Some facts of third test between India vs Australia at Ranchi dgtl
India vs Australia. Ranchi
ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টে যে নজির গড়লেন স্মিথ-কোহালিরা
ভীষণ নার্ভাস ছিলাম! ম্যাচের শেষে স্টিভেন স্মিথের এমন মন্তব্য বুঝিয়ে দিচ্ছে রাঁচীর তৃতীয় টেস্ট কতখানি মরণ বাঁচন লড়াই ছিল। বিরাট কোহালিদের কাছেও কার্যত এক নিয়ম খাটে। কারণ তিনটি টেস্টে এখন দুই দেশই দু’নৌকায় পা দিয়ে আছে। ফস্কালেই বিপদ! প্রথম দুটো টেস্টে তো পাঁচ দিনই খেলতে পারেনি দুই দলই।
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২০ মার্চ ২০১৭ ১৯:০৭
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৫
এখনও পর্যন্ত সিরিজের লম্বা পার্টনারশিপের নজির তৈরি হল এই টেস্টে। চেতেশ্বর পূজারা এবং ঋদ্বিমান সাহা মিলে ৪৬৬ বল খেলে ১৯৯ রান করেন।
০২০৫
ঘরের মাঠে সেরা বোলিং গড়ের তালিকায় পাঁচ নম্বরে চলে এলেন রবীন্দ্র জাডেজা। তাঁর বোলিং গড় ছিল ১৯.৮৭। দুই ইনিংসে মিলে ৯ উইকেট নেন তিনি। ওই তালিকায় ১৮.০৮ বোলিং গড় নিয়ে এক নম্বরে রয়েছেন ইংল্যান্ডের জিম ল্যাকার।
০৩০৫
রবীন্দ্র জাডেজা এই সিরিজে ৩ বার অজি অধিনায়ক স্টিভেন স্মিথকে আউট করেছেন।
০৪০৫
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চেতেশ্বর পূজারার দ্বিতীয় ডবল সেঞ্চুরি করে সচিন এবং লক্ষ্মনের জায়গায় চলে এলেন।
০৫০৫
চেতেশ্বর পূজারা (৫০০) সবচেয়ে বেশি বল খেলে ভারতীয় ক্রিকেটারদের ছাপিয়ে গেলেন। এর আগে রাহুল দ্রাবিড়ের রেকর্ড ছিল।