Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

১৭ জানুয়ারি ২০২২ ই-পেপার

PR Sreejesh: নীরজের পর এ বার শ্রীজেশ, নাম এক হলেই বিনামূল্যে টি শার্ট, পেট্রোল

নিজস্ব প্রতিবেদন
কলকাতা ১৩ অগস্ট ২০২১ ১৬:৫৫
ঘরের ছেলে শ্রীজেশকে নিয়ে আবেগতারিত এর্নাকুলাম।

ঘরের ছেলে শ্রীজেশকে নিয়ে আবেগতারিত এর্নাকুলাম।
ফাইল চিত্র

জন্মস্থান এর্নাকুলামে আগেই তাঁর নামে রাস্তা তৈরি হয়েছিল। এ বার সেখানে পিআর শ্রীজেশের সম্মানে বিনামূল্যে বিলিয়ে দেওয়া হচ্ছে টি শার্ট। আর কারও নাম যদি শ্রীজেশ হয় তাহলে সেই ব্যক্তি ৩১ অগস্ট পর্যন্ত বিনামূল্যে পেট্রোল পাবেন। টোকিয়ো অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী হকি দলের এই গোলরক্ষককে এমন ভাবেই সম্মান জানাচ্ছেন তাঁর এলাকার মানুষ।

টি সুরেশ কুমার নামে এক স্থানীয় দোকানি বলছেন, “এখনও পর্যন্ত অগণিত ফোন পেয়েছি। অনেকে তো দোকানেই ভিড় জমিয়েছে। শ্রীজেশের সম্মানে আরও কয়েক দিন বিনামূল্যে ওর ছবি বসানো টি শার্ট বিলি করতে চাই। ওর জন্য আমাদের এলাকার পরিচিতি হয়েছে। ওকে ভালবেসে এতটা তো করতেই পারি।”

Advertisement
শ্রীজেশের নামে টি শার্ট।

শ্রীজেশের নামে টি শার্ট।


সেই দোকানির এমন আবেগকে শুরুতেই অনেকেই গুরুত্ব দেয়নি। কেউ কেউ আবার নিছক মজা বলে মনে করেছিলেন। তিনি বলছিলেন, “এই বিষয়টা ফেসবুকে দেওয়ার পরেও অনেকে বিশ্বাস করতে পারছিল না। পরে দোকানে আসার পর তাদের বিশ্বাস হয়েছে।”

একই রকম আবেগ দেখা যাচ্ছে এর্নাকুলামের একাধিক পেট্রোল পাম্পে। সেই এলাকার কোনও মানুষের নাম শ্রীজেশ হলেই তিনি ৩১ অগস্ট পর্যন্ত বিনামূল্যে পেট্রোল পাবেন। তাঁকে নিজের পরিচয়পত্র দেখাতে হবে।

আরও পড়ুন

Advertisement