বৃহস্পতিবার উদ্বোধন হল দুই স্প্যানিশ মেগা ক্লাবের জার্সি। রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা। এবং প্রায় কাকতালীয় ভাবে দেখা গেল, দুই ক্লাবেরই অ্যাওয়ে জার্সির রং এক— বেগুনি। ভোর থেকে দোকানের সামনে লাইন দিয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের জার্সি কিনে উচ্ছ্বসিত দুই খুদে রিয়াল-ভক্ত। অন্য দিকে, মেসি-নেইমার-সুয়ারেজদের নিয়ে নতুন জার্সি প্রকাশ করল বার্সেলোনা।
ছবি টুইটার