Advertisement
E-Paper

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সফর থেকে ছিটকে গেলেন শহিদ, শফিউল

বাংলাদেশ প্রিমিয়ার লিগে কী ফর্মেই না ছিলেন তাঁরা। প্রথম ৮ ম্যাচে ঢাকা ডায়নামাইটস পেস বোলার মহম্মদ শহিদের উইকেট সংখ্যা ১৫। সেখানে ১২ ম্যাচে খুলনা টাইটান্সের পেস বোলার শফিউল ইসলামের উইকেট সংখ্যা ১৮।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৬ ১৮:৩৩
মহম্মদ শাহিদ। ছবি: সংগৃহীত।

মহম্মদ শাহিদ। ছবি: সংগৃহীত।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে কী ফর্মেই না ছিলেন তাঁরা। প্রথম ৮ ম্যাচে ঢাকা ডায়নামাইটস পেস বোলার মহম্মদ শহিদের উইকেট সংখ্যা ১৫। সেখানে ১২ ম্যাচে খুলনা টাইটান্সের পেস বোলার শফিউল ইসলামের উইকেট সংখ্যা ১৮। প্রথমে অস্ট্রেলিয়ার সিডনিতে ন’দিনের শিবির, সেখান থেকে নিউজিল্যান্ডে ৩৫ দিনের সফর। দেড়মাসের লম্বা সফরের মানসিক প্রস্তুতি নিয়েছিলেন দুজনই। প্রস্তুতিও সেরে ফেলেছিলেন দুই পেস বোলার মহম্মদ শহিদ ও শফিউল ইসলাম। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে মুশফিকুরের নেতৃত্বে যে ১১ জনের দল সিডনির উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল তাদের তালিকায় ছিলেন শফিউল ইসলাম। শনিবার রাতে একই ফ্লাইটে মাশরাফির নেতৃত্বে অন্য ১১ জনের মধ্যে টিকিট রি-কনফার্ম করা ছিল মহম্মদ শহিদেরও। অথচ ভাগ্যটা বড়ই খারাপ। ৪৮ ঘন্টার ব্যবধানে দু’জন পেলেন দু:সংবাদ। প্রথমে মহম্মদ শহিদ ও পরে শফিউল ইসলাম। শহিদের ইনজুরিতে কপাল খুলল রুবেল হোসেনের। শফিউলের ইনজুরিতে তার টিকিটটা হাতে পেলেন কামরুল ইসলাম রাব্বি।

২৭ নভেম্বর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচে ফিল্ডিংয়ের সময় চোট পান শহিদ। প্রাথমিকভাবে চোটটা পায়ের গোড়ালিতে মনে হলেও এমআরআই রিপোর্টে হাঁটুর লিগামেন্টে বড় ইনজুরি ধরা পড়েছে। অবস্থাটা এতটাই গুরুতর যে এক মাসের মধ্যে ফিট হওয়ার কোন সম্ভাবনাই দেখছেন না বাংলাদেশ ক্রিকেট দলের ইংলিশ ফিজিও ডিন কনওয়ে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী। সোমবার বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হল অস্ট্রেলিয়া সফরে যাওয়া হচ্ছে না শহিদের।

আরও খবর

আম্পায়ারদের গালাগাল করে জরিমানা সাকিবের

শহিদ,শফিউলের কপালটা যেখানে মন্দ সেখানে ভাগ্যটা ভাল লেগ স্পিনার তানভির হায়দার এবং এবাদত হোসেনের। এই প্রথম জাতীয় দলের সঙ্গে সফরে যাচ্ছেন তাঁরা। দু’জনই চোট সারিয়ে ফিরেছেন। গত ১১ আগস্ট লন্ডনের বুপা ক্রমওয়েল হাসপাতালে কাঁধের টেলিস্কোপ সার্জারির পর সুস্থ হয়ে ওঠা বাঁ হাতি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান সব শঙ্কা পেছনে ফেলে যাচ্ছেন দলের সঙ্গে।

অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ স্কোয়াড: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, শুভাগত হোম, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, মাশরাফি বিন মোর্তাজা, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, শুভাশিষ রায়, রুবেল হোসেন, এবাদত হোসেন ও তানভির হায়দার।

Mohammad Shahid Safiul Islam
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy