Advertisement
২৪ এপ্রিল ২০২৪

রাজ্য টেবল টেনিসে সেরা আকাশ ও প্রাপ্তি

জয়ন্ত পুশিলালের ছাত্রী প্রাপ্তি ইতিমধ্যেই সর্বভারতীয় পর্যায়ে প্রতিষ্ঠিত তারকা। তাঁর রাজ্য চ্যাম্পিয়ন হওয়ার মধ্যে তেমন চমক নেই। তবে কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে রাজ্য-সেরা হয়ে চমকে দিল সতেরো বছরের আকাশ।

n চ্যাম্পিয়ন: রাজ্য টিটিতে পদকজয়ী আকাশ (বাঁ দিকে) ও প্রাপ্তি। নিজস্ব চিত্র

n চ্যাম্পিয়ন: রাজ্য টিটিতে পদকজয়ী আকাশ (বাঁ দিকে) ও প্রাপ্তি। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ অগস্ট ২০১৯ ০৪:৪৭
Share: Save:

রাজ্য টেবল টেনিসের শেষ দিনে পুরুষ ও মেয়েদের সিনিয়র বিভাগে চ্যাম্পিয়ন হুগলির আকাশ পাল এবং বেহালার প্রাপ্তি সেন।

জয়ন্ত পুশিলালের ছাত্রী প্রাপ্তি ইতিমধ্যেই সর্বভারতীয় পর্যায়ে প্রতিষ্ঠিত তারকা। তাঁর রাজ্য চ্যাম্পিয়ন হওয়ার মধ্যে তেমন চমক নেই। তবে কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে রাজ্য-সেরা হয়ে চমকে দিল সতেরো বছরের আকাশ। পুরুষদের সিনিয়র বিভাগে সিঙ্গলসে হারাল অভিজ্ঞ অনির্বাণ ঘোষকে। হিন্দমোটরের ছেলে আকাশ পড়ে দ্বাদশ শ্রেণিতে। সেমিফাইনালে শীর্ষ বাছাই অর্জুন ঘোষকে হারিয়ে ফাইনালে ওঠার পর বৃহস্পতিবার রামগড় টিটি অ্যাকাডেমিতে ফাইনালে আকাশ জেতে ১১-৭, ১১-৯, ১১-৯ এবং ১১-৪ ফলে। যুব বিভাগেও চ্যাম্পিয়ন হয় আকাশ। ফলে জোড়া সোনা পেল সে।

মেয়েদের ফাইনালে পূর্ব কলকাতার হয়ে খেলতে নেমে প্রাপ্তি হারান উত্তর ২৪ পরগনার মৌমিতা দত্তকে। জেতে ১১-৭, ১৩-১১, ১৪-১২ এবং ১১-৯ এ। ফাইনালে ওঠার পথে প্রাপ্তি হারান কমনওয়েলথে পদকজয়ী কৃত্তিকা সিংহ রায় এবং মৌসুমী পালকে।

অন্যান্য বিভাগে চ্যাম্পিয়ন হন, অনিকেত সেন চৌধুরী, পয়মন্তী বৈশ্য, সৌমিল মুখোপাধ্যায়, পৃথকী চক্রবর্তী, মৌমিতা দত্ত, প্রত্যুষ মণ্ডল, নন্দিনী সাহা, সৃজন দেব মান্না ও আরুষি নন্দী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Table Tennis State Senior Championship
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE