Advertisement
১৯ মে ২০২৪

বোর্ডের বর্ষসেরা বিরাট, ডালমিয়ার নামে পুরস্কার

ভারত-আফগানিস্তান টেস্ট শুরুর দু’দিন আগে ১২ জুন বেঙ্গালুরুতে বোর্ডের অনুষ্ঠানে তাঁর হাতে পলি উম্রিগড়ের নামাঙ্কিত এই পুরস্কার তুলে দেওয়া হবে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ জুন ২০১৮ ০২:৫৫
Share: Save:

তাঁর অসাধারণ ব্যাটিংয়ের জন্য ভারতীয় বোর্ডের বর্ষসেরা ক্রিকেটারের সম্মান পাচ্ছেন বিরাট কোহালি। ভারত-আফগানিস্তান টেস্ট শুরুর দু’দিন আগে ১২ জুন বেঙ্গালুরুতে বোর্ডের অনুষ্ঠানে তাঁর হাতে পলি উম্রিগড়ের নামাঙ্কিত এই পুরস্কার তুলে দেওয়া হবে।

২০১৬-১৭ ও ২০১৭-১৮ মরসুমের পারফরম্যান্সের জন্য ভারত অধিনায়ককে এই পুরস্কার দেওয়া হচ্ছে বলে বোর্ড জানিয়েছে। ২০১৬-১৭-য় কোহালি ১৩টি টেস্টে ১৩৩২ রান করেন ৭৪-এর গড়ে। এই মরসুমে ওয়ান ডে ক্রিকেটে তাঁর গড় ছিল ৮৪.২২। ২৭ ম্যাচে ১৫১৬ রান করেছিলেন তিনি। পরের মরসুমে ছয় টেস্টে তিনি ৮৯৬ রান করেন ৮৯.৬-এর গড়ে। ওয়ান ডে-তে তাঁর গড় ছিল ৭৫.৫০। প্রতি মরসুমে সেরা ক্রিকেটার হওয়ার জন্য তাঁকে ১৫ লক্ষ টাকা করে দেওয়া হবে। মেয়েদের ক্রিকেটে এই দুই মরসুমে সেরার পুরস্কার পাচ্ছেন যথাক্রমে হরমনপ্রীত কউর ও স্মৃতি মানধানা। এ বছর থেকে বোর্ড ও আইসিসি-র প্রাক্তন প্রধান জগমোহন ডালমিয়ার নামেও পুরস্কার চালু করছে বোর্ড। চারটি বিভাগের সেরাদের ডালমিয়া ট্রফি দেওয়া হবে এ বার থেকে। অনূর্ধ ১৬ জাতীয় ক্রিকেটে সবচেয়ে বেশি রান ও উইকেট পেয়েছে যারা এবং মেয়েদের ঘরোয়া ক্রিকেটে সেরা সিনিয়র ও জুনিয়র ক্রিকেটারদের। ২০১৬-১৭-য় সেরা রাজ্য সংস্থার খেতাব পাবে বাংলার সংস্থা সিএবি। পূর্বঘোষণা অনুযায়ী ভারতীয় ক্রিকেটে সারা জীবনের অবদানের জন্য মরণোত্তর জীবনকৃতি সম্মান দেওয়া হবে বাংলার ক্রিকেট কিংবদন্তি পঙ্কজ রায়কে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Polly Umrigar Award Virat Kohli
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE