Advertisement
১৭ মে ২০২৪
বিশ্বজয়ের দিনে স্মরণ লর্ডসের ইতিহাসকেও

বিরাটরা পারবেন, বিশ্বাস সচিনের

মঙ্গলবারই ছিল ২০১১ বিশ্বকাপ জয়ের বর্ষপূর্তি। সেই উপলক্ষে সচিন তেন্ডুলকর একটি ভিডিয়ো পোস্ট করেছেন টুইটারে। কী হয়েছিল সেই রাতে?

তিনমূর্তি: ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপ জয়ের তিন নায়ক রায়না, ধোনি এবং হরভজন। ছবি: টুইটার

তিনমূর্তি: ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপ জয়ের তিন নায়ক রায়না, ধোনি এবং হরভজন। ছবি: টুইটার

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০১৯ ০৬:২৬
Share: Save:

পেরিয়ে গিয়েছে আট বছর। কিন্তু ওয়াংখেড়েতে বিশ্বকাপ জয়ের রাত এখনও ভুলতে পারেননি সচিন তেন্ডুলকর।

মঙ্গলবারই ছিল ২০১১ বিশ্বকাপ জয়ের বর্ষপূর্তি। সেই উপলক্ষে সচিন তেন্ডুলকর একটি ভিডিয়ো পোস্ট করেছেন টুইটারে। কী হয়েছিল সেই রাতে? সচিন বলেছেন, ‘‘২০১১ সালের ২ এপ্রিলের রাত সম্পর্কে কিছু বলতে বললে আমি বুঝে উঠতে পারি না, কোথা থেকে গল্প শুরু করব আর কোথায় গিয়েই বা থামব।’’ তিনি আরও বলেছেন, ‘‘ক্রিকেটার-সহ দেশবাসীর কাছে ওই দিনটার গুরুত্ব যে কতটা, সেটা বলে বোঝানো যাবে না। ব্যক্তিগত ভাবে আমার কাছে ওই রাতটাই এত দিনের ক্রিকেট জীবনের সেরা মুহূর্ত। অনেক সাফল্যই পেয়েছি, কিন্তু বিশ্বকাপ জয়ের সঙ্গে তার কোনও তুলনাই চলে না।’’

এই বছরেরই মে-জুন মাস থেকে ইংল্যান্ডে শুরু হতে চলেছে বিশ্বকাপ। সেখান থেকেও বিশ্বসেরা হয়ে দেশে ফেরার জন্য বিরাট কোহালিদের কাছে আবেদন করেছেন সচিন। তিনি বলেছেন, ‘‘চার বছর অন্তর বিশ্বকাপ হয়। ফলে তার গুরুত্বই আলাদা। আমাদের বিশ্বকাপের দল এখনও ঘোষিত হয়নি। তবে যারাই খেলবে, তাদের কাছে অনুরোধ বিশ্বসেরা হতে হবে। আমরা তোমাদের সঙ্গে রয়েছি। কাম অন ইন্ডিয়া।’’

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

মঙ্গলবার বিশ্বকাপ জয়ের মাঠে অনুশীলন করতে নেমেছিলেন চেন্নাই সুপার কিংস দলের অন্যতম তারকা হরভজন সিংহ। তিনি একটি ভিডিয়োতে বলেছিলেন, ‘‘এখনও আমি ওই ফাইনালের প্রত্যেকটি মুহূর্ত বলে দিতে পারি। আমরা প্রত্যেকে বিশ্বকাপ জয়ের জন্য মরিয়া ছিলাম। নিজেদের উজাড় করে দিয়েছিলাম।’’ অনুশীলনের ফাঁকেই হরভজন শুভেচ্ছা জানান মুম্বই ইন্ডিয়ান্স দলের তারকা যুবরাজ সিংহকে। যিনি ২০১১ বিশ্বকাপের সেরা ক্রিকেটারের সম্মান পেয়েছিলেন। হরভজন বলেন, ‘‘ও না থাকলে আমরা বিশ্বকাপ জিততেই পারতাম না।’’ জবাবে যুবরাজ বলেন, ‘‘আমার মনে আছে, সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সময়ে তুমি দুটো উইকেট নিয়েছিলে। তোমাকেও অনেক অভিনন্দন।’’ সুরেশ রায়না টুইট করেছেন, ‘‘ওই রাত জীবনে ভুলব না। বিশ্বকাপ জয়ের সঙ্গে কোনও কিছুর তুলনা চলে না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sachin Tendulkar Cricket Virat Kohli
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE