কানপুর টেস্টে গ্যালারির অবস্থা দেখে বেশ দুশ্চিন্তায় সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। পরের টেস্ট যে ইডেনে! এখানেও যদি গ্যালারিতে কানপুরের রেশ থাকে, তা হলে ইডেনের পক্ষে তা যে খুব একটা সম্মানীয় হবে না, এই ভেবেই বোধহয় দুশ্চিন্তায় তিনি। এ দিন এক অনুষ্ঠানে বলেও দিলেন, ‘‘এ রকম একটা স্মরণীয় টেস্টে এত কম দর্শক! সত্যিই হতাশাজনক।’’
চলতি টেস্টের প্রথম দিনের খেলায় তিনি গ্রিন পার্কে ছিলেন আমন্ত্রিত প্রাক্তন ভারত অধিনায়ক হিসেবে। সেখান থেকে ফিরে শুক্রবার শহরে ২৫ কিলোমিটার দৌড়ের প্রচার অনুষ্ঠানে এসে সৌরভ বলেন, ‘‘ইংল্যান্ড-অস্ট্রেলিয়ায় যেখানে টেস্টে গ্যালারি ভরা থাকে, সেখানে আমাদের দেশে টেস্টে এ রকম ফাঁকা গ্যালারি চিন্তায় ফেলে দেওয়ার মতোই।’’ ইডেনেও যে খুব বেশি দর্শক আশা করছেন না, তার ইঙ্গিত দিয়েই সৌরভ এ দিন বলেন, ‘‘জানি না ইডেনে কী হবে। আমরা তো ইডেন গ্যালারিতে লোক আনার জন্য যথাসাধ্য চেষ্টা করছি। দেখি সফল হতে পারি কি না।’’
শুক্রবার রাত পর্যন্ত সিএবি সূত্রে টিকিট বিক্রির যা হিসেব পাওয়া গেল, তা মোটেই আশাব্যঞ্জক নয়। অনলাইনে টেস্টের পাঁচ দিনের জন্য বিক্রি হয়েছে মাত্র ৮৪২টা টিকিট। পরের চার দিনের খেলা দেখতে এ পর্যন্ত যথাক্রমে ৭৯২, ১১১২, ৪৬৫ ও ৪৪৯ টিকিট কিনেছেন শহরের ক্রিকেটপ্রেমীরা। আর প্রথা ভেঙে এ বার সাধারণ মানুষের জন্য কাউন্টার খুলে যে টিকিট বিক্রি শুরু হয়েছে, তার এতটা নিখুঁত হিসেব পাওয়া না গেলেও সব মিলিয়ে প্রায় এ রকমই টিকিট বিক্রি হয়েছে বলে জানালেন সিএবি কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে।