Advertisement
E-Paper

গোটা দুনিয়া দেখল সানিয়া পুত্রের হাসি মুখের ছবি!

 এর আগে বার দুয়েক সানিয়া ইনস্টাগ্রামে ছেলে ইজানকে নিয়ে ছবি পোস্ট করলেও মুখ দেখা যায়নি। শনিবার গোটা দুনিয়া প্রথম দেখল ইজানকে। ক্যামেরার দিকে তাকিয়ে একগাল হাসছে ইজান।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০১৮ ২০:০২
পুত্র ইজানের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করলেন সানিয়া মির্জা।

পুত্র ইজানের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করলেন সানিয়া মির্জা।

বয়স মাত্র ২ মাস। ইতিমধ্যেই যাকে বলে বিগ সেলিব্রিটি! একরত্তি ছেলের নাম ইজান। বাবা-মা দুজনকেই খেলার দুনিয়া এক ডাকে চেনে। পাকিস্তানের তারকা অল রাউন্ডার শোয়েব মালিক ও ভারতীয় টেনিসের অন্যতম সেরা আইকন সানিয়া মির্জার পুত্র সন্তানের জন্ম হয়েছে গত অক্টোবরে।

এর আগে বার দুয়েক সানিয়া ইনস্টাগ্রামে ছেলে ইজানকে নিয়ে ছবি পোস্ট করলেও মুখ দেখা যায়নি। শনিবার গোটা দুনিয়া প্রথম দেখল ইজানকে। ক্যামেরার দিকে তাকিয়ে একগাল হাসছে ইজান। কী নিষ্পাপ, মন ভোলানো সেই হাসি! ছবির নীচে ক্যাপশনও জুড়ে দিয়েছেন, ‘দ্রুত গতির রাস্তায় জীবন কাটানোর মজাটাই অন্যরকম! গোটা দুনিয়াকে হ্যালো বলার এই তো সময়!’

উর্দু ভাষায় ইজান শব্দের মানে ঈশ্বরের উপহার! টেনিস কোর্ট থেকে এখন অনেকটাই দূরে। সানিয়া জানিয়েছেন, ২০১৯ সালের মাঝামাঝি ফিরবেন। ততদিনে ইজান আর একটু বড় হয়ে যাবে। তবে, আপাতত ছেলের বায়নাক্কা সামলাতেই ভীষন ব্যস্ত সানিয়া। ইনস্টাগ্রামে সানিয়া পুত্রের ছবি দেখার পর অনেকেই সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছেন।

Living life in the fast lane can be fun !!! It’s time to say hello to the world 😀 #Allhamdulillah

A post shared by Sania Mirza (@mirzasaniar) on

আরও পড়ুন: ভারতের ওয়ান ডে অধিনায়ক মিতালিই

আরও পড়ুন: জয় দিয়ে কলকাতা পর্ব শুরু বেঙ্গল ওয়ারিয়র্সের

Tenn Sania Mirza Shoaib Malik
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy