Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

০৩ ডিসেম্বর ২০২১ ই-পেপার

নাম এল কী করে, ফাঁস গাওস্করের

নিজস্ব প্রতিবেদন
২৬ মার্চ ২০১৭ ০৩:৫১

অভিযেক টেস্টেই কুলদীপ যাদবের সাফল্যে ‘চায়নাম্যান’ শব্দটা নিয়ে ক্রিকেট ভক্তদের গবেষণা চলল। চায়নাম্যান নামটা কোথা থেকে এল?

ধারাভাষ্য দিতে গিয়ে এই তথ্য ফাঁস করলেন প্রথমে সুনীল গাওস্কর। তিনি কমেন্ট্রি করতে গিয়ে বললেন, ‘‘যত দূর জানি চিনের এক ক্রিকেটার প্রথম এই বলটি করেছিল। তখনও বাঁ হাতে লেগস্পিন কেউ কখনও দেখেনি। তার পর থেকেই নাম হয়ে যায় চায়নাম্যান।’’

পরে গাওস্করের বক্তব্যকে আরও বিস্তারিত ভাবে ব্যাখ্যা করেন আর এক ধারাভাষ্যকার এবং প্রাক্তন ক্রিকেটার শিবরামকৃষ্ণণ। শনিবার ধর্মশালার মাঠে কুলদীপের হাতে টেস্ট ক্যাপ তুলে দেন শিবাই। চায়নাম্যান নিয়ে তিনি বললেন, ‘‘ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ চলছিল। ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলছিল এক চাইনিজ ভদ্রলোক। সে ওই বলটা করে আউট করে দেয় ইংল্যান্ডের এক ব্যাটসম্যানকে। তুমি এক জন চায়নাম্যানের বলে আউট হয়ে গেলে, তার সতীর্থরা বলেন সেই ব্যাটসম্যানকে। সেই থেকে এই ডেলিভারিটির নাম হয়ে যায় চায়নাম্যান।’’

Advertisement

আরও পড়ুন: ‘চায়নাম্যান সুপারম্যান, কুলদীপ ওর প্রতি টিমের আস্থার মর্যাদা রেখেছে’

ক্রিকেট ভক্তদের বোঝার জন্য বলা যাক, বাঁ হাতে লেগস্পিনকে বলা হয় চায়নাম্যান। কলকাতা নাইট রাইডার্সের ব্র্যাড হগ এ রকমই চায়নাম্যান বোলার।

আরও পড়ুন

Advertisement