় আশা করেননি কেউই। তাঁর বেছে নেওয়া বিশ্ব একাদশে ঠাঁই পেলেন না দ্রাবিড়, সৌরভ, গ্রেম স্মিথ বা মুরলিধরনরা। এক নজরে দেখে নেওয়া যাক পন্টিংয়ের বিশ্ব একাদশ কেমন দেখতে হল।

সংবাদ সংস্থা
মেলবোর্ন শেষ আপডেট: ১২ নভেম্বর ২০১৭ ১৩:২৭
Share: Save:
০১ ১১
ম্যাথু হেডেন: তাঁর নেতৃত্বের অন্যতম সাফল্যের জায়গা ছিল ওপেনিং। যাঁর মূল দায়িত্বে ছিলেন বাঁহাতি হেডেন। বিশ্ব একাদশের ওপেনিংয়েও তাঁর ব্যাটেই ভরসা করেছেন পন্টিং।

ম্যাথু হেডেন: তাঁর নেতৃত্বের অন্যতম সাফল্যের জায়গা ছিল ওপেনিং। যাঁর মূল দায়িত্বে ছিলেন বাঁহাতি হেডেন। বিশ্ব একাদশের ওপেনিংয়েও তাঁর ব্যাটেই ভরসা করেছেন পন্টিং।

০২ ১১
জাস্টিন ল্যাঙ্গার: গ্রেগ ব্লিউয়েটের পর পাকাপাকি ভাবে হেডেনের সঙ্গে ইনিংস সূচনা করতেন বাঁহাতি ল্যাঙ্গার। এ ক্ষেত্রেও পুরনো সঙ্গীর সঙ্গেই দেখা যাবে তাঁকে।

জাস্টিন ল্যাঙ্গার: গ্রেগ ব্লিউয়েটের পর পাকাপাকি ভাবে হেডেনের সঙ্গে ইনিংস সূচনা করতেন বাঁহাতি ল্যাঙ্গার। এ ক্ষেত্রেও পুরনো সঙ্গীর সঙ্গেই দেখা যাবে তাঁকে।

০৩ ১১
জাক কালিস: তিন নম্বরে পন্টিংয়ের ভরসা দক্ষিণ আফ্রিকার সর্বকালের সেরা অল রাউন্ডার জাক কালিস।

জাক কালিস: তিন নম্বরে পন্টিংয়ের ভরসা দক্ষিণ আফ্রিকার সর্বকালের সেরা অল রাউন্ডার জাক কালিস।

০৪ ১১
সচিন তেন্ডুলকর: পন্টিংয়ের বিশ্বসেরা একাদশের একমাত্র ভারতীয় প্রতিনিধি। নামবেন চার নম্বরে।

সচিন তেন্ডুলকর: পন্টিংয়ের বিশ্বসেরা একাদশের একমাত্র ভারতীয় প্রতিনিধি। নামবেন চার নম্বরে।

০৫ ১১
ব্রায়ান লারা: পাঁচ নম্বরে পন্টিংয়ের পছন্দ বাঁহাতি এই ক্যারিবীয় কিংবদন্তি।

ব্রায়ান লারা: পাঁচ নম্বরে পন্টিংয়ের পছন্দ বাঁহাতি এই ক্যারিবীয় কিংবদন্তি।

০৬ ১১
কুমার সঙ্গাকারা: পন্টিংয়ের দলের অধিনায়ক শ্রীলঙ্কার সর্বকালের সেরা বাঁহাতি।

কুমার সঙ্গাকারা: পন্টিংয়ের দলের অধিনায়ক শ্রীলঙ্কার সর্বকালের সেরা বাঁহাতি।

০৭ ১১
অ্যাডাম গিলক্রিস্ট: বিশ্বের অন্যতম আগ্রাসী উইকেটরক্ষক ব্যাটসম্যান গিলক্রিস্টকে পন্টিং রেখেছেন সাত নম্বরে।

অ্যাডাম গিলক্রিস্ট: বিশ্বের অন্যতম আগ্রাসী উইকেটরক্ষক ব্যাটসম্যান গিলক্রিস্টকে পন্টিং রেখেছেন সাত নম্বরে।

০৮ ১১
শেন ওয়ার্ন: তাঁর নেতৃত্বাধীন স্বর্ণযুগের অজি দলের তৃতীয় সদস্য। দলের এক মাত্র স্পিনারও তিনিই।

শেন ওয়ার্ন: তাঁর নেতৃত্বাধীন স্বর্ণযুগের অজি দলের তৃতীয় সদস্য। দলের এক মাত্র স্পিনারও তিনিই।

০৯ ১১
ওয়াসিম আক্রম: পাকিস্তানের একমাত্র প্রতিনিধি হিসাবে পন্টিংয়ের দলে আছেন আক্রম।

ওয়াসিম আক্রম: পাকিস্তানের একমাত্র প্রতিনিধি হিসাবে পন্টিংয়ের দলে আছেন আক্রম।

১০ ১১
কার্টলে অ্যামব্রোজ: অ্যামব্রোজের পেসে তরুণ পন্টিং নাস্তানাবুদ হয়েছেন বহু বার। দ্বিতীয় ক্যারিবীয় হিসাবে দলে রয়েছেন তিনি।

কার্টলে অ্যামব্রোজ: অ্যামব্রোজের পেসে তরুণ পন্টিং নাস্তানাবুদ হয়েছেন বহু বার। দ্বিতীয় ক্যারিবীয় হিসাবে দলে রয়েছেন তিনি।

১১ ১১
গ্লেন ম্যাকগ্রা: পঞ্চম অস্ট্রেলীয় হিসাবে দলে থাকছেন অস্ট্রেলিয়ার সর্বকালের অন্যতম সেরা পেসার গ্লেন।

গ্লেন ম্যাকগ্রা: পঞ্চম অস্ট্রেলীয় হিসাবে দলে থাকছেন অস্ট্রেলিয়ার সর্বকালের অন্যতম সেরা পেসার গ্লেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE