Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Mumbai Cricket

ভারতীয় ওয়ান ডে দলে সবচেয়ে বেশি ক্রিকেটার সাপ্লাই করেছে এই রাজ্যগুলিই

প্রায় ১৩০ কোটির দেশ। সেই দেশের ক্রিকেট টিমে মাত্র ১১ জনের দলে জায়গা করে নেওয়াটা ভীষণ কঠিন। ওয়ানডে ফর্ম্যাটে এখনও পর্যন্ত ২১৬ জন ক্রিকেটার দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। প্রথম শ্রেণির ক্রিকেট কিংবা হালের আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আন্তর্জাতিক দলে জায়গা করে নিয়েছেন তাঁরা।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০১৭ ১৩:৩২
Share: Save:
০১ ০৬
মহারাষ্ট্র – তত্কালীন বম্বের হাত ধরেই মোটামুটি হাতেখড়ি হয়েছিল ভারতীয় ক্রিকেটের। অবিভক্ত ভারতে ‘কালচার অব ক্রিকেট’ বলতে অধুনা মুম্বইকেই বোঝানো হত। আস্তে আস্তে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ে এই খেলা। <br>পরিসংখ্যান বলছে এখনও পর্যন্ত ওয়ানডেতে খেলা ২১৬ জন ক্রিকেটারের মধ্যে ৪৬ জন অর্থাত্ প্রায় ২০ শতাংশ ক্রিকেটার মহারাষ্ট্র থেকে সুযোগ পেয়েছেন। সচিন তেন্ডুলকর, সুনীল গাওস্কর, দিলীপ বেঙ্গসরকার থেকে আজকের রোহিত শর্মারা মুম্বই ক্রিকেটকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছেন। ১৯৭৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত প্রথম ওয়ানডে ম্যাচ খেলার সময় দলে পাঁচ জন ক্রিকেটার ছিলেন মহারাষ্ট্র থেকেই।

মহারাষ্ট্র – তত্কালীন বম্বের হাত ধরেই মোটামুটি হাতেখড়ি হয়েছিল ভারতীয় ক্রিকেটের। অবিভক্ত ভারতে ‘কালচার অব ক্রিকেট’ বলতে অধুনা মুম্বইকেই বোঝানো হত। আস্তে আস্তে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ে এই খেলা। <br>পরিসংখ্যান বলছে এখনও পর্যন্ত ওয়ানডেতে খেলা ২১৬ জন ক্রিকেটারের মধ্যে ৪৬ জন অর্থাত্ প্রায় ২০ শতাংশ ক্রিকেটার মহারাষ্ট্র থেকে সুযোগ পেয়েছেন। সচিন তেন্ডুলকর, সুনীল গাওস্কর, দিলীপ বেঙ্গসরকার থেকে আজকের রোহিত শর্মারা মুম্বই ক্রিকেটকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছেন। ১৯৭৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত প্রথম ওয়ানডে ম্যাচ খেলার সময় দলে পাঁচ জন ক্রিকেটার ছিলেন মহারাষ্ট্র থেকেই।

০২ ০৬
কর্নাটক - কর্নাটক রয়েছে দ্বিতীয় স্থানে। পশ্চিমের পর দাক্ষিণাত্য ক্রিকেটের প্রভাব দেখা গিয়েছে বেশি। এখনও পর্যন্ত ২২ জন ক্রিকেটার ওয়ানডে টিমে জায়গা করে নিয়েছে এই রাজ্য থেকে। ওয়ানডেতে ভারতীয় ক্রিকেটের ‘স্বর্ণযুগ’ তৈরি হয়েছে রাহুল দ্রাবিড়, জাভাগাল শ্রীনাথ, অনিল কুম্বলেদের হাত ধরেই। আবার এই মুহূর্তে  লোকেশ রাহুল, করুণ নায়ার, মণীশ পাণ্ডের মতো কর্নাটকের এক ঝাঁক তরুণ ক্রিকেটার জায়গা করে নিয়েছেন বিরাটের টিমে।

কর্নাটক - কর্নাটক রয়েছে দ্বিতীয় স্থানে। পশ্চিমের পর দাক্ষিণাত্য ক্রিকেটের প্রভাব দেখা গিয়েছে বেশি। এখনও পর্যন্ত ২২ জন ক্রিকেটার ওয়ানডে টিমে জায়গা করে নিয়েছে এই রাজ্য থেকে। ওয়ানডেতে ভারতীয় ক্রিকেটের ‘স্বর্ণযুগ’ তৈরি হয়েছে রাহুল দ্রাবিড়, জাভাগাল শ্রীনাথ, অনিল কুম্বলেদের হাত ধরেই। আবার এই মুহূর্তে  লোকেশ রাহুল, করুণ নায়ার, মণীশ পাণ্ডের মতো কর্নাটকের এক ঝাঁক তরুণ ক্রিকেটার জায়গা করে নিয়েছেন বিরাটের টিমে।

০৩ ০৬
দিল্লি- ভারতীয় দলে ক্রিকেটার সাপ্লাইয়ের তালিকার তিন নম্বরে দিল্লি। ওয়ানডেতে এই রাজ্য থেকে এখনও পর্যন্ত ২২ জন ক্রিকেটার খেলেছেন দেশের হয়ে। অধিনায়ক বিরাট কোহালি, শিখর ধবন, ইশান্ত শর্মা, গৌতম গম্ভীর, বীরেন্দ্র সহবাগের মতো ক্রিকেট তারকা পেয়েছি আমরা।

দিল্লি- ভারতীয় দলে ক্রিকেটার সাপ্লাইয়ের তালিকার তিন নম্বরে দিল্লি। ওয়ানডেতে এই রাজ্য থেকে এখনও পর্যন্ত ২২ জন ক্রিকেটার খেলেছেন দেশের হয়ে। অধিনায়ক বিরাট কোহালি, শিখর ধবন, ইশান্ত শর্মা, গৌতম গম্ভীর, বীরেন্দ্র সহবাগের মতো ক্রিকেট তারকা পেয়েছি আমরা।

০৪ ০৬
তামিলনাডু-  তামিলনাডুর হাত ধরে দেশে স্পিন বিপ্লব ঘটেছে বলে মনে করেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞ। শুরুটা করেছিলেন শ্রীনিবাসন ভেঙ্কটরাঘবন। আর সেই ঐতিহ্য বয়ে নিয়ে চলেছেন রবিচন্দ্রন অশ্বিন। এখনও পর্যন্ত ২২ জন ক্রিকেটার ওয়ানডে টিমে জায়গা করে নিয়েছেন। br>রবিচন্দ্রন অশ্বিন ছাড়াও মুরলি বিজয়, দীনেশ কার্তিকের মতো তারকারও ভারতীয় দলে খেলে যাচ্ছেন।

তামিলনাডু-  তামিলনাডুর হাত ধরে দেশে স্পিন বিপ্লব ঘটেছে বলে মনে করেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞ। শুরুটা করেছিলেন শ্রীনিবাসন ভেঙ্কটরাঘবন। আর সেই ঐতিহ্য বয়ে নিয়ে চলেছেন রবিচন্দ্রন অশ্বিন। এখনও পর্যন্ত ২২ জন ক্রিকেটার ওয়ানডে টিমে জায়গা করে নিয়েছেন। br>রবিচন্দ্রন অশ্বিন ছাড়াও মুরলি বিজয়, দীনেশ কার্তিকের মতো তারকারও ভারতীয় দলে খেলে যাচ্ছেন।

০৫ ০৬
পঞ্জাব - পাঁচ নম্বর স্থানে রয়েছে পঞ্জাব। এই রাজ্য থেকেই বিষেন সিংহ বেদী, হরভজন সিংহদের মতো অন্যতম সেরা স্পিনারদের পেয়েছে ভারতীয় ক্রিকেট। এছাড়াও মোহিন্দর অমরনাথ, নভজ্যোত্ সিংহ সিধু, যুবরাজ সিংহ-র মতো ১৯ জন ক্রিকেটার এখনও পর্যন্ত দেশের হয়ে খেলেছেন।

পঞ্জাব - পাঁচ নম্বর স্থানে রয়েছে পঞ্জাব। এই রাজ্য থেকেই বিষেন সিংহ বেদী, হরভজন সিংহদের মতো অন্যতম সেরা স্পিনারদের পেয়েছে ভারতীয় ক্রিকেট। এছাড়াও মোহিন্দর অমরনাথ, নভজ্যোত্ সিংহ সিধু, যুবরাজ সিংহ-র মতো ১৯ জন ক্রিকেটার এখনও পর্যন্ত দেশের হয়ে খেলেছেন।

০৬ ০৬
পশ্চিমবঙ্গ- ভারতীয় ক্রিকেট শাসনে বাংলার জায়গা অনেকটা নীচে থাকলেও বেশ কয়েক জন ক্লাসিক ক্রিকেটার এসেছে এই রাজ্য থেকে। তার মধ্যে অন্যতম অবশ্যই সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতীয় ক্রিকেটে ওয়ানডে ফরম্যাটে বিপ্লব আনার অন্যতম কারিগর হলেন সৌরভ। <br>পাঁচ বছর তিনি সাফল্যের সঙ্গে দেশের হয়ে অধিনায়কত্ব করেছেন। সৌরভ ছাড়া গোপাল বসু, অরুণ লাল, মনোজ তিওয়ারি, ঋদ্বিমান সাহাদের উল্লেখযোগ্য অবদান রয়েছে ভারতীয় দলে। এখনও পর্যন্ত ১৫ জন বাংলার ক্রিকেটার দেশের হয়ে ওয়ানডে খেলেছেন।

পশ্চিমবঙ্গ- ভারতীয় ক্রিকেট শাসনে বাংলার জায়গা অনেকটা নীচে থাকলেও বেশ কয়েক জন ক্লাসিক ক্রিকেটার এসেছে এই রাজ্য থেকে। তার মধ্যে অন্যতম অবশ্যই সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতীয় ক্রিকেটে ওয়ানডে ফরম্যাটে বিপ্লব আনার অন্যতম কারিগর হলেন সৌরভ। <br>পাঁচ বছর তিনি সাফল্যের সঙ্গে দেশের হয়ে অধিনায়কত্ব করেছেন। সৌরভ ছাড়া গোপাল বসু, অরুণ লাল, মনোজ তিওয়ারি, ঋদ্বিমান সাহাদের উল্লেখযোগ্য অবদান রয়েছে ভারতীয় দলে। এখনও পর্যন্ত ১৫ জন বাংলার ক্রিকেটার দেশের হয়ে ওয়ানডে খেলেছেন।

Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE