তিনি এখনও চোট থেকে পুরোপুরি সেরে ওঠেননি। ফলে আজ, মঙ্গলবার থেকে জিম্বাবোয়ের বিরুদ্ধে শুরু বক্সিং ডে টেস্টে ফাফ ডুপ্লেসি নামবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তবে দক্ষিণ আফ্রিকা অধিনায়কের মাথায় এখন জিম্বাবোয়ে নয়, ঘুরছে ভারতের বিরুদ্ধে আসন্ন সিরিজের কথা। যে কথাটা নিজেই স্বীকার করছেন ডুপ্লেসি। তিনি বলছেন, ‘‘আমরা এখন থেকেই ভাবতে শুরু করে দিয়েছি, ভারতের বিরুদ্ধে আমাদের দলটা ঠিক কেমন হওয়া দরকার। আর কী করলে হারানো যেতে পারে বিরাট কোহালিদের।’’
ডুপ্লেসি এও পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে, ভারতের বিরুদ্ধে পুরো সুস্থ হয়েই মাঠে নামতে চান তিনি। দক্ষিণ আফ্রিকার অধিনায়কের কথায়, ‘‘আমার হাতে দু’টো রাস্তা আছে। এক, মাঠে নেমে পড়লাম কিন্তু পরে পুরোপুরি ফিট হতে পারলাম না। দুই, এখন মাঠে নামলাম না, বিশ্রাম নিলাম। আর পরে পুরোপুরি সুস্থ হয়ে খেলতে নামলাম। আমি কিন্তু দ্বিতীয় রাস্তাটাই বেছে নেব।’’
যার ফলে ধরে নেওয়া হচ্ছে, ভারতের বিরুদ্ধে সিরিজের আগে কোনও ভাবে ঝুঁকি নিতে চাইছেন না ডুপ্লেসি। প্রয়োজনে জিম্বাবোয়ের বিরুদ্ধেও খেলবেন না তিনি। এই মুহূর্তে কী রকম অবস্থা তাঁর কোমরের চোটের? ‘‘চিকিৎসকদের বক্তব্য হল, যদি যন্ত্রণা থাকে, তা হলে সতর্ক থাকতে হবে। প্র্যাক্টিসে আমি সেটাই দেখে নিতে চাই। দেখে নিতে চাই, কী রকম অবস্থা আছে চোটের। গত সপ্তাহে জানতে চাইলে বলতাম, জিম্বাবোয়ের বিরুদ্ধে আমার খেলা সম্ভাবনা শতকরা কুড়ি ভাগ। এখন বলব, সেটা ৬০-৪০ অবস্থায় দাঁড়িয়ে,’’ বলেন তিনি।