আন্তর্জাতিক নারী দিবসে সচিন-স্পেশ্যাল। মা, স্ত্রী ও মেয়ে সারার জন্য বেগুনের ভর্তা বানালেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। অতীতে তাঁর ব্যাট থেকে তো এসেছে কত স্পেশ্যাল ইনিংস। এ বার নারী দিবসে এল বিশেষ রেসিপি।
ছেলেবেলা থেকেই মায়ের হাতের বেগুনের ভর্তা খেতে খুব ভালবাসতেন সচিন। মায়ের হাতে তৈরি উপাদেয় ওই খাবারের স্বাদ এখনও পান তিনি। মিনিট দুয়েকের একটি ভিডিও এ দিন টুইটারে পোস্ট করেছেন সচিন।
সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, হাতে ছুরি তুলে নিয়েছেন মাস্টার, টোম্যাটো, লঙ্কা কুচিয়ে বানাচ্ছেন বেগুনের ভর্তা। বানিয়েই ছুটলেন মায়ের কাছে। সচিনের মা তখন পুজোয় বসেছেন। মার হাতে বেগুনের ভর্তার বাটি দিয়ে সচিন বলেন, ‘‘আমি বেগুনের ভর্তা বানিয়েছি। দেখো তোমার ভাল লাগে কিনা!’’
আরও পড়ুন:বিজয় শঙ্করকে বিশ্বকাপের স্কোয়াডে দেখতে চাইছেন সৌরভ
আরও পড়ুন: ধোনি-জাডেজা জুটির সামনে অনন্য রেকর্ডের হাতছানি
ছেলের হাতের বেগুনের ভর্তা খেয়ে সচিনের মা বলেন, ''বেশ ভাল হয়েছে। সব ঠিক আছে।’’ মায়ের কথা শেষ হতে না হতেই সচিন বলে ওঠেন, ‘‘মায়েরা এরকমই হন। ত্রুটি বিচ্যুতি হলেও তাঁরা মুখে কিছু বলেন না।’’
This #WomensDay, let's do something special for the important women in our lives. Join me and share your own sweet gestures of love using#SeeHerSmile
— Sachin Tendulkar (@sachin_rt) March 8, 2019
Happy Women's Day! pic.twitter.com/ouMv0cPiuy