রাজ্য ক্রিকেট সংস্থাগুলিকে চরম হুঁশিয়ারি পাঠিয়ে দিল ভারতীয় বোর্ডে সুপ্রিম কোর্ট-নিযুক্ত পর্যবেক্ষকের দল। ১ মার্চের মধ্যে সুপ্রিম কোর্টের আদেশ মতো লোঢা কমিটির সমস্ত সুপারিশ মেনে সমস্ত রাজ্য সংস্থাকে সেই সব পরিবর্তন নিজেদের ওয়েবসাইটে ঝুলিয়ে দিতে হবে। না হলে বোর্ডের মতোই এই সমস্ত রাজ্য ক্রিকেট সংস্থাতেও বসানো হবে পর্যবেক্ষক।
বোর্ডের প্রশাসক দল লম্বা ই-মেল মারফত পরিষ্কার জানিয়ে দিয়েছে, সমস্ত পরিবর্তনই অবিলম্বে বলবৎ করতে হবে। যে সমস্ত কর্তারা সংস্থায় পদ হারিয়েছে, তাঁদের সরিয়ে দিতে হবে। পরিবর্তিত পদাধিকারীদের নাম, বিভিন্ন কমিটির নাম বোর্ডের পর্যবেক্ষকদের কাছে পাঠাতে হবে। বুধবার রাতের দিকে এই ই-মেল এসে পৌঁছনোর পরে রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে বোর্ডের অনুমোদিত বিভিন্ন রাজ্য ক্রিকেট সংস্থায়। ই-মেল এসেছে সিএবি-তেও। আজ, বৃহস্পতিবার, দেশ জুড়ে নানা ক্রিকেট সংস্থাতেই জরুরি বৈঠক হতে পারে এ নিয়ে।
বেশির ভাগ রাজ্য ক্রিকেট সংস্থাতেই লোঢা কমিটির সুপারিশ মেনে নেওয়া হয়নি এখনও। ভারতীয় বোর্ডও প্রথমে এমনই আপত্তি তুলে যাচ্ছিল। শেষে বোর্ড প্রেসিডেন্ট ও সচিবকে সরিয়ে তিন সদস্যের পর্যবেক্ষকের দল বসিয়ে দেওয়া হয়।