ক্রিকেট হোক বা ক্রিকেটের বাইরের কোনও ঘটনা, মন ছুয়ে গেলে তা সোশ্যাল মিডিয়ায় ভাগাভাগি করে নিতে ভোলেন না তিনি। সহবাগ, গৌতম গম্ভীরদের মতো তিনিও সোশ্যাল মিডিয়ায় বেশ সচল। তাই হয়তো এমন একটা ভিডিও শেয়ার না করে পারলেন না হরভজন সিংহ। যে ভিডিওতে দেখা যাচ্ছে বড় ভাই যাঁর দুটো হাত নিয়ে সে ছোট ভাইয়ের কান্না থামানোর জন্য কী করছে। ছোট্ট ছোট্ট দুটো শিশুর এই ভিডিও নাড়িয়ে দিয়েছে গোটা বিশ্বকে।
আরও পড়ুন
পঞ্চম ওয়ানডে-তে কী পরিবর্তন আসছে দুই দলে, জেনে নিন
মা হলেন সেরিনা, কবে ফিরবেন কোর্টে?
ভাজ্জি এই ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গেই সেটা ভাইরাল হয়ে যায়।ভারতের এই অফ স্পিনার ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘‘প্রায় কেঁদে ফেলেছিলাম। আমি বাকরুদ্ধ। অনেক কিছু শেখার আছে ওদের থেকে। ভালবাসা, যত্ন।’’ এর আগে ভাজ্জি রাস্তায় এক বৃদ্ধাকে একা বসে থাকতে দেখে তুলে নিয়ে গিয়েছিলেন থানায়। তার পর তাঁর ছবি সোশ্যাল মিডিয়া পোস্ট করে ক্ষোভ উগরে দিয়েছিলেন সেই বৃদ্ধার সন্তানদের প্রতি। যাঁরা এ ভাবে তাঁকে রাস্তায় ছেড়ে দিয়েছে। এ বার অবশ্য এক মানবিক সদর্থক দিকই উঠে এল এই ভিডিও পোস্টে।
দেখুন সেই ভিডিও টুইট 🙏 (_)
Almost had tears..left me speechless..Lot to learn from them #love #care #blessthem 🙏 pic.twitter.com/glaBB2ekC8
— Harbhajan Turbanator (@harbhajan_singh) September 2, 2017
দেখুন সেই ভিডিও টুইট (_)