Advertisement
১০ মে ২০২৪

জল্পনা, মেসি ফের চান গুয়ার্দিওলাকে

মেসির নতুন চুক্তি নিয়ে নাটক চলছেই। ব্রিটিশ প্রচারমাধ্যমের খবর অনুযায়ী, নতুন চুক্তি নিয়ে এখনও মেসির সঙ্গে কোনও আলোচনায় বসেনি বার্সেলোনা।

বার্সায় মেসি নিয়ে চর্চা চলছেই।

বার্সায় মেসি নিয়ে চর্চা চলছেই।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০১৭ ০৩:৩০
Share: Save:

মেসির নতুন চুক্তি নিয়ে নাটক চলছেই।

ব্রিটিশ প্রচারমাধ্যমের খবর অনুযায়ী, নতুন চুক্তি নিয়ে এখনও মেসির সঙ্গে কোনও আলোচনায় বসেনি বার্সেলোনা। ক্লাব সূত্রের মতে, মেসির নতুন চুক্তি করতে কোনও অসুবিধা নেই। কয়েক দিন আগে বার্সা প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তোমিউ বলেছিলেন, আজীবন মেসিকে ক্লাবে রাখতে চান তিনি। কিন্তু প্রশ্ন উঠছে, নতুন চুক্তি নিয়ে এখনও কথাবার্তা শুরু হয়নি কেন? তা হলে কি মেসি যে অর্থের দাবি করেছেন সেটা মানতে নারাজ বার্সা?

কয়েক দিনের মধ্যেই আর্জেন্তিনায় যাবেন মেসির বাবা। তার আগেই তিনি নতুন চুক্তি নিয়ে আগাম কথাবার্তা শুরু করতে চান। কিন্তু ক্লাবের তরফ থেকে কেউ আলোচনায় বসেননি।

মঙ্গলবার রাতে প্যারিস সঁ জরমঁর কাছে ০-৪ হেরে আবার প্রশ্ন উঠে গিয়েছে কোচ লুইস এনরিকের ভবিষ্যৎ নিয়ে। মেসির ইচ্ছে, আগামী মরসুমে ক্লাবের কোচ হোক পেপ গুয়ার্দিওলা। বার্সার ইতিহাসে সফলতম কোচের সঙ্গে এখন প্রতিদিন ফোনে যোগাযোগ রাখছেন মেসি। স্প্যানিশ কোচকে আবার বার্সায় ফেরার কথাও বলেছেন এল এম টেন। এনরিকের অধীনে এখন বার্সা ড্রেসিংরুমও নাকি বিভক্ত। মেসির মনে হয় একমাত্র গুয়ার্দিওলাই সেই ম্লান হওয়া আধিপত্য ফেরাতে পারবেন।

মেসিকে ছাড়লে বড় ভুল করবে বার্সা, বলছেন মেসির সতীর্থ জাভিয়ার মাসচেরানো। তিনি বলেছেন, ‘‘আমার মনে হয় মেসি বার্সেলোনার অপরিহার্য অঙ্গ।’’ সঙ্গে তিনি যোগ করেন, ‘‘আমরা এমন একজন ফুটবলারের কথা বলছি যে এই ক্লাবের ইতিহাসে সবচেয়ে সেরা। কোনও এক জন ফুটবলার ক্লাব থেকে বেরিয়ে গেলেও ক্লাব চলতে পারে। কিন্তু মেসির ব্যাপারটা সম্পূর্ণ আলাদা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Messi Guardiola Barcelona
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE