Advertisement
২৪ এপ্রিল ২০২৪

দু’ম্যাচ নির্বাসিত সিমিওনে ফাইনাল দেখবেন গ্যালারিতে বসেই

ইউরোপের দ্বিতীয় সেরা ক্লাব প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলই পরের বার চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি খেলবে। আতলেতিকো শেষ চারে হারিয়েছে আর্সেন ওয়েঙ্গারের আর্সেনালকে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৬ মে ২০১৮ ০৪:১৮
Share: Save:

দু’দলই দু’বার করে ফাইনাল খেলেছে। আতলেতিকো দে মাদ্রিদ দু’বারই চ্যাম্পিয়ন। আর দু’বারই ফাইনাল হেরেছে মার্সেই।

বুধবারের ইউরোপা লিগ ফাইনাল নিয়ে তাই অন্য রকম আগ্রহ ফুটবল মহলে। দেখার, তৃতীয় বারও আঁতোয়া গ্রিজম্যানরাই শেষ হাসি হাসেন কি না। নাকি অঘটন ঘটিয়ে মার্সেই প্রথম বার ট্রফি তোলে।

ইউরোপের দ্বিতীয় সেরা ক্লাব প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলই পরের বার চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি খেলবে। আতলেতিকো শেষ চারে হারিয়েছে আর্সেন ওয়েঙ্গারের আর্সেনালকে। মার্সেই জিতেছে অস্ট্রিয়ার রেড বুল সালজ‌বার্গের বিরুদ্ধে। ফ্রান্সের লিঁয়তে এই ফাইনালে কিন্তু আতলেতিকো ম্যানেজার দিয়েগো সিমিওনেকে গ্যালারিতে বসতে হচ্ছে। আর্সেনালের বিরুদ্ধে রেফারিকে অপমানজনক মন্তব্য করায় তাঁকে দু’ম্যাচ নির্বাসিত করেছে উয়েফা। আতলেতিকো কোচ অবশ্য বলেছেন, ‘‘আমি মাঠে না থাকলেও ক্ষতি নেই। সহকারীরা যথেষ্ট যোগ্য। আমার নির্দেশমতো ঠিকঠাক কাজ ওরাই করে দেবে।’’ এ দিকে এই ফাইনালেই গ্রিজম্যান হয়তো আতলেতিকোয় তাঁর শেষ ম্যাচ খেলবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE