Advertisement
E-Paper

দঃ আফ্রিকার ৪৩৮-এর চাপে দুমড়ে গেল ভারত

রানের পাহাড়ের সামনে ভেঙে পড়ল ভারতীয় ব্যাটিং। ৪৩৯ রান তাড়া করতে নেমে ৪০ ওভারের মধ্যেই গুটিয়ে গেল ধোনি ব্রিগেড। এবং গুটিয়ে গেল সামান্য লড়াইটুকুও না করতে পেরে। মুম্বইতে রবিবাসরীয় ‘ফাইনালে’ এবি ডি’ভিলিয়ার্স, কুইন্টন ডি’কক ও ফ্যাফ ডু প্লেসিসের সেঞ্চুরির হ্যাটট্রিকে সওয়ার হয়ে চার উইকেটে ৪৩৮ রানে শেষ হয় দক্ষিণ আফ্রিকার ইনিংস।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০১৫ ১৯:১৪

রানের পাহাড়ের সামনে ভেঙে পড়ল ভারতীয় ব্যাটিং। ৪৩৯ রান তাড়া করতে নেমে ৪০ ওভারের মধ্যেই গুটিয়ে গেল ধোনি ব্রিগেড। এবং গুটিয়ে গেল সামান্য লড়াইটুকুও না করতে পেরে। মাত্র ২২৪ রানেই অল আউট ধোনি ব্রিগেড। সিরিজ তো হাতছাড়া হলই। সঙ্গে উপরি গ্লানি ২১৪ রানে পরাজয়ের।

মুম্বইতে রবিবাসরীয় ‘ফাইনালে’ এবি ডি’ভিলিয়ার্স, কুইন্টন ডি’কক ও ফ্যাফ ডু প্লেসিসের সেঞ্চুরির হ্যাটট্রিকে সওয়ার হয়ে চার উইকেটে ৪৩৮ রানে শেষ হয় দক্ষিণ আফ্রিকার ইনিংস। জেতার জন্য ৪৩৯ রানের টার্গেট নিয়ে খেলতে নেমেছে ভারত। পাঁচটি ম্যাচের সিরিজে ২-২ অবস্থানে এ দিন ফাইনাল খেলতে নামে দুই দল।

ওপেনার ডি’ককের ৮৭ বলে ১০৯ রানে ওয়াংখেড়েতে অ্যাডভান্টেজে চলে আসে দক্ষিণ আফ্রিকা। ১১৫ বলে ১১৩ রান করে চোটের কারণে প্যাভিলিয়ানে ফিরে যান ডু প্লেসিস। এর পর হাল ধরেন এ বি ডি’ভিলিয়ার্স। ১১টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬১ বলে ১১৯ রানের রাজকীয় ইনিংস খেলেন ডি’ভিলিয়ার্স। এই নিয়ে দ্বিতীয় বার একই ম্যাচে এক সঙ্গে তিন জন ব্যাটসম্যান শতরান করলেন। চলতি বছরের গো়ড়ার দিকে জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই রেকর্ডও রয়েছে দক্ষিণ আফ্রিকার ঝুলিতেই।

ভারতের মাটিতে এক দিনের ম্যাচে এটাই এখনও পর্যন্ত সর্বোচ্চ স্কোর। এর আগে ২০১১ সালে ইন্দোরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ উইকেটে ৪১৮ রান করেছিল ভারত। এক দিনের ম্যাচের ইতিহাসে এই স্কোর তৃতীয় সর্বোচ্চ। এই নিয়ে ১৭ বার ৪০০ রানের গন্ডি পেরোল কোনও দল।

শুরু থেকেই এ দিন ভারতের বোলিং লাইন ছিল নড়বড়ে। ভুবনেশ্বর কুমারের ১০৬ রানে এক উইকেট, মোহিত শর্মার ৮৪ রানে এক উইকেট ও হরভজন সিংয়ের ১০ ওভারে ৭০ রানের জেরে শুরু থেকেই প্রথম ইনিংসে চালকের আসনে ছিল দক্ষিণ আফ্রিকা। এই জয়ের ফলে প্রথম বার ভারতের মাটিতে দ্বি-পাক্ষিক এক দিনের সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা।

South Africa India Wankhede Mumbai ODI
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy