Advertisement
০৫ ডিসেম্বর ২০২৫
Sports News

বিরাট-যুবি-সৌরভদের এই বলিউডি প্রেম পর্বগুলির কথা জানতেন?

ক্রিকেটারদের প্রেমে পড়ে বরাবরই হাবুডুবু খান বলি সেলেবরা। মনসুর আলি খান পটৌডী থেকে আজকের বিরাট কোহালি— বলিউড আর ক্রিকেটের যেন আলাদা একটা সমীকরণ রয়েছে। পটৌডী, বিরাটরা বিয়ে করলেও বহু সম্পর্কই ভেঙে গিয়েছে। এক নজরে কিছু বলি সেলেব আর ক্রিকেটারদের ব্রেক আপের কাহিনি জেনে নেওয়া যাক।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৮ ১৫:৫৪
Share: Save:
০১ ২১
ক্রিকেটারদের প্রেমে পড়ে বরাবরই হাবুডুবু খান বলি সেলেবরা। মনসুর আলি খান পটৌডী থেকে আজকের বিরাট কোহালি— বলিউড আর ক্রিকেটের যেন আলাদা একটা সমীকরণ রয়েছে। পটৌডী, বিরাটরা বিয়ে করলেও বহু সম্পর্কই ভেঙে গিয়েছে। এক নজরে কিছু বলি সেলেব আর ক্রিকেটারদের ব্রেক আপের কাহিনি জেনে নেওয়া যাক।

ক্রিকেটারদের প্রেমে পড়ে বরাবরই হাবুডুবু খান বলি সেলেবরা। মনসুর আলি খান পটৌডী থেকে আজকের বিরাট কোহালি— বলিউড আর ক্রিকেটের যেন আলাদা একটা সমীকরণ রয়েছে। পটৌডী, বিরাটরা বিয়ে করলেও বহু সম্পর্কই ভেঙে গিয়েছে। এক নজরে কিছু বলি সেলেব আর ক্রিকেটারদের ব্রেক আপের কাহিনি জেনে নেওয়া যাক।

০২ ২১
ব্রাজিলিয়ান মডেল এবং অভিনেত্রী ইজাবেলে লেইটের সঙ্গে নাকি প্রেম করেছিলেন বিরাট কোহালি। ইজাবেলে মেনেও নিয়েছিলেন যে, দু’বছর তিনি বিরাটের সঙ্গে চুটিয়ে প্রেম করেছিলেন। কিন্তু সে সম্পর্ক বেশি দূর গড়ায়নি। পরে অনুষ্কা শর্মার প্রেমে পড়েন বিরাট। যদিও ইজাবেলের সঙ্গে সম্পর্ক নিয়ে কখনও মুখ খুলতে দেখা যায়নি বিরাটকে।

ব্রাজিলিয়ান মডেল এবং অভিনেত্রী ইজাবেলে লেইটের সঙ্গে নাকি প্রেম করেছিলেন বিরাট কোহালি। ইজাবেলে মেনেও নিয়েছিলেন যে, দু’বছর তিনি বিরাটের সঙ্গে চুটিয়ে প্রেম করেছিলেন। কিন্তু সে সম্পর্ক বেশি দূর গড়ায়নি। পরে অনুষ্কা শর্মার প্রেমে পড়েন বিরাট। যদিও ইজাবেলের সঙ্গে সম্পর্ক নিয়ে কখনও মুখ খুলতে দেখা যায়নি বিরাটকে।

০৩ ২১
একটা বিজ্ঞাপনে এক সঙ্গে দেখা গিয়েছিল মহেন্দ্র সিংহ ধোনি এবং অভিনেত্রী আসিনকে। তার পরেই গুজব রটে দু’জনে প্রেম করছেন। বহু বারই দু’জনকে এক সঙ্গে দেখা গিয়েছিল। লোখন্ডয়ালাতে আসিনের বাড়ি থেকেও একদিন ধোনিকে বের হতে দেখে ফেলেছিলেন পাপারাৎজিরা। ধোনি আর আসিনের সম্পর্ক বেশি দিন টেকেনি। এ বিষয়ে কেউ মুখও খোলেননি কখনও।

একটা বিজ্ঞাপনে এক সঙ্গে দেখা গিয়েছিল মহেন্দ্র সিংহ ধোনি এবং অভিনেত্রী আসিনকে। তার পরেই গুজব রটে দু’জনে প্রেম করছেন। বহু বারই দু’জনকে এক সঙ্গে দেখা গিয়েছিল। লোখন্ডয়ালাতে আসিনের বাড়ি থেকেও একদিন ধোনিকে বের হতে দেখে ফেলেছিলেন পাপারাৎজিরা। ধোনি আর আসিনের সম্পর্ক বেশি দিন টেকেনি। এ বিষয়ে কেউ মুখও খোলেননি কখনও।

০৪ ২১
বলিউডে জোর গুঞ্জন, অভিনেত্রী তমান্না ভাটিয়ারও প্রেমে পড়েছিলেন বিরাট কোহালি। ২০১২-১৩ এই সময়েই দু’জনের প্রেম ছিল বলে শোনা যায়। একটা বিজ্ঞাপনে শুটিংয়ের দৌলতেই দু’জনের ঘনিষ্ঠতা বাড়ে বলে খবর বলি সূত্রে। তবে কখনও এক সঙ্গে দেখা যায়নি দু’জনকে। কেউ স্বীকারও করেননি সম্পর্কের কথা।

বলিউডে জোর গুঞ্জন, অভিনেত্রী তমান্না ভাটিয়ারও প্রেমে পড়েছিলেন বিরাট কোহালি। ২০১২-১৩ এই সময়েই দু’জনের প্রেম ছিল বলে শোনা যায়। একটা বিজ্ঞাপনে শুটিংয়ের দৌলতেই দু’জনের ঘনিষ্ঠতা বাড়ে বলে খবর বলি সূত্রে। তবে কখনও এক সঙ্গে দেখা যায়নি দু’জনকে। কেউ স্বীকারও করেননি সম্পর্কের কথা।

০৫ ২১
নাগমার সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সম্পর্ক নিয়েও কম জলঘোলা হয়নি বলিউডে। জল্পনা বিশ্বাসে পরিবর্তিত হয়, যখন দু’জনকে একটি মন্দিরে এক সঙ্গে দেখা যায়। এই সম্পর্ক নিয়ে নাগমা এক বার মুখ খুলেছিলেন। তবে সৌরভ একবারও না। আবেগের সুরে নাগমা বলেছিলেন, ‘সম্পর্কটা বেশি দিন টিকলে একজনের কেরিয়ারটা শেষ হয়ে যেতে পারত।’

নাগমার সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সম্পর্ক নিয়েও কম জলঘোলা হয়নি বলিউডে। জল্পনা বিশ্বাসে পরিবর্তিত হয়, যখন দু’জনকে একটি মন্দিরে এক সঙ্গে দেখা যায়। এই সম্পর্ক নিয়ে নাগমা এক বার মুখ খুলেছিলেন। তবে সৌরভ একবারও না। আবেগের সুরে নাগমা বলেছিলেন, ‘সম্পর্কটা বেশি দিন টিকলে একজনের কেরিয়ারটা শেষ হয়ে যেতে পারত।’

০৬ ২১
দক্ষিণী অভিনেত্রী রাই লক্ষ্মী প্রেমে পড়েছিলেন ক্যাপ্টেন কুলের। বিয়েও নাকি করতে চেয়েছিলেন। পরে রাই সংবাদ মাধ্যমে স্বীকারও করেছিলেন দু’জনের সম্পর্কের কথা। বলেছিলেন, ‘‘আমি জানি না আমাদের দু’জনের সম্পর্ক কী ছিল, তবে ব্যাপারটা কোনও দিন ওয়ার্ক আউট করেনি। কিন্তু আমাদের দু’জনেরই দু’জনের প্রতি অগাধ শ্রদ্ধা রয়েছে।’’

দক্ষিণী অভিনেত্রী রাই লক্ষ্মী প্রেমে পড়েছিলেন ক্যাপ্টেন কুলের। বিয়েও নাকি করতে চেয়েছিলেন। পরে রাই সংবাদ মাধ্যমে স্বীকারও করেছিলেন দু’জনের সম্পর্কের কথা। বলেছিলেন, ‘‘আমি জানি না আমাদের দু’জনের সম্পর্ক কী ছিল, তবে ব্যাপারটা কোনও দিন ওয়ার্ক আউট করেনি। কিন্তু আমাদের দু’জনেরই দু’জনের প্রতি অগাধ শ্রদ্ধা রয়েছে।’’

০৭ ২১
ওয়াসিম আক্রমের সঙ্গে সুস্মিতা সেনের সম্পর্ক নিয়ে বলিউডে অনেক কথা হয়েছিল এক সময়ে। ২০০৮ সালে একটি রিয়্যালিটি শো’তে কাজ করার সুবাদে সুস্মিতা আর আক্রম কাছাকাছি এসেছিলেন বলে শোনা যায়। এমনকি এ-ও রটে যে, দু’জনে নাকি বিয়ে করতে চলেছেন। কিন্তু না, সে সম্পর্ক বেশি দিন টেকেনি।

ওয়াসিম আক্রমের সঙ্গে সুস্মিতা সেনের সম্পর্ক নিয়ে বলিউডে অনেক কথা হয়েছিল এক সময়ে। ২০০৮ সালে একটি রিয়্যালিটি শো’তে কাজ করার সুবাদে সুস্মিতা আর আক্রম কাছাকাছি এসেছিলেন বলে শোনা যায়। এমনকি এ-ও রটে যে, দু’জনে নাকি বিয়ে করতে চলেছেন। কিন্তু না, সে সম্পর্ক বেশি দিন টেকেনি।

০৮ ২১
রিনা রায় তখন বলিউডে জনপ্রিয়তার শিখরে। পাক ক্রিকেটার মহসিন খানকে বিয়ে করবেন বলে হঠাৎই কাজ ছেড়ে দেবেন বলে ঠিক করলেন। সালটা ১৯৮৩। মহসিন খানকে বিয়েও করলেন রিনা রায়। কিন্তু খুব তাড়াতাড়িই তাঁদের বিচ্ছেদও হয়ে গিয়েছিল।

রিনা রায় তখন বলিউডে জনপ্রিয়তার শিখরে। পাক ক্রিকেটার মহসিন খানকে বিয়ে করবেন বলে হঠাৎই কাজ ছেড়ে দেবেন বলে ঠিক করলেন। সালটা ১৯৮৩। মহসিন খানকে বিয়েও করলেন রিনা রায়। কিন্তু খুব তাড়াতাড়িই তাঁদের বিচ্ছেদও হয়ে গিয়েছিল।

০৯ ২১
পাকিস্তানের রাওয়ালপিন্ডি এক্সপ্রেস আবার ক্লিন বোন্ড হয়ে গিয়েছিলেন সোনালি বেন্দ্রের প্রেমে। ২০০৪ সালে ইন্দো-পাক সিরিজের সময়ে শোয়েব আখতারের সঙ্গে দেখা হয় সোনালি বেন্দ্রের। তবে ওই অবধিই। তার থেকে বেশি আর এগোয়নি দু’জনের সম্পর্ক।

পাকিস্তানের রাওয়ালপিন্ডি এক্সপ্রেস আবার ক্লিন বোন্ড হয়ে গিয়েছিলেন সোনালি বেন্দ্রের প্রেমে। ২০০৪ সালে ইন্দো-পাক সিরিজের সময়ে শোয়েব আখতারের সঙ্গে দেখা হয় সোনালি বেন্দ্রের। তবে ওই অবধিই। তার থেকে বেশি আর এগোয়নি দু’জনের সম্পর্ক।

১০ ২১
বলিউডে কান পাতলেই শোনা যায়, দীপিকা পাড়ুকোন আর যুবরাজ সিংহ নাকি শুধুই বন্ধু। কিন্তু দীপিকা যে দিন নিজের বাড়িতে যুবরাজের জন্মদিন হোস্ট করলেন, সে দিন অনেকেই মুখ বেঁকিয়েছিলেন। বন্ধুত্বের বাইরেও দু’জনের সম্পর্কের গুঞ্জনও তৈরি হয়ে গিয়েছিল সে দিন। কিন্তু পরে শোনা গিয়েছিল, দীপিকাই নাকি ব্রেক আপ করেছিলেন।

বলিউডে কান পাতলেই শোনা যায়, দীপিকা পাড়ুকোন আর যুবরাজ সিংহ নাকি শুধুই বন্ধু। কিন্তু দীপিকা যে দিন নিজের বাড়িতে যুবরাজের জন্মদিন হোস্ট করলেন, সে দিন অনেকেই মুখ বেঁকিয়েছিলেন। বন্ধুত্বের বাইরেও দু’জনের সম্পর্কের গুঞ্জনও তৈরি হয়ে গিয়েছিল সে দিন। কিন্তু পরে শোনা গিয়েছিল, দীপিকাই নাকি ব্রেক আপ করেছিলেন।

১১ ২১
জিনাত আমনের ‘সত্যম শিবম সুন্দরম’ দেখে পুরোপুরি মজে গিয়েছিলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক এবং বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান। ৭০-৮০ সালের মধ্যে দু’জনের মধ্যে সম্পর্ক ছিল বলে শোনা যায়।

জিনাত আমনের ‘সত্যম শিবম সুন্দরম’ দেখে পুরোপুরি মজে গিয়েছিলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক এবং বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান। ৭০-৮০ সালের মধ্যে দু’জনের মধ্যে সম্পর্ক ছিল বলে শোনা যায়।

১২ ২১
রবি শাস্ত্রীর সঙ্গেও অমৃতা সিংহের সম্পর্ক নিয়ে একসময়ে খুব আলোচনা হয়েছিল বলিউডে। দু’জনের কাওকে কখনও মুখ খুলতে দেখা যায়নি যদিও। শোনা যায়, একসময়ে প্রায়শই শারজা স্টেডিয়ামে রবির খেলা দেখতে আসতেন অমৃতা। যদিও পরে সইফ আলি খানকে বিয়ে করেন অমৃতা। আর রিতু সিংহকে বিয়ে করেন রবি শাস্ত্রী।

রবি শাস্ত্রীর সঙ্গেও অমৃতা সিংহের সম্পর্ক নিয়ে একসময়ে খুব আলোচনা হয়েছিল বলিউডে। দু’জনের কাওকে কখনও মুখ খুলতে দেখা যায়নি যদিও। শোনা যায়, একসময়ে প্রায়শই শারজা স্টেডিয়ামে রবির খেলা দেখতে আসতেন অমৃতা। যদিও পরে সইফ আলি খানকে বিয়ে করেন অমৃতা। আর রিতু সিংহকে বিয়ে করেন রবি শাস্ত্রী।

১৩ ২১
সিরিয়াস রিলেশন ছিল জাহির খান আর অভিনেত্রী ইশা শর্বাণীর। বিয়ে অবধিও এগোচ্ছিলে দু’জনে। কিন্তু ২০১২ সালে ব্রেক আপ হয়ে যায় জাহির আর ইশার। ইশা স্বীকার করেছিলেন, ‘‘আমি আর জাহির বহুদিন একসঙ্গে সম্পর্কে ছিলাম। কিন্তু না এখন সবই শেষ।’’

সিরিয়াস রিলেশন ছিল জাহির খান আর অভিনেত্রী ইশা শর্বাণীর। বিয়ে অবধিও এগোচ্ছিলে দু’জনে। কিন্তু ২০১২ সালে ব্রেক আপ হয়ে যায় জাহির আর ইশার। ইশা স্বীকার করেছিলেন, ‘‘আমি আর জাহির বহুদিন একসঙ্গে সম্পর্কে ছিলাম। কিন্তু না এখন সবই শেষ।’’

১৪ ২১
তাঁদের সম্পর্ক নিয়ে একসময়ে বলিউডে জোর চর্চা ছিল। বলি বহু অনুষ্ঠানে একসঙ্গেই দেখা যেত যুবরাজ সিংহ আর কিম শর্মাকে। বহুদিন টিকেছিল দু’জনের সম্পর্ক। কিন্তু কিমকে যুবরাজের মা’য়ের পছন্দ ছিল না বলেই তাঁদের প্রেম আর বিয়ে অবধি গড়ায়নি।

তাঁদের সম্পর্ক নিয়ে একসময়ে বলিউডে জোর চর্চা ছিল। বলি বহু অনুষ্ঠানে একসঙ্গেই দেখা যেত যুবরাজ সিংহ আর কিম শর্মাকে। বহুদিন টিকেছিল দু’জনের সম্পর্ক। কিন্তু কিমকে যুবরাজের মা’য়ের পছন্দ ছিল না বলেই তাঁদের প্রেম আর বিয়ে অবধি গড়ায়নি।

১৫ ২১
শোনা যায়, দীপিকা পাড়ুকোনকে নাকি খুব পছন্দ ছিল মহেন্দ্র সিংহ ধোনির। দীপিকাকে একটি টি টোয়েন্টি ম্যাচ দেখতে আসার জন্য আমন্ত্রণও জানিয়েছিলেন ধোনি। দীপিকা এসেওছিলেন। তার পর তো এক দিন হুট করেই সাক্ষীকে বিয়ে করে বসলেন ধোনি।

শোনা যায়, দীপিকা পাড়ুকোনকে নাকি খুব পছন্দ ছিল মহেন্দ্র সিংহ ধোনির। দীপিকাকে একটি টি টোয়েন্টি ম্যাচ দেখতে আসার জন্য আমন্ত্রণও জানিয়েছিলেন ধোনি। দীপিকা এসেওছিলেন। তার পর তো এক দিন হুট করেই সাক্ষীকে বিয়ে করে বসলেন ধোনি।

১৬ ২১
অভিনেত্রী সারিকার সঙ্গে কপিল দেবের এক সময়ে সম্পর্ক ছিল বলে শোনা যায়। সারিকাকে বিয়েও করতে চেয়েছিলেন কপিল। কিন্তু দু’জনের বিয়ে শেষ পর্যন্ত আর হয়নি। দীর্ঘ দিনের বন্ধু রোমি ভাটিয়াকে বিয়ে করেন কপিল আর কমল হাসানকে বিয়ে করেন সারিকা।

অভিনেত্রী সারিকার সঙ্গে কপিল দেবের এক সময়ে সম্পর্ক ছিল বলে শোনা যায়। সারিকাকে বিয়েও করতে চেয়েছিলেন কপিল। কিন্তু দু’জনের বিয়ে শেষ পর্যন্ত আর হয়নি। দীর্ঘ দিনের বন্ধু রোমি ভাটিয়াকে বিয়ে করেন কপিল আর কমল হাসানকে বিয়ে করেন সারিকা।

১৭ ২১
রোহিত শর্মা আর সোফিয়া হায়াতের সম্পর্ক নিয়ে খুব জলঘোলা হয়েছিল বলিউডে। টুইটারে সোফিয়া দু’জনের সম্পর্কের কথা জানিয়েছিলেন। বলেছিলেন, ‘‘হ্যাঁ। আমি রোহিত শর্মার সঙ্গে ডেট করতাম। আর ওঁর সঙ্গে ডেট করতে চাই না। এ বার একজন জেন্টলম্যানের সঙ্গে ডেট করতে চাই।’’

রোহিত শর্মা আর সোফিয়া হায়াতের সম্পর্ক নিয়ে খুব জলঘোলা হয়েছিল বলিউডে। টুইটারে সোফিয়া দু’জনের সম্পর্কের কথা জানিয়েছিলেন। বলেছিলেন, ‘‘হ্যাঁ। আমি রোহিত শর্মার সঙ্গে ডেট করতাম। আর ওঁর সঙ্গে ডেট করতে চাই না। এ বার একজন জেন্টলম্যানের সঙ্গে ডেট করতে চাই।’’

১৮ ২১
লন্ডনের ক্রিকেটার উসমন আফজলের সঙ্গে প্রেম করতেন অমৃতা অরোরা। দু’জনের সম্পর্ক নিয়ে কোনও লুকোছাপাও করতেন না অমৃতা। কিন্তু ২০০৮ সালে তাঁদের চার বছরের সম্পর্কে দাঁড়ি পড়ে। অমৃতাও পরবর্তী কালে শাকিল লাদাককে বিয়ে করেন।

লন্ডনের ক্রিকেটার উসমন আফজলের সঙ্গে প্রেম করতেন অমৃতা অরোরা। দু’জনের সম্পর্ক নিয়ে কোনও লুকোছাপাও করতেন না অমৃতা। কিন্তু ২০০৮ সালে তাঁদের চার বছরের সম্পর্কে দাঁড়ি পড়ে। অমৃতাও পরবর্তী কালে শাকিল লাদাককে বিয়ে করেন।

১৯ ২১
স্যার গ্যারি সোবার্সের সঙ্গে এনগেজডই হয়ে গিয়েছিলেন অভিনেত্রী অঞ্জু মহেন্দ্রু। কিন্তু সে সম্পর্কও টেকেনি বেশি দিন। বয়স কম ছিল বলে সে সময়ে ভুল করে ফেলেছিলাম, এরকমটাই একবার সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন অঞ্জু।

স্যার গ্যারি সোবার্সের সঙ্গে এনগেজডই হয়ে গিয়েছিলেন অভিনেত্রী অঞ্জু মহেন্দ্রু। কিন্তু সে সম্পর্কও টেকেনি বেশি দিন। বয়স কম ছিল বলে সে সময়ে ভুল করে ফেলেছিলাম, এরকমটাই একবার সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন অঞ্জু।

২০ ২১
১৯৯৬ সালে প্রেমিকা এবং বলি অভিনেত্রী সঙ্গীতা বিজলানিকে বিয়ে করেছিলেন মহম্মদ আজহারউদ্দিন। দীর্ঘ কয়েক বছর একসঙ্গে থাকার পরে ২০১০ সালে তাঁদের ডিভোর্স হয়ে যায়।

১৯৯৬ সালে প্রেমিকা এবং বলি অভিনেত্রী সঙ্গীতা বিজলানিকে বিয়ে করেছিলেন মহম্মদ আজহারউদ্দিন। দীর্ঘ কয়েক বছর একসঙ্গে থাকার পরে ২০১০ সালে তাঁদের ডিভোর্স হয়ে যায়।

২১ ২১
সম্পর্ক ছিল ভিভ রিচার্ডস এবং নীনা গুপ্তেরও। কিন্তু বিয়ে হয়নি নিনা আর ভিভের। তবে দুজনের সন্তানও রয়েছে, যাঁর নাম মাসাবা গুপ্ত। যদিও ভিভ রিচার্ডস তাঁর এই বছরের জন্মদিনটা সেলিব্রেট করেছিলেন নীনা গুপ্ত এবং কন্যা মাসাবা গুপ্তের সঙ্গে।

সম্পর্ক ছিল ভিভ রিচার্ডস এবং নীনা গুপ্তেরও। কিন্তু বিয়ে হয়নি নিনা আর ভিভের। তবে দুজনের সন্তানও রয়েছে, যাঁর নাম মাসাবা গুপ্ত। যদিও ভিভ রিচার্ডস তাঁর এই বছরের জন্মদিনটা সেলিব্রেট করেছিলেন নীনা গুপ্ত এবং কন্যা মাসাবা গুপ্তের সঙ্গে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy