Advertisement
১৮ এপ্রিল ২০২৪
India

টেস্টে ভারতের কিছু সেরা জুটি

বর্তমান ক্রিকেট বিশ্বকে প্রায় নিজেদের দখলে নিয়ে নিয়েছে টি২০। আধুনিক টি২০-র যুগে ক্রমেই জনপ্রিয়তা হারাচ্ছে টেস্ট। সেই প্রায় জনপ্রিয়তা হারাতে বসা টেস্ট ক্রিকেটেও এমন কিছু জুটি আছে যারা আজও তামাম ক্রিকেটপ্রেমীকে আকর্ষণ করে। এমনই কয়েকটা ভারতীয় জুটি দেখে নেওয়া যাক।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১১ জুন ২০১৮ ১০:৩৫
Share: Save:
০১ ১১
বর্তমান ক্রিকেট বিশ্বকে প্রায় নিজেদের দখলে নিয়ে নিয়েছে টি২০। আধুনিক টি২০-র যুগে ক্রমেই জনপ্রিয়তা হারাচ্ছে টেস্ট। সেই প্রায় জনপ্রিয়তা হারাতে বসা টেস্ট ক্রিকেটেও এমন কিছু জুটি আছে যারা আজও তামাম ক্রিকেটপ্রেমীকে আকর্ষণ করে। এমনই কয়েকটা ভারতীয় জুটি দেখে নেওয়া যাক।

বর্তমান ক্রিকেট বিশ্বকে প্রায় নিজেদের দখলে নিয়ে নিয়েছে টি২০। আধুনিক টি২০-র যুগে ক্রমেই জনপ্রিয়তা হারাচ্ছে টেস্ট। সেই প্রায় জনপ্রিয়তা হারাতে বসা টেস্ট ক্রিকেটেও এমন কিছু জুটি আছে যারা আজও তামাম ক্রিকেটপ্রেমীকে আকর্ষণ করে। এমনই কয়েকটা ভারতীয় জুটি দেখে নেওয়া যাক।

০২ ১১
রাহুল দ্রাবিড় ও সচিন তেন্ডুলকর: এক কথায় ভারতীয় দলের সর্বকালের সেরা জুটি। ১৪৩ বার জুটি বেঁধে ৬৯২০ রান করেছেন। জুটিতে সেরা রান ২৪৯। ২০ বার শতরান এসেছে এই জুটির হাত ধরে। তেমনই ২৯ বার পঞ্চাশের বেশি রান যোগ করেছেন তাঁরা। গড় ৫০.৫১। সেরা ২৪৯ রানের পার্টনারশিপ।

রাহুল দ্রাবিড় ও সচিন তেন্ডুলকর: এক কথায় ভারতীয় দলের সর্বকালের সেরা জুটি। ১৪৩ বার জুটি বেঁধে ৬৯২০ রান করেছেন। জুটিতে সেরা রান ২৪৯। ২০ বার শতরান এসেছে এই জুটির হাত ধরে। তেমনই ২৯ বার পঞ্চাশের বেশি রান যোগ করেছেন তাঁরা। গড় ৫০.৫১। সেরা ২৪৯ রানের পার্টনারশিপ।

০৩ ১১
গৌতম গম্ভীর ও বীরেন্দ্র সহবাগ: ভারতীয় ওপেনিং জুটির ইতিহাসে অন্যতম সেরা বলা চলে এদের। ৮৭ বার এক সঙ্গে ব্যাট করেছেন তাঁরা। করেছেন ৪৪১২ রান। গড় ৫২.৫২। শতরানের পার্টনারশিপ এসেছে ১১ বার। ২৫ বার এসেছে পঞ্চাশের বেশি রান। জুটিতে সেরা রান ২৩১।

গৌতম গম্ভীর ও বীরেন্দ্র সহবাগ: ভারতীয় ওপেনিং জুটির ইতিহাসে অন্যতম সেরা বলা চলে এদের। ৮৭ বার এক সঙ্গে ব্যাট করেছেন তাঁরা। করেছেন ৪৪১২ রান। গড় ৫২.৫২। শতরানের পার্টনারশিপ এসেছে ১১ বার। ২৫ বার এসেছে পঞ্চাশের বেশি রান। জুটিতে সেরা রান ২৩১।

০৪ ১১
সচিন তেন্ডুলকর ও সৌরভ গঙ্গোপাধ্যায়: ওয়ান ডে-তে বিশ্ব ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা জুটি। টেস্টে এই জুটি ৭১ ইনিংসে করেছিল ৪১৭৩ রান। গড় ৬১.৩৬। যেখানে ১২ বার ১০০-এর বেশি রান উঠেছে এই জুটিতে। সেরা স্কোর ২৮১। ১৬ বার পঞ্চাশের বেশি রান এসেছে এই জুটির ব্যাট থেকে।

সচিন তেন্ডুলকর ও সৌরভ গঙ্গোপাধ্যায়: ওয়ান ডে-তে বিশ্ব ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা জুটি। টেস্টে এই জুটি ৭১ ইনিংসে করেছিল ৪১৭৩ রান। গড় ৬১.৩৬। যেখানে ১২ বার ১০০-এর বেশি রান উঠেছে এই জুটিতে। সেরা স্কোর ২৮১। ১৬ বার পঞ্চাশের বেশি রান এসেছে এই জুটির ব্যাট থেকে।

০৫ ১১
রাহুল দ্রাবিড় ও ভিভিএস লক্ষ্মণ: ইডেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যারাথন পার্টনারশিপের কথা মনে আছে যে কোনও ক্রিকেটপ্রেমীর। বিশ্ব ক্রিকেটে আজও আলোচিত সেই ইনিংস। রাহুল আর লক্ষ্মণ মিলে ৮৬ বার জুটি বেঁধেছেন। করেছেন ৪১৬৫ রান। গড় ৫১.৪৫। ১২ বার শতরান করেছে রাহুল-লক্ষ্মণ জুটি। পঞ্চাশের বেশি এসেছে ১৪ বার।

রাহুল দ্রাবিড় ও ভিভিএস লক্ষ্মণ: ইডেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যারাথন পার্টনারশিপের কথা মনে আছে যে কোনও ক্রিকেটপ্রেমীর। বিশ্ব ক্রিকেটে আজও আলোচিত সেই ইনিংস। রাহুল আর লক্ষ্মণ মিলে ৮৬ বার জুটি বেঁধেছেন। করেছেন ৪১৬৫ রান। গড় ৫১.৪৫। ১২ বার শতরান করেছে রাহুল-লক্ষ্মণ জুটি। পঞ্চাশের বেশি এসেছে ১৪ বার।

০৬ ১১
ভিভিএস লক্ষ্মণ ও সচিন তেন্ডুলকর: ভারতীয় ক্রিকেটের সর্বকালের সেরাদের অন্যতম। লিটল মাস্টারের সঙ্গে ভিভিএসের ৭৩ ইনিংসের জুটিতে উঠেছে ৩৫২৩ রান। গড় ৫১.০৫। নয় বার শতরান এবং ১১ বার পঞ্চাশের বেশি রান এসেছে এই জুটি থেকে।

ভিভিএস লক্ষ্মণ ও সচিন তেন্ডুলকর: ভারতীয় ক্রিকেটের সর্বকালের সেরাদের অন্যতম। লিটল মাস্টারের সঙ্গে ভিভিএসের ৭৩ ইনিংসের জুটিতে উঠেছে ৩৫২৩ রান। গড় ৫১.০৫। নয় বার শতরান এবং ১১ বার পঞ্চাশের বেশি রান এসেছে এই জুটি থেকে।

০৭ ১১
রাহুল দ্রাবিড় ও বীরেন্দ্র সহবাগ: আর একটি জুটির কথা বলতেই হবে। দ্রাবিড়ের মতো ‘দ্য ওয়ালের’ সঙ্গে রীতিমতো কাঁধে কাঁধ মিলেয়ে ৬০ বার জুটি বেঁধেছেন বীরেন্দ্র সহবাগ। জুটিতে করেছেন ৩৪০৫ রান। গড় ৫৮.৭০। পাকিস্তানের বিরুদ্ধে ৪১০ রানের জুটি এখনও পর্যন্ত অন্যতম সেরা। নয় বার দেশকে শতরান উপহার দিয়েছে এই জুটি। ১১ বার পঞ্চাশের বেশি রান করেছেন তাঁরা এক সঙ্গে।

রাহুল দ্রাবিড় ও বীরেন্দ্র সহবাগ: আর একটি জুটির কথা বলতেই হবে। দ্রাবিড়ের মতো ‘দ্য ওয়ালের’ সঙ্গে রীতিমতো কাঁধে কাঁধ মিলেয়ে ৬০ বার জুটি বেঁধেছেন বীরেন্দ্র সহবাগ। জুটিতে করেছেন ৩৪০৫ রান। গড় ৫৮.৭০। পাকিস্তানের বিরুদ্ধে ৪১০ রানের জুটি এখনও পর্যন্ত অন্যতম সেরা। নয় বার দেশকে শতরান উপহার দিয়েছে এই জুটি। ১১ বার পঞ্চাশের বেশি রান করেছেন তাঁরা এক সঙ্গে।

০৮ ১১
রাহুল দ্রাবিড় ও সৌরভ গঙ্গোপাধ্যায়: ভারতীয় ক্রিকেটের অন্যতম বর্ণময় জুটি। একাধিক ঐতিহাসিক রেকর্ড রয়েছে এই জুটির। ১৯৯৬ থেকে ২০০৮ পর্যন্ত ৬৮ বার জুটি বেঁধে ৩২৯৪ রান করেন তাঁরা। গড় ৫৩.১২। নয় বার শতরান এসেছে এই জুটির ব্যাট থেকে। ১২ বার পঞ্চাশের বেশি রান করেছেন তাঁরা। সেরা অপরাজিত ১৯৪ রানের পার্টনারশিপ।

রাহুল দ্রাবিড় ও সৌরভ গঙ্গোপাধ্যায়: ভারতীয় ক্রিকেটের অন্যতম বর্ণময় জুটি। একাধিক ঐতিহাসিক রেকর্ড রয়েছে এই জুটির। ১৯৯৬ থেকে ২০০৮ পর্যন্ত ৬৮ বার জুটি বেঁধে ৩২৯৪ রান করেন তাঁরা। গড় ৫৩.১২। নয় বার শতরান এসেছে এই জুটির ব্যাট থেকে। ১২ বার পঞ্চাশের বেশি রান করেছেন তাঁরা। সেরা অপরাজিত ১৯৪ রানের পার্টনারশিপ।

০৯ ১১
চেতন চহ্বন ও সুনীল গাওস্কর: ভারতীয় দলের সর্বকালের অন্যতম সেরা টেস্ট জুটি। ৬০ বার জুটি বাঁধতে দেখা গিয়েছিল তাঁদের। ৫৪.৮৫ গড়ে উঠেছিল ৩১২৭ রান। ১১ বার শতরান উঠেছে এই জুটিতে। হাফ সেঞ্চুরি পার্টনারশিপ এসেছে ১০ বার।

চেতন চহ্বন ও সুনীল গাওস্কর: ভারতীয় দলের সর্বকালের অন্যতম সেরা টেস্ট জুটি। ৬০ বার জুটি বাঁধতে দেখা গিয়েছিল তাঁদের। ৫৪.৮৫ গড়ে উঠেছিল ৩১২৭ রান। ১১ বার শতরান উঠেছে এই জুটিতে। হাফ সেঞ্চুরি পার্টনারশিপ এসেছে ১০ বার।

১০ ১১
সুনীল গাওস্কর ও দিলীপ বেঙ্গসরকর: চেতন চহ্বন ছাড়াও দিলীপ বেঙ্গসরকরের সঙ্গেও সফল ভাবে জুটি বাঁধতে দেখা গিয়েছিল গাওস্করকে। ৬৭ বার জুটি বেঁধে ৩২৭২ রান তুলেছিলেন তাঁরা। গড় ৫০.৩৩। সেরা পার্টনারশিপ ৩৪৪ অপরাজিত। ১১ বার শতরানের বেশি উঠেছে এই জুটিতে।

সুনীল গাওস্কর ও দিলীপ বেঙ্গসরকর: চেতন চহ্বন ছাড়াও দিলীপ বেঙ্গসরকরের সঙ্গেও সফল ভাবে জুটি বাঁধতে দেখা গিয়েছিল গাওস্করকে। ৬৭ বার জুটি বেঁধে ৩২৭২ রান তুলেছিলেন তাঁরা। গড় ৫০.৩৩। সেরা পার্টনারশিপ ৩৪৪ অপরাজিত। ১১ বার শতরানের বেশি উঠেছে এই জুটিতে।

১১ ১১
চেতেশ্বর পূজারা ও মুরলি বিজয়: বর্তমান ভারতীয় টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা জুটি। এখনও পর্যন্ত ৪৩ বার জুটি বাঁধতে দেখা গিয়েছে তাঁদের। জুটিতে রান উঠেছে ২৭৮৮। ১০ বার সেঞ্চুরি পার্টনারশিপ করেছে এই জুটি। গড় ৬৪.৮৩। নয় বার পঞ্চাশের বেশি রান যোগ করেছেন। সেরা পার্টনারশিপ ৩৭০ রান।

চেতেশ্বর পূজারা ও মুরলি বিজয়: বর্তমান ভারতীয় টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা জুটি। এখনও পর্যন্ত ৪৩ বার জুটি বাঁধতে দেখা গিয়েছে তাঁদের। জুটিতে রান উঠেছে ২৭৮৮। ১০ বার সেঞ্চুরি পার্টনারশিপ করেছে এই জুটি। গড় ৬৪.৮৩। নয় বার পঞ্চাশের বেশি রান যোগ করেছেন। সেরা পার্টনারশিপ ৩৭০ রান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE