Advertisement
০১ মে ২০২৪

সাইনা-সিন্ধু ছিটকে গেলেন

শ্রীকান্ত জিতলেও হতাশ করলেন পিভি সিন্ধু ও সাইনা নেহওয়াল। রিও অলিম্পিক্সে রুপোজয়ী ভারতীয় ব্যাডমিন্টন তারকা সিন্ধু শুক্রবার বিশ্বের এক নম্বর তাই জু ইংয়ের বিরুদ্ধে হেরে ছিটকে গেলেন।

ধাক্কা: অস্ট্রেলিয়ান সুপার সিরিজে হারলেন সাইনা ও সিন্ধু। ফাইল চিত্র

ধাক্কা: অস্ট্রেলিয়ান সুপার সিরিজে হারলেন সাইনা ও সিন্ধু। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৪ জুন ২০১৭ ০২:০৩
Share: Save:

দুরন্ত মেজাজে কিদম্বি শ্রীকান্ত।

গত রবিবার ইন্দোনেশিয়া সুপার সিরিজ জিতে শ্রীকান্ত প্রমাণ করেছিলেন এই মুহূর্তে তিনি ভারতীয় ব্যাডমিন্টনের অন্যতম সেরা প্রতিভা। নিজের স্বপ্নের ফর্ম তিনি এ বার ধরে রাখলেন অস্ট্রেলীয় ওপেন সুপার সিরিজেও।

কোয়ার্টার ফাইনালে দুই ভারতীয় খেলোয়াড়ের লড়াইয়ে বি সাই প্রণীতের মুখোমুখি হয়েছিলেন শ্রীকান্ত। যে ম্যাচে স্ট্রেট গেমে শ্রীকান্ত জিতলেন ২৫-২৩, ২১-১৭। বদলা নিলেন এপ্রিলে সিঙ্গাপুর ওপেনের ফাইনালে হারের। এ বার সেমিফাইনালে শ্রীকান্তের সামনে চিনের সি ইউকি।

তবে শ্রীকান্ত জিতলেও হতাশ করলেন পিভি সিন্ধু ও সাইনা নেহওয়াল। রিও অলিম্পিক্সে রুপোজয়ী ভারতীয় ব্যাডমিন্টন তারকা সিন্ধু শুক্রবার বিশ্বের এক নম্বর তাই জু ইংয়ের বিরুদ্ধে হেরে ছিটকে গেলেন। ব্যাডমিন্টন সার্কিটে বলা হয়, তাই জু-র প্রধান অস্ত্র তাঁর শটের বৈচিত্র্য। প্রতিদ্বন্দ্বী বুঝতে পারেন না কখন কী শট মারবেন তাই জু।

এ দিন যদিও প্রথমে এগিয়ে গিয়েছিলেন সিন্ধুই। প্রথম গেমে ২১-১০ জিতে। কিন্তু আস্তে আস্তে ম্যাচে প্রভাব ফেলতে থাকেন তাই জু। ছবির মতো কয়েকটা স্ম্যাশের সৌজন্যে দ্বিতীয় গেম ২২-২০ দখল করেন তিনি। ম্যাচ গড়ায় তৃতীয় গেমে। সেখানেও হাড্ডাহাড্ডি লড়াই হয়। সিন্ধু এক সময় ১৪-১০ এগিয়ে গেলেও চাপের মুখে ভেঙে পড়েননি তাই জু। শেষমেশ তৃতীয় গেম ২১-১৬ জিতে সেমিফাইনালে উঠলেন তাই জু।

সিন্ধুর মতো সাইনা নেহওয়ালের ভাগ্যেও জুটল হতাশা। টুর্নামেন্টের ষষ্ঠ বাছাই ও গত বারের চ্যাম্পিয়ন ভারতীয় তারকা হারলেন সান ইউ-র বিরুদ্ধে। এক ঘণ্টা আঠারো মিনিটের ম্যাচে প্রথম গেমে ১৭-২১ হারেন সাইনা। কিন্তু দ্বিতীয় গেমে সাইনা ঘুরে দাঁড়ান। ২১-১০ জিতে ম্যাচ তৃতীয় গেমে নিয়ে যান সাইনা। চূড়ান্ত গেমেও প্রথমে ১৫-১২ এগিয়ে গিয়েছিলেন লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী সাইনা। কিন্তু তাঁর আনফোর্সড এররের সুযোগে সান আবার ম্যাচে ফিরে জয় ছিনিয়ে নেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE