Advertisement
১৯ এপ্রিল ২০২৪

আফ্রিদিদের ভারতপ্রেম ‘লজ্জাজনক’ বললেন মিয়াঁদাদ

ভারতে পা দিয়ে তাঁকে ঘিরে যে উচ্ছ্বাস এয়ারপোর্টের বাইরে দেখেছিলেন আফ্রিদি সেটা তাঁকে আপ্লুত করেছিল। পর দিন বলেই ফেলেছিলেন, পাকিস্তানের থেকে ভারতের বেশি ভালবাসা পান তিনি। পাকিস্তানের মাটিতে যেন বোমার মতো পড়েছিল আফ্রিদির এই কথা।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৪ মার্চ ২০১৬ ১৬:৫৩
Share: Save:

ভারতে পা দিয়ে তাঁকে ঘিরে যে উচ্ছ্বাস এয়ারপোর্টের বাইরে দেখেছিলেন আফ্রিদি সেটা তাঁকে আপ্লুত করেছিল। পর দিন বলেই ফেলেছিলেন, পাকিস্তানের থেকে ভারতের বেশি ভালবাসা পান তিনি। পাকিস্তানের মাটিতে যেন বোমার মতো পড়েছিল আফ্রিদির এই কথা। সোমবার মুখ খুললেন জাভেদ মিয়াঁদাদ। এই মন্তব্য শুনে তিনি বলেন, ‘‘আমি অবাক ও ব্যথিত। লজ্জাজনকও।’’ শুধু আফ্রিদি নন। তাঁর মতো শোয়েব মালিকও বলেন, ভারতে পাকিস্তান দল শুধু ভালবাসাই পায়। এই সব মন্তব্য স্বাভাবিক ভাবেই ভাল ভাবে নেননি অনেক প্রাক্তন। স্থানীয় এক টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকার দিতে গিয়ে মিয়াঁদাদ বলেন, ‘‘এই ক্রিকেটারদের এই কথা বলার জন্য নিজেদের উপর লজ্জা হওয়া উচিত।’’ পাকিস্তানে দলের ভারতে আসা নিয়ে অনেকদিন ধরেই চলছিল নানা টালবাহানা। কথা উঠছিল নিরাপত্তার। শেষ পর্যন্ত সব সমস্যা কাটিয়ে ভারতে এসে মানুষের ভালবাসায় আপ্লুত পুরো দল। আফ্রিদি বলেছিলেন, ‘‘আমরা ভারতে এসে খেলাটা সব সময় উপভোগ করি। ভারতের সমর্থকদের যে ভালবাসা পাই সেটা দেশে ফিরে যা পাই তার থেকে বেশি।’’ মিয়াঁদাদ বলেন, ‘‘ভারতীয়রা আমাদের কী দিয়েছে? ভারতে থাকলেও সত্যিটা বল। গত পাঁচ বছরে ওরা আমাদের কী দিয়েছে, পাকিস্তান ক্রিকেটের জন্য কী করেছে। পাকিস্তান ক্রিকেটের সঙ্গে এত বছর থাকার পর আমি অবাক ও হতাশ প্লেয়ারদের এমন মন্তব্যে।’’

মিয়াঁদাদের দাবী পাকিস্তান ক্রিকেট বোর্ডের এই বিষয়টি দেখা উচিত। বিদেশে গিয়ে প্লেয়াররা কী মন্তব্য করবেন বা কী ভাবে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলবেন সেই বিষয়ে প্লেয়ারদের শেখানো দরকার। তিনি বলেন, ‘‘দলের কাজ মাঠে নেমে খেলা। নাকি অপ্রয়োজনীয় কথা বলা।’’ শুধু মিয়াঁদাদ নন প্রাক্তন পাক কোচ মহসিন খানও তাঁর বিরক্তি প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘‘ওরা দলের সিনিয়র প্লেয়ার যে কারণে আরও বেশি খেয়াল রাখা উচিত যে কী বলবে আর কী বলবে না। বিশেষ করে দল যখন ভারতে রয়েছে।’’

আরও খবর

রাত পোহালেই নাগপুরে শুরু বিশ্বকাপ যুদ্ধ, তৈরি ভারত

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Shahid Afridi Javed Miandad Pakistan Cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE