চার বছরে প্রথম বার বিশ্বের দু’নম্বর খেলোয়াড় আকানে ইয়ামাগুচিকে হারালেন সাইনা নেহওয়াল। বৃহস্পতিবার ভারতীয় তারকা রীতিমতো দাপটের সঙ্গে ম্যাচ জিতে পৌঁছে গেলেন ডেনমার্ক ওপেনের কোয়ার্টার ফাইনালেও।
অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী সাইনা হালফিলে খুব ভাল খেলছেন না। যে কারণে বিশ্ব র্যাঙ্কিংয়ে এখন ২৭ নম্বরে নেমে গিয়েছেন। কিন্তু ডেনমার্কের ওডেন্সে বৃহস্পতিবার তাঁর খেলায় যেন চেনা ছন্দ ফিরে এসেছিল। আকানের মতো শক্তিশালী প্রতিপক্ষকে হারাতে তাঁর লাগল মাত্র ৩৬ মিনিট। জিতলেন ২১-১৫, ২১-১৭ গেমে। কোয়ার্টার ফাইনালে সাইনার সামনে বিশ্বের তিন নম্বর জাপানেরই নজোমি ওকুহারা।
ইয়ামাগুচির বিরুদ্ধে এর আগে মাত্র এক বার জিতেছিলেন সাইনা। হারেন ছ’বার। চার বছর আগে প্রথম তিনি ইয়ামাগুচিকে চিন ওপেনে হারান। তার পর থেকে শুধুই হেরেছেন। এ’বছরই যেমন দু’বার খেলে দু’বারই ব্যর্থ সাইনা। মে মাসে উবার কাপে ও জুন মাসে মালয়েশীয় ওপেনে।