Advertisement
২৫ এপ্রিল ২০২৪
এফএ কাপ

সেই ফডেনের দাপটে শেষ আটে ম্যান সিটি

এফএ কাপে ম্যাঞ্চেস্টার সিটি ৪-১ হারাল নিউপোর্টকে। উঠল কোয়ার্টার ফাইনালে। ফডেন করলেন জোড়া গোল। তবে বিস্ময় প্রতিভাকে নিয়ে উচ্ছ্বাসের পাশাপাশি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ঘুরল আরও একটা প্রসঙ্গ। ম্যাঞ্চেস্টার সিটি কি এ বার চারটি ট্রফি জিতবে?

জোড়া গোল করলেন ফডেন(বাঁ দিকে)।—ছবি এপি।

জোড়া গোল করলেন ফডেন(বাঁ দিকে)।—ছবি এপি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ০৪:৫৩
Share: Save:

নিউপোর্ট ১ • ম্যান সিটি ৪

পুরো নাম ফিলিপ ওয়াল্টার ফডেন। বয়স মাত্র আঠারো।

দু’বছর আগে ভারত মাতিয়ে যান অনূর্ধ্ব সতেরো বিশ্বকাপে। কেন পেপ গুয়ার্দিওলা তাঁকে ভবিষ্যতের তারকা বলছেন, পরিষ্কার হয়ে গেল শনিবার নিউপোর্ট কাউন্টির হোমগ্রাউন্ড রডনি প্যারেডেও।

এফএ কাপে ম্যাঞ্চেস্টার সিটি ৪-১ হারাল নিউপোর্টকে। উঠল কোয়ার্টার ফাইনালে। ফডেন করলেন জোড়া গোল। তবে বিস্ময় প্রতিভাকে নিয়ে উচ্ছ্বাসের পাশাপাশি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ঘুরল আরও একটা প্রসঙ্গ। ম্যাঞ্চেস্টার সিটি কি এ বার চারটি ট্রফি জিতবে? প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ ও লিগ কাপ— সব জায়গাতে চমকে দেবেন ফডেনরা?

ম্যাচের পরে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ জয়ী ইংল্যান্ডের অন্যতম তারকাকেও এই প্রশ্নের সামনে পড়তে হয়। তাঁর প্রতিক্রিয়া, ‘‘এই মুহূর্তে সব কিছুই ঠিকঠাক এগোচ্ছে। কিন্তু চারটি ট্রফিই জেতা খুব কঠিন।’’ ফডেন নিজে ম্যান সিটি-অ্যাকাডেমি থেকে এসেছেন। এই বয়সেই প্রথম দলে জায়গা পাওয়ার দাবিদার। তবে এখনই সব ম্যাচে খেলতে পারবেন, এতটা প্রত্যাশা করেন না। তাঁর উচ্ছ্বাস ম্যানেজার গুয়ার্দিওলাকে ঘিরে, ‘‘আমাদের বিরাট দল। সবাই ম্যানেজারকে দেখিয়ে দিতে চায়, তারা প্রথম দলে খেলার যোগ্য। সব চেয়ে ভাল লাগে, উনি সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে খেলান বলে।’’

ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ১৯৯৯ সালে তিনটি গুরুত্বপূর্ণ প্রতিযোগিতাই জিতেছিল। প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ। প্যারিস সাঁ জারমাঁর (পিএসজি) কাছে এ বার প্রথম লেগে হেরে যাওয়ায় ম্যান ইউয়ের আশা কম। প্রিমিয়ার লিগেও আছে চার নম্বরে। তাই প্রত্যাশা লিভারপুল আর ম্যান সিটিকে ঘিরে। শালকে ০৪-এর সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগে সের্খিয়ো আগুয়েরোদের ম্যাচ বুধবার। ‘‘মে-জুন মাসে আমরা কোথায় আছি সেটাই দেখতে হবে। সব চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সব প্রতিযোগিতায় অস্তিত্ব টিকিয়ে রাখা,’’ বলেছেন পেপ। চারটি ট্রফি জয়ের সম্ভাবনা প্রসঙ্গ তিনি এড়িয়ে যান। বলেন, ‘‘এত ভাবতে চাই না। সব জায়গায় আলাদা মানসিকতা নিয়ে খেলতে হয়। আপাতত জার্মানিতে গিয়ে প্রথম লেগের ম্যাচ নিয়ে ভাবছি। সাবধানে খেলতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Football FA Cup Manchester City Phil Foden
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE