Advertisement
০৩ মে ২০২৪
Kolkata will face kerala tomorrow

বুধবার সচিনের কেরালার বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া সৌরভের কলকাতা

আইএসএল-এর প্রথম ম্যাচে নর্থ-ইস্ট ইউনাইটেডের কাছে হারের মুখ দেখতে হয়েছে কেরালা ব্লাস্টার্সের। উল্টোদিকে ঘরের মাঠে চেন্নাইয়ান এফসির কাছে ২-২ গোলে আটকে গিয়েছে অ্যাটলেটিকো কলকাতা। এমন অবস্থায় দ্বিতীয় ম্যাচে মুখেমুখি হচ্ছে কেরালা ও কলকাতা।

অ্যাটলেটিকো কলকাতার ম্যাচের একটি দৃশ্য। ছবি: সংগৃহিত।

অ্যাটলেটিকো কলকাতার ম্যাচের একটি দৃশ্য। ছবি: সংগৃহিত।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০১৬ ১৮:৫৩
Share: Save:

আইএসএল-এর প্রথম ম্যাচে নর্থ-ইস্ট ইউনাইটেডের কাছে হারের মুখ দেখতে হয়েছে কেরালা ব্লাস্টার্সের। উল্টোদিকে ঘরের মাঠে চেন্নাইয়ান এফসির কাছে ২-২ গোলে আটকে গিয়েছে অ্যাটলেটিকো কলকাতা। এমন অবস্থায় দ্বিতীয় ম্যাচে মুখেমুখি হচ্ছে কেরালা ও কলকাতা। কোচিতে এই ম্যাচ ঘিরে সাজ সাজ রব। এই একটা সময়ই জেগে ওঠে কেরালার ফুটবল। আই লিগে কোনও দল নেই। আইএম বিজয়ন, জো পল আনচেরিদের পর তেমনভাবে ভারতীয় ফুটবলে দীর্ঘদিন উঠে আসেনি কোনও মুখ। ফুটবল পাগল কেরালা আবার নতুন করে প্রাণ পেয়েছে আইএসএল-এর হাত ধরে।

সচিনের দল যতবার ঘরের মাঠে খেলতে নেমেছে ততবারই দারুণ সমর্থন পেয়েছে। দলের জার্সিতে গ্যালারি ভরিয়েছেন হাজার হাজার সমর্থক। বুধবার কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই দল। কেরালা কোচ কপেল উচ্ছ্বসিত আইএসএল-এর পরিবেশ নিয়ে। তিনি বলেন, ‘‘পুরো বিশ্বে এই টুর্নামেন্ট বিখ্যাত হয়ে গিয়েছে। আমি এখানে আসার পর থেকে দেখছি সবাই আইএসএল নিয়ে কথা বলছে।’’

রবিবার ঘরের মাঠে খেলে সোমবারই কোচির উদ্দেশে উড়ে গিয়েছে কলকাতা। ফ্লাইট বিভ্রাটে দীর্ঘক্ষণ আটকে থাকতে হয়েছে বেঙ্গালুরু এয়ারপোর্টে। পুরো দল বেশ ক্লান্ত। তার মধ্যেই জয়ের খোঁজে মুখিয়ে অর্ণব, হিউমরা। ঘরের মাঠে নিজেদের খেলায় যে খুশি নন কেউই সেটা তাঁদের বডি ল্যাঙ্গুয়েজেই পরিষ্কার। যদিও কোচ মলিনা পাশে থাকছেন ফুটবলারদের। কোচির পরিবেশ সম্পর্কে ভালই ধারণা রয়েছে তাঁর। শুনেছেন প্লেয়ারদের কাছে। জানেন ঘরের সমর্থকদের সঙ্গে নিয়ে মাঠে নামবে কেরালা। তাদের বিরুদ্ধে খেলতে হবে কলকাতাকে। মলিনা বলেন, ‘‘আমি জানি ওখানে দারুণ পরিবেশ থাকবে। ৫০ হাজার সমর্থকদের সামনে খেলা হবে। এমন পরিবেশে খেলার আলাদা মজা।’’ যদিও কেরালা কোচের মতে, ‘‘ফুটবল সব সময়ই এক সে ঘরের মাঠে হোক বা বাইরে। আমাদের পরিকল্পনা একই থাকবে।’’

আইএসএল: কেরালা বনাম কলকাতা (কোচি, সন্ধ্যে সাতটা)

আরও খবর

পুণেকে ১-০ গোলে হারিয়ে দিল মুম্বই সিটি এফসি

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Atletico Kolkata Kerala Blasters ISL2016 Kochi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE