Advertisement
২৫ এপ্রিল ২০২৪

ম্যাচে অনুপস্থিত, বিজয়কে সরিয়ে দিল তামিলনাড়ু

তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক কর্তা জানিয়েছেন, ম্যাচ যে মাঠে হওয়ার কথা ছিল সেখানে বিজয় আসেননি। ম্যাচ শুরু হওয়ার ঘণ্টা দেড়েক আগে তিনি কোচ হৃষীকেশ কানিতকরকে ফোন করে চোটের কথা জানান।

বিতর্কে: আলোচনা করে সমস্যা মেটাতে চান বিজয়। —ফাইল চিত্র।

বিতর্কে: আলোচনা করে সমস্যা মেটাতে চান বিজয়। —ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০১৮ ০৪:৩৭
Share: Save:

কাঁধের চোটের জন্য মুম্বইয়ের বিরুদ্ধে বিজয় হজারে ট্রফির ম্যাচে উপস্থিত হতে পারেননি বৃহস্পতিবার। তাই টুর্নামেন্টের বাকি ম্যাচ থেকে মুরলী বিজয়কে বাদ দিল তামিলনাড়ু। তাদের তরফে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে বিজয়ের চোট সম্পর্কে রাজ্য সংস্থা, নির্বাচক কমিটি এবং টিম ফিজিও কিছু জানতেন না।

তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক কর্তা জানিয়েছেন, ম্যাচ যে মাঠে হওয়ার কথা ছিল সেখানে বিজয় আসেননি। ম্যাচ শুরু হওয়ার ঘণ্টা দেড়েক আগে তিনি কোচ হৃষীকেশ কানিতকরকে ফোন করে চোটের কথা জানান। তখন সকাল সাড়ে সাতটা। ওপেনার অভিনব মুকুন্দ চোটের জন্য একেই দলে নেই। এর মধ্যে বিজয়ের চোট বড় ধাক্কা দেয় দলকে। শেষ পর্যন্ত গঙ্গা শ্রীধর রাজু এবং কৌশিক গাঁধীকে ওপেন করতে পাঠায় তামিলনাড়ু। বিজয় নাকি ঘনিষ্ঠমহলে বলেছেন তাঁর চোট নিয়ে যা প্রতিক্রিয়া হয়েছে তাতে তিনি অবাক। তামিলনাড়ু ক্রিকেট সংস্থার সঙ্গে আলোচনা করে সব মিটিয়ে নেওয়ার কথা ভাবছেন তিনি।

বিজয় হজারের প্রথম দু’ম্যাচে তামিলনাড়ুর ওপেনারের দায়িত্ব সামলান বিজয়। এই দুই ম্যাচে তিনি রান করেন যথাক্রমে ১১ এবং ৫১। তাঁর জায়গায় দলে পরিবর্ত হিসেবে যোগ দিয়েছেন প্রদোষরঞ্জন পাল। বিজয়ের এ ভাবে হঠাৎ ম্যাচ থেকে সরে দাঁড়ানোটা যে তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তারা ভাল ভাবে নেননি সেটা তাদের কথাতেই স্পষ্ট। সংস্থার আর এক কর্তা একটি ওয়েবসাইটকে বলেছেন, ‘‘শেষ মুহূর্তে ওর পরিবর্ত আমরা কী ভাবে খুঁজব? বিজয় মাঠে আসেনি, নির্বাচকদেরও ওর চোটের কথা বলেনি। এটা খুব হতাশাজনক।’’ বিজয় অবশ্য গোটা ব্যাপারে কোনও মন্তব্য করেননি।

শোনা যাচ্ছে, বিজয়ের আচরণে এর আগেও ক্ষুব্ধ হয়েছে তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তারা। এক কর্তা বলেছেন, ‘‘এটাই প্রথম নয়। নির্বাচকরা তো এই কারণে বিজয়কে রঞ্জি ট্রফির দলেও ওকে রাখতে রাজি হচ্ছিল না।’’ তবে বিজয়ের এ রকম আচরণে ক্ষুব্ধ হলেও বিজয়ের বিরুদ্ধে এ ব্যাপারে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সেটা জানিয়ে দেওয়া হয়েছে। সংস্থার ওই কর্তা বলেছেন, ‘‘এই মুহূর্তে নির্বাচকরা শুধু ওকে দলে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ভবিষ্যতে জাতীয় দলের কোনও ক্রিকেটার জাতীয় কোনও টুর্নামেন্টে খেলতে রাজি হলে তাঁকে পুরো টুর্নামেন্টে খেলতে হবে। ম্যাচ বেছে নামতে পারবে না। টিএনসিএ-র এক্সিকিউটিভ কমিটির বৈঠকে এই বিষয়টা উঠতে পারে।’’

ভারতের অফস্পিনার আর. অশ্বিন যিনি টুর্নামেন্টে তিন ম্যাচে সাত উইকেট নিয়েছেন পরের ম্যাচে খেলতে পারবেন না। অবশ্য তিনি রবিবার অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে না থাকার ব্যাপারে আগেই অনুমতি চেয়েছিলেন। নির্বাচকদের সঙ্গে আলোচনা করে তামিলনাড়ু ক্রিকেট সংস্থা আর. অশ্বিনকে অনুমতিও দিয়ে দিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE