১৯ ফেব্রুয়ারি থেকে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে ভারতের প্রস্তুতির সব খবর রয়েছে। আজ থেকে শুরু রঞ্জি ট্রফির সেমিফাইনাল। সেই সব ম্যাচের খবর রয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে প্রস্তুতি ম্যাচ শুরু। রয়েছে সেই সব খবরও। লা লিগায় খেলতে নামবে বার্সেলোনা।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতের প্রস্তুতির খবর
২০ ফেব্রুয়ারি প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। শনিবার দুবাইয়ে পৌঁছে গিয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। প্রস্তুতি শুরু করেছেন তাঁরা। বৃহস্পতিবার বাংলাদেশ ম্যাচের আগে ভারতের প্রস্তুতির সব খবর রয়েছে।
রঞ্জি ট্রফির সেমিফাইনাল শুরু, মুখোমুখি মুম্বই-বিদর্ভ ও গুজরাত-কেরল

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
আজ থেকে শুরু রঞ্জি ট্রফির সেমিফাইনাল। অহমদাবাদে মুখোমুখি গুজরাত ও কেরল। নাগপুরে নামবে মুম্বই ও বিদর্ভ। সেমিফাইনালে পাঁচ দিনের খেলা হয়। প্রথম দিন কোন দল দাপট দেখাতে পারে সে দিকে নজর থাকবে। দু’টি খেলা শুরু সকাল সাড়ে ৯টা থেকে। সরাসরি দেখা যাবে জিয়োহটস্টার অ্যাপে।
চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শুরু প্রস্তুতি ম্যাচ। আজ খেলবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। দু’দলের বিরুদ্ধেই নামবে পাকিস্তান শাহিনস (পাকিস্তান এ)। দক্ষিণ আফ্রিকার ম্যাচ হবে করাচিতে। খেলা শুরু স্থানীয় সময় দুপুর ২টো থেকে। বাংলাদেশের ম্যাচ হবে দুবাইয়ে। স্থানীয় সময় দুপুর ১টা থেকে শুরু সেই খেলা।
লা লিগায় শীর্ষে যাওয়ার সুযোগ বার্সেলোনার
রিয়াল ও আতলেতিকো মাদ্রিদ পয়েন্ট নষ্ট করায় সুযোগ পেয়েছে বার্সেলোনা। আজ রায়ো ভালেকানোকে হারাতে পারলেই রিয়ালের সঙ্গে পয়েন্ট তালিকায় সমান হয়ে যাবে তারা। গোলপার্থক্যে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে যাবে বার্সা। রাত দেড়টা থেকে শুরু খেলা। সরাসরি দেখা যাবে gxr.world অ্যাপে।
মহিলাদের আইপিএলে মুখোমুখি দিল্লি-বেঙ্গালুরু
মহিলাদের আইপিএলে দিল্লি ও বেঙ্গালুরু দু’দলই নিজেদের প্রথম ম্যাচ জিতেছে। পর পর দু’ম্যাচ জেতার লক্ষ্যে নামবে তারা। আজ সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু খেলা। সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।