Advertisement
২৪ এপ্রিল ২০২৪
England

ঘুরে দাঁড়াতে দ্বিতীয় টেস্টে যে পরিবর্তনগুলি করতে পারেন কোহালিরা

প্রথম টেস্টে একা দুর্গ রক্ষা করার চেষ্টা করেছিলেন। কিন্তু, কোহালির সেই বিরাট লড়াই শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। এ বার লক্ষ্য দ্বিতীয় টেস্ট। বেশ কিছু পরিবর্তন যেমন দরকার, তেমনই দরকার স্ট্র্যাটেজিগত কিছু পরিবর্তনের। দেখে নেওয়া যাক, কেমন হতে পারে দ্বিতীয় টেস্টে কোহালিদের লড়াইয়ের ব্লু-প্রিন্ট।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৫ অগস্ট ২০১৮ ১১:১৭
Share: Save:
০১ ০৭
প্রথম টেস্টে একা দুর্গ রক্ষা করার চেষ্টা করেছিলেন। কিন্তু, কোহালির সেই বিরাট লড়াই শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। এ বার লক্ষ্য দ্বিতীয় টেস্ট। বেশ কিছু পরিবর্তন যেমন দরকার, তেমনই দরকার স্ট্র্যাটেজিগত কিছু পরিবর্তনের। দেখে নেওয়া যাক, কেমন হতে পারে দ্বিতীয় টেস্টে কোহালিদের লড়াইয়ের ব্লু-প্রিন্ট।

প্রথম টেস্টে একা দুর্গ রক্ষা করার চেষ্টা করেছিলেন। কিন্তু, কোহালির সেই বিরাট লড়াই শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। এ বার লক্ষ্য দ্বিতীয় টেস্ট। বেশ কিছু পরিবর্তন যেমন দরকার, তেমনই দরকার স্ট্র্যাটেজিগত কিছু পরিবর্তনের। দেখে নেওয়া যাক, কেমন হতে পারে দ্বিতীয় টেস্টে কোহালিদের লড়াইয়ের ব্লু-প্রিন্ট।

০২ ০৭
চেতেশ্বর পূজারা: রাহুল পরবর্তী ভারতীয় ক্রিকেটের ‘দ্য ওয়াল’ হিসেবে যাঁকে ভাবা হচ্ছিল, সেই চেতেশ্বর পূজারাকে প্রথম টেস্টে বাদ দিয়েছিলেন কোহালি-শাস্ত্রী। তথাকথিত শক্তিশালী ব্যাটিং লাইনাপের ধসের পর পূজারাকে দলে না রাখার সাহস দেখাবেন না বিরাটরা।

চেতেশ্বর পূজারা: রাহুল পরবর্তী ভারতীয় ক্রিকেটের ‘দ্য ওয়াল’ হিসেবে যাঁকে ভাবা হচ্ছিল, সেই চেতেশ্বর পূজারাকে প্রথম টেস্টে বাদ দিয়েছিলেন কোহালি-শাস্ত্রী। তথাকথিত শক্তিশালী ব্যাটিং লাইনাপের ধসের পর পূজারাকে দলে না রাখার সাহস দেখাবেন না বিরাটরা।

০৩ ০৭
শট নির্বাচন: একাধিক ক্ষেত্রে ভারতীয় ব্যাটসম্যানদের দেখা গিয়েছে, শট নির্বাচনে ভুল করতে। ক্রিকেট সমালোচকদের মতে, কোহালির মতো স্ট্রোক প্লেয়ার যে ভাবে বল ছেড়েছেন, তা দেখে শেখা উচিত অন্যান্যদের। সন্দেহ নেই, ভারতীয় ব্যাটসম্যানদের হতাশাজনক পারফর্মের ফল ভুগতে হয়েছে গোটা দলকে।

শট নির্বাচন: একাধিক ক্ষেত্রে ভারতীয় ব্যাটসম্যানদের দেখা গিয়েছে, শট নির্বাচনে ভুল করতে। ক্রিকেট সমালোচকদের মতে, কোহালির মতো স্ট্রোক প্লেয়ার যে ভাবে বল ছেড়েছেন, তা দেখে শেখা উচিত অন্যান্যদের। সন্দেহ নেই, ভারতীয় ব্যাটসম্যানদের হতাশাজনক পারফর্মের ফল ভুগতে হয়েছে গোটা দলকে।

০৪ ০৭
শিখর ধওয়ন: তাঁকে খেলানো নিয়ে প্রথম থেকেই সরব ছিলেন এক পক্ষ। কিন্তু, বিরাটের পছন্দের ‘গব্বর’ দলে থেকে গিয়েছিলেন। প্রথম টেস্টে তিনি চূড়ান্ত ব্যর্থ। তিন নম্বরে নেমে খেই হারিয়েছে রাহুলের ব্যাটও। মনে করা হচ্ছে, দ্বিতীয় টেস্টে শিখরের বদলে বিজয়ের সঙ্গে ওপেন করতে দেখা যাবে রাহুলকে।

শিখর ধওয়ন: তাঁকে খেলানো নিয়ে প্রথম থেকেই সরব ছিলেন এক পক্ষ। কিন্তু, বিরাটের পছন্দের ‘গব্বর’ দলে থেকে গিয়েছিলেন। প্রথম টেস্টে তিনি চূড়ান্ত ব্যর্থ। তিন নম্বরে নেমে খেই হারিয়েছে রাহুলের ব্যাটও। মনে করা হচ্ছে, দ্বিতীয় টেস্টে শিখরের বদলে বিজয়ের সঙ্গে ওপেন করতে দেখা যাবে রাহুলকে।

০৫ ০৭
অজিঙ্ক রাহানে: সীমিত ওভারের ম্যাচে তিনি দলের ভরসা। কিন্তু, এখনও টেস্ট ক্রিকেটে তাঁর জায়গা যে সে ভাবে পাকা নয়, তার কারণ ফের এক বার বুঝিয়ে দিলেন রাহানে। সুযোগ ছিল ভাল কিছু করার। ব্যর্থ হয়েছেন। আর সেটাই দ্বিতীয় ম্যাচে তাঁর সুযোগ পাওয়া কঠিন করে তুলতে পারে।

অজিঙ্ক রাহানে: সীমিত ওভারের ম্যাচে তিনি দলের ভরসা। কিন্তু, এখনও টেস্ট ক্রিকেটে তাঁর জায়গা যে সে ভাবে পাকা নয়, তার কারণ ফের এক বার বুঝিয়ে দিলেন রাহানে। সুযোগ ছিল ভাল কিছু করার। ব্যর্থ হয়েছেন। আর সেটাই দ্বিতীয় ম্যাচে তাঁর সুযোগ পাওয়া কঠিন করে তুলতে পারে।

০৬ ০৭
করুণ নায়ার: রাহানে বাদ পড়লে ভাগ্য খুলতে পারে করুণ নায়ারের। সমালোচকরা বলছেন, পরিস্থিতি যা তাতে সুযোগ দেওয়া উচিত নায়ারের। নায়ার দলে এলে বাড়তে পারে মিডল অর্ডারের ব্যাটিং শক্তিও।

করুণ নায়ার: রাহানে বাদ পড়লে ভাগ্য খুলতে পারে করুণ নায়ারের। সমালোচকরা বলছেন, পরিস্থিতি যা তাতে সুযোগ দেওয়া উচিত নায়ারের। নায়ার দলে এলে বাড়তে পারে মিডল অর্ডারের ব্যাটিং শক্তিও।

০৭ ০৭
রবীন্দ্র জাদেজা: প্রথম টেস্টে এক জন স্পিনার খেলিয়েছিলেন কোহালি। অনেকের মতে আরও এক জন স্পিনার থাকলে ভাল হত। সে ক্ষেত্রে পরবর্তী ম্যাচে সুযোগ দেওয়া হতে পারে জাদেজাকে। রবীন্দ্র দলে থাকলে শুধু বোলিং নয়, ব্যাটিং-ফিল্ডিংয়ের দিক থেকেও মজবুত হবে দল।

রবীন্দ্র জাদেজা: প্রথম টেস্টে এক জন স্পিনার খেলিয়েছিলেন কোহালি। অনেকের মতে আরও এক জন স্পিনার থাকলে ভাল হত। সে ক্ষেত্রে পরবর্তী ম্যাচে সুযোগ দেওয়া হতে পারে জাদেজাকে। রবীন্দ্র দলে থাকলে শুধু বোলিং নয়, ব্যাটিং-ফিল্ডিংয়ের দিক থেকেও মজবুত হবে দল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE