আর মাত্র ১৯ রান। তাহলেই ভেঙে ফেলবেন এবি ডি ভিলিয়ার্সের রেকর্ড। একদিনের ম্যাচে দ্রুততম ৭০০০ রানের রেকর্ডের খুব কাছেই পৌঁছে গিয়েছেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়া সফরের প্রথম দুটো একদিনের ম্যাচে ১৫০ রান করে ফেলেছেন তিনি। প্রথম ম্যাচে বিরাটের রান ছিল ৯১ ও দ্বিতীয় ম্যাচে ৫৯। তিনিই হবেন দ্রুততম সাত হাজার রানের মালিক। ডি ভিলিয়ার্স ১৬৬টি ইনিংসে করেছিলেন এই রান। কোহলি ১৬০ ইনিংসে এখনও পর্যন্ত করেছেন ৬৯৮১ রান।
পরের ম্যাচে এই মাইলস্টোনে পৌঁছে গেলে ১৬১ ইনিংসেই সাত হাজারে পৌঁছে যাবেন তিনি। ডি ভিলিয়ার্সের রেকর্ড ভাঙা এখন শুধু সময়ের অপেক্ষা। যদিও অস্ট্রেলিয়া সিরিজের প্রথম দুটো ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে ভারতকে। তৃতীয় ম্যাচে জিতেই রেকর্ড করতে চাইবেন ভারতীয় টেস্ট দলের অধিনায়ক।