ভারতের জাতীয় পতাকা বিতর্কে শেষ পর্যন্ত ক্ষমা চাইল আন্তর্জাতিক হকি ফেডারেশন। লন্ডনে বসেছে মহিলা হকি বিশ্বকাপের আসর। সেখানেই টুর্নামেন্ট শুরুর আগে সব দেশের অধিনায়কদের নিয়ে একটি ফটো শুটের আয়োজন করেছিল এফআইএইচ। সেই ইভেন্টের একটি ছবি নিজের প্রোফাইলে পোস্ট করেছিলেন ভারত ক্যাপ্টেন রানি রামপাল। তা নিয়েই শুরু হয় বিতর্ক। সেই ছবিতে দেখা যায় ভারতীয় পতাকায় নেই অশোকচক্র।
ভারতে তা নিয়ে শুরু হয় আলোচনা। হকি ইন্ডিয়ার পক্ষ থেকে এফআইএইচকে সেটা জানানও হয়। খবর যায় খোদ আন্তর্জাতিক হকি ফেডারেশনের কাছে। শুক্রবার সেই মর্মে ক্ষমাও চেয়ে নিল ফেডারেশন। তাদের মুখপাত্র বলেন, ‘‘আমরা ভুলটা দেখেছি, যারা ফটোশুট করেছিল তাদেরকে সঙ্গে সঙ্গেই যোগাযোগ করা হয়। ওরাও দ্রুত সেই ভুল শুধরে নিয়েছে। এই পুরো ঘটনার জন্য আমরা দুঃখিত।
এই পতাকা বিতর্ক উসকে দিয়েছিল রানি রামপালের পোস্ট করা একটি ছবি। যদিও বিতর্ক দানা বাঁধতেই তাঁর সোশ্যাল মিডিয়া থেকে তা তুলে নেন তিনি। শুক্রবার আবার নতুন করে সেই ফটোশুট করা হয়। আজই প্রথম ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারত।
আরও পড়ুন
ভারতের পতাকা থেকে উধাও অশোকচক্র!