Advertisement
২৪ এপ্রিল ২০২৪
মুম্বই থেকে সনির অভিনব প্রার্থনা

বাগান সমর্থকরা আমার দলের জন্য গলা ফাটান

সনি নর্ডি কবে মোহনবাগানের সঙ্গে চুক্তি করছেন? কোনও উত্তর পাওয়া গেল না। সবুজ-মেরুন কোচ সঞ্জয়ের সেনের সঙ্গে টিম নিয়ে আপনার আলোচনা হয়েছে?

তানিয়া রায়
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৬ ০৩:১২
Share: Save:

সনি নর্ডি কবে মোহনবাগানের সঙ্গে চুক্তি করছেন?

কোনও উত্তর পাওয়া গেল না।

সবুজ-মেরুন কোচ সঞ্জয়ের সেনের সঙ্গে টিম নিয়ে আপনার আলোচনা হয়েছে?

এ বারও হেসে ফেললেন। ‘‘ওটা না হয় গোপনই থাক’’ বলে আবার হাসি।

কয়েক সেকেন্ড চুপ থাকার পর অবশ্য বুধবার মুম্বই থেকে ফোনে সনি বললেন, ‘‘আমি এখন শুধুই আইএসএল আর মুম্বই নিয়ে ভাবছি। এই টুর্নামেন্টে কখনও ফাইনাল খেলিনি। এ বার সেই স্বপ্ন নিয়ে এগোচ্ছি। অন্য কিছু নিয়ে ভাবছিই না।’’ পরক্ষণে অবশ্য যোগ করলেন, ‘‘সঞ্জয় সেনের সঙ্গে আমার ভাল সম্পর্ক। মাঝেমাঝেই আমরা হোয়াটসঅ্যাপে কথা বলি। ব্যক্তিগত ব্যাপার থেকে ক্লাব, নানা বিষয় নিয়েই তো কথা হয়। ’’

আইএসএল শেষ দিকে। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে আই লিগ শুরু হয়ে যাবে। মোহনবাগান সমর্থকেরা জানতে মুখিয়ে রয়েছেন, আপনি মোহনবাগানের সঙ্গে কবে চুক্তিবদ্ধ হচ্ছেন? ‘‘আইএসএলের আসল পর্ব তো এ বার শুরু হচ্ছে। আমাদের সবার লক্ষ্য ফাইনালে যাওয়া। গত দু’বার মুম্বই লিগ থেকেই বিদায় নিয়েছিল। এ বার আমরা টিমকে চ্যাম্পিয়ন করতে চাই। তাই অন্য কিছু নিয়ে ভেবে এখন ফোকাস নষ্ট করতে চাই না,’’ জবাব এল ফোনের ওধার থেকে।

শনিবার এটিকের বিরুদ্ধে সেমিফাইনালে প্রথম লেগ রবীন্দ্র সরোবরে। এই মাঠেই লিগের ম্যাচে এটিকে-কে হারিয়েছিল সনির মুম্বই। নক আউটেও সেই ধারা বজায় রাখতে মরিয়া সনি। হাইতি স্ট্রাইকার বললেন, ‘‘নক আউটে জয় ছাড়া অন্য কিছু নিয়ে ভাবার জায়গাই নেই। এটিকের মাঠে গিয়েও আমরা জিততে চাই। নিজেদের মাঠে ফিরতি সেমিফাইনালে তো বটেই।’’

এটিকে-তে দুই প্রধানের ফুটবলারের সংখ্যা আইএসএলের অন্য টিমগুলোর চেয়ে বেশি। অর্ণব-কিংশুক-প্রীতম-রবার্ট-অবিনাশ-প্রীতম-দেবজিৎ-বিক্রমজিৎ-ডিকা। সবার খেলা সনি খুব ভাল চেনেন। কেউ কেউ মোহনবাগানে সনির সতীর্থ, আবার কারও কারও বিরুদ্ধে কলকাতা ডার্বিতে খেলেছেন তিনি। তাই আপনার থেকে কি কোনও টিপস নিচ্ছেন মুম্বইয়ের বিদেশি কোচ গুইমারেস? সনির উত্তর, ‘‘কলকাতার বিরুদ্ধে আমরা দু’বার খেলে ফেলেছি। সবারই ওদের সম্পর্কে একটা স্পষ্ট ধারণা তৈরি হয়েছে। কেন আমার থেকে আলাদা করে জানতে যাবে? তবে আলোচনা তো হচ্ছেই। কলকাতার এ বার সব ম্যাচ আমরা দেখেছি। ’’

আপনাদের কোচ কী ভাবে টিমকে উদ্বুদ্ধ করছেন? সনি বলছেন, ‘‘সেমিফাইনালে পৌঁছে গেলে সবাই এমনিতেই তেতে যায়। আমরা সবাই জানি ফাইনাল যেতে হলে লিগে যা খেলেছি তাকেও ছাপিয়ে যেতে হবে। তবে আমাদের কোচ সব সময় আমাদের নানা ভাবে উদ্বুদ্ধ করে থাকেন। ভুলত্রুটি বুঝিয়ে দেন।’’

শেয কয়েকটা ম্যাচে আপনাকে মুম্বইয়ের প্রথম একাদশে দেখতে পাওয়া যাচ্ছে না..। প্রশ্ন থামিয়ে দিয়ে সনির জবাব, ‘‘দেখুন এই বিষয়গুলো পুরোটা কোচের উপর নির্ভর করে। তিনি নিজের স্ট্র্যাটেজি অনুযায়ী টিম সাজাবেন। যখন আমাকে প্রয়োজন ঠিক খেলাবেন। আর খেলার সুযোগ পেলে আমি সেরাটাই দেব। সেই আত্মবিশ্বাস আছে আমার।’’

এমনিতে আইএসএলে সাক্ষাৎকার নেওয়ার নানা কড়াকড়ি। টিমগুলোর মিডিয়া ম্যানেজারদের চোখ এড়িয়ে কথা বলতে হয় ফুটবলারদের সঙ্গে। সনিকে অবশ্য বার পাঁচেক ফোন করার পর তিনি পাল্টা ফোন করলেন। কথাও বললেন। তবে বারবার বলছিলেন, ‘আর নয়, কথার চেয়ে খেলাটা বেশি দরকার।’ তবু শেষ প্রশ্নটা করতেই হল।

মোহনবাগান সমর্থক, যাঁরা আপনার প্রচণ্ড ভক্ত, তাঁদের কিছু বার্তা দেবেন না কলকাতার মাঠে কলকাতার বিরুদ্ধে সেমিফাইনালে নামার আগে? সনির সহাস্য উত্তর, ‘‘শনিবার বাগানের সবাই মাঠে এসে সনির টিমকে সমর্থন করুন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sony Norde Mumbai city fc
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE