Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২১ জানুয়ারি ২০২২ ই-পেপার

‘গ্রেগ চ্যাপেলের নাম প্রস্তাবের মতো ভুল আর জীবনে করি!’

সংবাদ সংস্থা
২২ জুন ২০১৬ ০০:১৯

চ্যাপেল স্মৃতি মাথায় নিয়েই কোচ নির্বাচনে বসেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ২০০৫-এ একটা ভুল করেছিলেন। সেই ভুল ২০১৬তে আর করতে চান না তিনি। সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকর ও ভিভিএস লক্ষ্মণের হাতেই রয়েছে ভারতীয় সিনিয়র ক্রিকেট দলের কোচ বেছে নেওয়ার দায়িত্ব। তার আগে সৌরভের মনে পড়ে গিয়েছে সেই ভয়ঙ্কর অতীত। যখন তাঁরই সিদ্ধান্তই বুমেরাং হয়ে এসেছিল তাঁর ক্রিকেট জীবনে। ধোনি-কোহালিদের সঙ্গে যাতে তেমনটা না হয় সেই দিকেই এখন কড়া নজর বিশেষ করে সৌরভের। সৌরভ-চ্যাপেলের সেই সম্পর্কে আঁচ লেগেছিল সচিন, লক্ষ্মণদের গায়েও। তাই সেই ভুল আর তাঁরাও করতে চাইবেন না। সৌরভ বলেন, ‘‘আশা করব এ বার আমরা সঠিক সিদ্ধান্ত নেব। সঠিক মানুষকে বেছে নেব।’’

২০০৫-এ গ্রেগ চ্যাপেলকে ভারতীয় দলের কোচ করার জন্য অনুরোধ জানিয়েছিলেন তিনিই। আর সেই চ্যাপেল এসেই সৌরভকে কোণঠাসা করে দিতে চেয়েছিলেন। সফলও হয়েছিলেন অনেকটা। অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। সৌরভ বলেন, ‘‘এর আগে আমি একবার কোচ নির্বাচনের সুযোগ পেয়েছিলাম। আমার মনে হয় তখন বড় ভুল করেছিলাম। আমার কাছে আবার সেই সুযোগ এসেছে। এর আগে আমি কোচের ইন্টারভিউ নিয়েছি যেটা ভাল হয়নি।’’

একটা সময় কথা উঠেছিল সৌরভ নিজেই রয়েছেন কোচ হওয়ার তালিকায়। তিনি নিজেও ভেবেছিলেন যদি তিনি জাতীয় দলের কোচ হতে পারেন। বলছিলেন, ‘‘বছর খানেক আগে আমি নিজেই ভেবেছিলাম যদি আমি এই দায়িত্ব নিতে পারি। এখন আমি নির্বাচক। এটাই জীবন। আমি ইন্টারভিউ দেইনি। আশা করি একদিন দেব।’’

Advertisement

সৌরভ জানিয়েছেন গতকাল রাতে কোচ নির্বাচনের কথা ভেবে ঘুমোতে পারেননি তিনি। অনেকটা টেস্ট অভিষেকের আগের রাতের মতো অবস্থা হয়েছিল তাঁর। ইউটিউবে আমার সেই সেঞ্চুরির ভিডিও দেখেছি। তার পর শান্তিতে ঘুমোতে যাই।’’

আরও খবর

‘ম্যাচের আগে গোটা রাতটা টেনশনে ঘুমোতে পারিনি’

আরও পড়ুন

Advertisement