আইএসএলে আজ মোহনবাগানের সামনে কেরালা ব্লাস্টার্স। কোচিতে জিতলে আইএসএল লিগ-শিল্ড জেতার পথে এক পা বাড়িয়ে রাখবেন দিমিত্রি পেত্রাতোস-লিস্টন কোলাসোরা। সে ক্ষেত্রে আর একটি ম্যাচ জিতলেই লিগ-শিল্ড জিতে নেবে মোহনবাগান।
কাল রবিবার আইএসএলে মুখোমুখি মহমেডান ও ইস্টবেঙ্গল। ডার্বির আগে কী বলছে দুই শিবির? আজ রয়েছে আইএসএলের আরও একটি ম্যাচ। থাকছে চ্যাম্পিয়ন্স ট্রফির খবর, ইংলিশ প্রিমিয়ার লিগ, স্প্যানিশ লিগের খেলা।
মোহনবাগানের ম্যাচ, লিগ-শিল্ড জেতার দিকে এগোবেন পেত্রাতোসেরা?
আইএসএলে আজ মোহনবাগানের খেলা। কোচিতে মোহনবাগানের সামনে কেরালা ব্লাস্টার্স। আজ জিতলে আইএসএল লিগ-শিল্ড জেতার পথে এক পা বাড়িয়ে রাখবেন দিমিত্রি পেত্রাতোস-লিস্টন কোলাসোরা। সে ক্ষেত্রে আর একটি ম্যাচ জিতলেই লিগ-শিল্ড জিতে নেবে মোহনবাগান। আজ খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেল ও জিয়ো সিনেমা অ্যাপে।
ইস্টবেঙ্গল বনাম মহমেডান ডার্বি ম্যাচের আগে দুই শিবিরের খবর, কী পরিকল্পনা সাজাচ্ছেন দুই কোচ

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
কাল রবিবার আরও একটি কলকাতা ডার্বি। আইএসএলে মুখোমুখি মহমেডান ও ইস্টবেঙ্গল। ১৯ ম্যাচে ১৮ পয়েন্টে রয়েছে ইস্টবেঙ্গল। সমসংখ্যক ম্যাচে মহমেডানের পয়েন্ট ১১। তারা মাত্র দু’টি ম্যাচ জিতেছে। ডার্বির আগে কী বলছে দুই শিবির? সব খবর।
চার দিন পর চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট, সব দলের খবর
চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট শুরু হতে আর চার দিন বাকি। প্রতিযোগিতা শুরুর আগে সব কিছুকে ছাপিয়ে গিয়েছে চোট-সমস্যা। অধিকাংশ দলই এই সমস্যায় ভুগছে। ভারতও পাচ্ছে না জসপ্রীত বুমরাহকে। চ্যাম্পিয়ন্স ট্রফির সব খবর।
আইএসএলে চেন্নাইয়িন এফসি বনাম পঞ্জাব এফসি ম্যাচ
আইএসএলে আজ কলকাতা ডার্বির আগে আরও একটি ম্যাচ রয়েছে। মুখোমুখি চেন্নাইয়িন এফসি ও পঞ্জাব এফসি। পঞ্জাবের ১৯ ম্যাচে ২৪ পয়েন্ট, চেন্নাইয়িনের ২০ ম্যাচে ২১ পয়েন্ট। আজ খেলা শুরু বিকেল ৫টায় খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেল ও জিয়ো সিনেমা অ্যাপে।
ইংলিশ প্রিমিয়ার লিগে সাত ম্যাচ, খেলবে আর্সেনাল, সিটি
ইংলিশ প্রিমিয়ার লিগে আজ সাতটি ম্যাচ। সন্ধ্যা ৬টায় আর্সেনাল-লিস্টার সিটি খেলা। এরপর রাত ৮:৩০-এ পাঁচটি খেলা। মুখোমুখি ম্যাঞ্চেস্টার সিটি-নিউক্যাসল, ওয়েস্টহ্যাম-ব্রেন্টফোর্ড, সাদাম্পটন-বোর্নমাউথ, অ্যাস্টন ভিলা-ইপসউইচ টাউন, ফুলহ্যাম-নটিংহ্যাম ফরেস্ট। সবশেষে রাত ১১টায় রয়েছে ক্রিস্টাল প্যালেস-এভার্টন ম্যাচ।
লা লিগায় রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদের খেলা
স্প্যানিশ লিগে আজ চারটি ম্যাচ। রয়েছে রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদের খেলা। এই দু’টি দলই প্রথম দুই স্থানে রয়েছে। রিয়ালের ২৩ ম্যাচে ৫০ পয়েন্ট। অ্যাটলেটিকোর ২৩ ম্যাচে ৪৯ পয়েন্ট। আজ রিয়ালের সামনে ওসাসুনা। খেলা রাত ৮:৪৫ থেকে। অ্যাটলেটিকো খেলবে সেল্টা ভিগোর সঙ্গে। এই ম্যাচ রাত ১১টা থেকে। সন্ধ্যা ৬:৩০ থেকে লেগানেস-আলাভেস এবং রাত ১:৩০ থেকে ভিয়ারিয়াল-ভ্যালেন্সিয়া ম্যাচ