Advertisement
E-Paper

এক দিনের সিরিজ় শুরু। কলকাতায় গাড়িতে শ্লীলতাহানির অভিযোগের তদন্ত। ‘মন কী বাত’। আর কী কী

আজ ভারত ও দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচের এক দিনের সিরিজ় শুরু। লাল বলের ক্রিকেটে এই দক্ষিণ আফ্রিকার কাছে ভরাডুবির পরে আবার নামছে ভারতীয় দল। টেস্ট দলের সঙ্গে এক দিনের দলের তফাত থাকলেও যাঁকে নিয়ে সবচেয়ে সমালোচনা সেই গৌতম গম্ভীরই কোচ হিসাবে থাকছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ ০৭:৫৬

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

আজ ভারত ও দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচের এক দিনের সিরিজ় শুরু। লাল বলের ক্রিকেটে এই দক্ষিণ আফ্রিকার কাছে ভরাডুবির পরে আবার নামছে ভারতীয় দল। টেস্ট দলের সঙ্গে এক দিনের দলের তফাত থাকলেও যাঁকে নিয়ে সবচেয়ে সমালোচনা সেই গৌতম গম্ভীরই কোচ হিসাবে থাকছেন। ফলে আসল পরীক্ষা তাঁর। পরীক্ষা আরও দু’জনের— বিরাট কোহলি ও রোহিত শর্মার। ২০২৭ সালে এক দিনের বিশ্বকাপে তাঁরা খেলতে পারবেন কি না, তার অনেকটাই নির্ভর করছে এই সিরিজ়ে দু’জনের পারফরম্যান্সের উপর। রাঁচীতে প্রথম ম্যাচ দুপুর ১:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

কলকাতায় গাড়ির মধ্যে এক তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে তরুণী বাসের জন্য অপেক্ষা করছিলেন। সেই সময়েই সায়েন্স সিটির কাছে একটি গাড়িতে তাঁকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। পরে ময়দানের কাছে গাড়ির মধ্যে তাঁর শ্লীলতাহানি করা হয়েছে বলে পুলিশের কাছে অভিযোগ জানান তরুণী। ওই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তের গতিপ্রকৃতির দিকে নজর থাকবে আজ।

আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কী বাত’ কর্মসূচি রয়েছে। প্রতি মাসের শেষ রবিবার এই কর্মসূচির মাধ্যমে দেশবাসীর সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। বিহার বিধানসভা নির্বাচনের আগে অক্টোবর মাসের শেষ রবিবার সেই রাজ্যের ভোটকে সামনে রেখে ‘মন কী বাত’ কর্মসূচিতে বার্তা দেন মোদী। আগামী সোমবার থেকে সংসদের শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে। তার আগে রবিবার প্রধানমন্ত্রীর বার্তায় দেশের কোন প্রান্তের কথা উঠে আসে সে দিকে নজর থাকবে আজ।

তামিলনাড়ু, পুদুচেরী, দক্ষিণ অন্ধ্রপ্রদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দিটওয়া। তার প্রভাব এ রাজ্যের আবহাওয়ায় সরাসরি পড়েনি। তবে তাপমাত্রা বেড়ে গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতর শনিবার জানিয়েছে, আগামী তিন দিন তাপমাত্রার হেরফের হবে না বঙ্গে। তার পরে ধীরে ধীরে বাড়বে ঠান্ডা।

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে আজ তৃতীয় ম্যাচে নামছে বৈভব সূর্যবংশী। বিহারের হয়ে প্রথম দু’টি ম্যাচে রান পায়নি বৈভব। আজ ইডেনে তৃতীয় ম্যাচে খেলবে জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে। খেলা শুরু বিকেল ৪:৩০ থেকে। খেলা দেখা যাবে জিয়োহটস্টার অ্যাপে।

News of the Day Mann Ki Baat Syed Mushtaq Ali Trophy Weather Update Narendra Modi India vs South Africa 2025
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy