মত্ত অবস্থায় গাড়ি চালানোর দায়ে গ্রেফতার করা হল ওয়েন রুনিকে। বৃহস্পতিবার গভীর রাতের ঘটনা। মিররের খবর অনুযায়ী বৃহস্পতিবার রাতে রুনির নিজের শহর চেশায়ারে পুলিশ তাঁর গাড়ি আটকায়। সন্দেহ মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন তিনি। তখনই তাঁকে গ্রেফতার করা হয়। এর পর অবশ্য আর কোনও খবর পাওয়া যায়নি। গ্রেফতারের আগে রাত ১০ নাগাদ ইনস্টাগ্রামে ছবিও পোস্ট করেছিলেন। কিন্তু গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তে সেই ছবি তুলেও নেওয়া হয়। যে ছবিতে দেখা যাচ্ছিল বারে এক ফ্যানের সঙ্গে পোজ দিচ্ছেন তিনি। সূত্রের খবর এখনও তাঁকে গ্রেফতার করে রাখা হয়েছে স্থানীয় পুলিশ স্টেশনে।
আরও পড়ুন