Advertisement
E-Paper

সাফল্য আসবে, ভাবতে নিষেধ সচিনের

বিরাট কোহালির সাফল্যের খিদে ও প্রত্যয়ে মুগ্ধ সচিন তেন্ডুলকর।

নিজস্ব প্রতিবেদন 

শেষ আপডেট: ০১ অগস্ট ২০১৮ ০৪:৩৪
উপদেশ: ইংল্যান্ড সিরিজ নিয়ে পরামর্শ সচিনের। ফাইল চিত্র

উপদেশ: ইংল্যান্ড সিরিজ নিয়ে পরামর্শ সচিনের। ফাইল চিত্র

বিরাট কোহালির সাফল্যের খিদে ও প্রত্যয়ে মুগ্ধ সচিন তেন্ডুলকর। টেস্ট ক্রিকেটে ১৫,৯২১ রানের মালিক জানিয়েছেন, যে ভাবে বিরাট প্রতিটি ম্যাচ এবং সিরিজের জন্য প্রস্তুতি নেন, তা তাঁকে মুগ্ধ করে। বুধবার থেকে বার্মিংহামে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট শুরু হচ্ছে। তার আগে সচিন এক সাক্ষাৎকারে বলেন, ‘‘ওর চোখে সব সময়ই সাফল্যের খিদে আর আগুন আমি দেখতে পাই। ওর সব চেয়ে বড় গুণ হল, যখনই বুঝতে পারে নিজের খেলায় কোথাও একটা ভুল হচ্ছে, তখনই সেগুলো নেটে এসে শুধরে নিতে মরিয়া হয়ে ওঠে। এই গুণটাই ওর চরিত্রের সব চেয়ে ইতিবাচক দিক। এই গুণের জন্য এত দূরও এসেছে।’’

কোহালির দৃঢ় মানসিকতার প্রশংসা করে সচিন আরও বলেন, ‘‘একজন খেলোয়াড় তখনই উন্নতি করতে পারে, যখন সে নিজের ভুলগুলো স্বীকার করে নেয় বা বুঝতে পারে। কোথায় কোথায় ভুল হচ্ছে আর তা কী ভাবে শোধরাতে হবে, এটা স্বীকার করে নিতে কিন্তু বেশ মনের জোর লাগে। খুব কম ক্রিকেটারেরই এটা থাকে। বিরাটের কিন্তু আছে। যে কারণে ও এতটা সফল হয়েছে।’’

এমনিতে টেস্ট ক্রিকেটে কোহালির ব্যাটিং গড় ৫৩.৪০ রান হলেও ইংল্যান্ডে সেই গড় কিন্তু মাত্র ১৩.৪০। তবে এটা নিয়ে কোহালিকে বেশি না ভাবার পরামর্শ দিয়েছেন সচিন। তাঁর কথা, ‘‘আমি অন্তত মনে করি যে ও যথেষ্ট ভাল জায়গাতেই আছে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ওকে সেই জায়গাতেই থাকতে হবে। ও যে ভাবে কোনও সফর বা ম্যাচের আগে প্রস্তুতি নেয়, তা দারুণ একটা ব্যাপার। আমি চাই, ঠিক এ ভাবেই প্রস্তুতি নিয়ে যাক বিরাট। জীবনে ওঠাপড়া আসেই। সবার ক্রিকেট জীবনেই সেটা ঘটে। অনেক সিরিজ খারাপও যায়। কিন্তু মনে রাখতে হবে, জীবন এখানেই শেষ হয়ে যাবে না। সামনে আরও অনেক সুযোগ আসবেই।’’

প্রসঙ্গত সচিন নিজে ইংল্যান্ডে সব মিলিয়ে যে ১৭টি টেস্ট খেলেছেন, তাতে ১৫৭৫ রান করেছেন ৫৪.৩১ গড়ে। চারটি শতরান ও আটটি অর্ধশতরান করেছেন সেখানে। লিডসে ২০০২ সালে মাত্র সাত রানের জন্য দ্বিশতরান হাতছাড়া হয়েছিল তাঁর।

Virat Kohli Sachin Tendulkar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy