আইপিএলের মতো মেগা টুর্নামেন্ট জিতবেন কে? যে অধিনায়কের কোষ্ঠী সবচেয়ে ভাল, তিনি। তা ছাড়া তাঁর গ্রহের অবস্থান ভাল থাকা দরকার। টিম ধরে ধরে দেখা যাক, কার সুযোগ আছে আর কার নেই।
রাইজিং পুণে সুপারজায়ান্টস: জেতার কোনও সুযোগ দেখছি না। ওদের মূল টিম নির্বাসিত চেন্নাই সুপার কিংগসের টিমটাই। এক কোচ, এক অধিনায়ক, টিমের নিউক্লিয়াসও এক। শুনে রাখুন, কোনও ফর্ম্যাটে কোনও টিমকেই ধোনি আর বড় ট্রফি দিতে পারবেন না। ওঁর এখন পতনের সময়। প্ল্যানেট এক্স (২০০৭ আরএইচ ২৮৩) ওঁর হারের দ্বাদশ ঘরে ঢুকে পড়েছে। ধোনির সামনে এখন শুধুই ব্যর্থতা। তবে অশ্বিন আর অঙ্কিত শর্মা ভাল করতে পারেন।
কলকাতা নাইট রাইডার্স: গৌতম গম্ভীরের কোষ্ঠী ধোনির মতোই শক্তিশালী। ওদের দু’জনেরই জন্ম ১৯৮১ সালে, যখন ইউরেনাস গ্রহের অবস্থান সবচেয়ে শক্তিশালী ছিল। দুর্ভাগ্য যে, ধোনির মতোই গম্ভীরের কেরিয়ারও এখন সবচেয়ে খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। গম্ভীরও পতনের মুখে। এই আইপিএলটা কেকেআরের জন্য খুব হতাশাজনক হতে পারে। এমনকী টুর্নামেন্টের পর নেতৃত্ব ছেড়ে দিতে পারেন গম্ভীর। ওঁর টিমে কোনও নতুন মুখ দেখছি না যে ভাল করতে পারে।
কিংগস ইলেভেন পঞ্জাব: টিম থেকে জর্জ বেইলিকে বাদ দিয়ে ওরা ভুল করেছে। খেতাব জয়ে বেইলিই ছিলেন প়ঞ্জাবের প্রধান বাজি। নতুন অধিনায়ক ডেভিড মিলারের সামনে ব্যর্থতা দেখছি। উনি বুঝতে পারবেন, অধিনায়কত্ব অত সহজ নয়। বর্তমানে বেইলির কোষ্ঠীতে কোনও বড় ট্রফি জয় নেই। তবে ভবিষ্যতের বাজি হয়ে উঠতে পারেন মনন বোহরা।
সানরাইজার্স হায়দরাবাদ: শিখর ধবনের মধ্যে আগের ঔজ্জ্বল্য পাওয়ার সম্ভাবনা কম। টিমে নিজের জায়গাটার মর্যাদা উনি দিতে পারবেন না। ওদের প্রধান ভরসা হবেন দুই পেসার ব্রেন্দার স্রান এবং মুস্তাফিজুর রহমান।
দিল্লি ডেয়ারডেভিলস: অধিনায়ক জাহির খানের শক্তিশালী কোষ্ঠীর জোরে ট্রফি জেতার একটা সুযোগ আছে। টিমে সে ভাবে বড় নাম নেই কিন্তু রাহুল দ্রাবিড় আর প্যাডি আপটনের নেতৃত্বে ওরা ভাল লড়াই করবে। শ্রেয়স আইয়ার ভাল পারফর্ম করবেন। মরসুমের শেষে দিল্লির কিছু অচেনা তরুণ ক্রিকেটারের নাম ঘরে ঘরে ফিরবে।
মুম্বই ইন্ডিয়ান্স: স্কোয়াডের সবার কোষ্ঠী এত ভাল যে, আবার ট্রফি জয়ের বড় দাবিদার মুম্বই। বিশেষ করে কোচ রিকি পন্টিং আর ক্যাপ্টেন রোহিত শর্মা।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাত লায়ন্স: জ্যোতিষের বিচারে এই দুই টিমের ট্রফি জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি। দুই ক্যাপ্টেন বিরাট কোহালি আর সুরেশ রায়নার কোষ্ঠী প্রায় এক। ইউরেনাস, প্ল্যানেট এক্স আর প্ল্যানেট জেড (২০০৮ এফসি ৭৬) দারুণ অবস্থানে। আরও একটা ব্যাপার দেখুন। ওদের দুই কোচ ড্যানিয়েল ভেত্তোরি আর ব্র্যাড হজের কোষ্ঠী খুব ভাল, কিন্তু ওঁরা এখনও আইপিএল জেতেননি। এটাও দুই টিমের পক্ষে যাবে। বেঙ্গালুরু আর গুজরাত, জ্যোতিষের ভারসাম্য এই দুটো টিমে সবচেয়ে বেশি। তাই ওদের ট্রফি ভাগ্যও সবচেয়ে উজ্জ্বল। নজর রাখুন সরফরাজ খানের উপর। ও কিন্তু কিংবদন্তি হয়ে ওঠার দিকে। এ ছাড়া আরসিবির লোকেশ রাহুল আর গুজরাতের অ্যান্ড্রু টাই ভাল করবেন।
(লেখার বক্তব্য একান্ত ভাবে লেখকের ব্যক্তিগত)