Advertisement
০১ মে ২০২৪

প্রয়াত আম্পায়ার সুব্রত

চলে গেলেন বাংলার অন্যতম সেরা আম্পায়ার সুব্রত বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর শুক্রবার বেলা পৌনে এগারোটা নাগাদ দক্ষিণ কলকাতার এক হাসপাতালে মারা যান তিনি। বয়স হয়েছিল ৭১। রেখে গেলেন স্ত্রী ও দুই কন্যাকে।

অন্তিম শয্যায়।-নিজস্ব চিত্র

অন্তিম শয্যায়।-নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২০ অগস্ট ২০১৬ ০৩:৩৮
Share: Save:

চলে গেলেন বাংলার অন্যতম সেরা আম্পায়ার সুব্রত বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর শুক্রবার বেলা পৌনে এগারোটা নাগাদ দক্ষিণ কলকাতার এক হাসপাতালে মারা যান তিনি। বয়স হয়েছিল ৭১। রেখে গেলেন স্ত্রী ও দুই কন্যাকে।

ক্রিকেট মহলে জনপ্রিয় সুব্রতবাবু মাত্র ২২ বছর বয়সে রঞ্জি ট্রফির ম্যাচ খেলিয়ে অনন্য নজির গড়েন। ভারতে এই বয়সে প্রথম শ্রেণির ম্যাচে আম্পায়ারিং আজ পর্যন্ত আর কেউ করেননি। সারা জীবন ক্রিকেটে নিবেদিত প্রাণ সুব্রতবাবুর মরদেহ এদিন বিকেলে ইডেনের ক্লাব হাউসে আনা হয়। ইডেনের ড্রেসিংরুমের সামনে তাঁকে যথাযোগ্য সম্মান দিয়ে বিদায় জানানো হয়। সৌরভ গঙ্গোপাধ্যায় সহ সিএবি-র শীর্ষকর্তারা ও বাংলার আম্পায়াররা তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানান। মালা দেন রঞ্জিজয়ী প্রাক্তন বাংলা অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায়ও। সিএবি কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে তাঁর অন্ত্যেষ্টিতে যোগ দেন। হাসপাতালে শেষ শ্রদ্ধা জানিয়ে যান প্রাক্তন বাংলা অধিনায়ক ও বর্তমানে রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্ল।

১৯৮৩ থেকে ১৩টা আন্তর্জাতিক ওয়ান ডে ম্যাচ খেলান সুব্রতবাবু। ৬৪টা প্রথম শ্রেণির ম্যাচে আম্পায়ার ছিলেন তিনি। আম্পায়ারিং থেকে অবসরের পর বোর্ডের ম্যাচ রেফারি, বোর্ড আম্পায়ারদের কোচের ভূমিকাতেও দেখা যায় তাঁকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Umpire Subrata Bandopadhyay
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE