Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Sports News

কোহালিকে থামালেই সাফল্য আসবে: স্মিথ

টেস্ট সিরিজের বেঙ্গালুরু ম্যাচ থেকে শুরু হওয়া সেই বিতর্ক গড়িয়েছিল ধর্মশালায় শেষ টেস্ট পর্যন্ত। কিন্তু এই সিরিজ ভালভাবেই খেলার কথা বলছেন স্মিথ।

টিম বাসে নিজের মোবাইল নিয়ে ব্যস্ত অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভ স্মিথ। ছবি: পিটিআই।

টিম বাসে নিজের মোবাইল নিয়ে ব্যস্ত অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভ স্মিথ। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৭ ১৯:৪৯
Share: Save:

বাংলাদেশ সফর সেরে দু’ভাগে ভারতে পৌঁছে গিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। টেস্ট সিরিজে হেরে ফিরতে হয়েছিল গত মরসুমে। এ বার জয়ের স্বপ্ন থাকলেও টিম অস্ট্রেলিয়াকে ভাবাচ্ছে একমাত্র কোহালি। ভারতে এসে সেই কথাই স্বীকার করে নিলেন অধিনায়ক স্টিভ স্মিথ। ভারতের বিরুদ্ধে ওডিআই ও টি২০ সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। তার আগে স্মিথের একটাই উপলব্ধি, থামিয়ে রাখতে হবে বিরাট কোহালিকে। দারুণ ফর্মে রয়েছেন কোহালি। শ্রীলঙ্কার বিরুদ্ধে পাঁচ ম্যাচে ৩৩০ রান এসেছে তাঁর ব্যাট থেকে। তার মধ্যে রয়েছে দুটো সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি। করে ফেলেছেন ৩০তম সেঞ্চুরিও। ছুঁয়ে ফেলেছেন রিকি পন্টিংকে। সামনে এখন শুধু সচিন তেন্ডুলকর।

আরও পড়ুন

টেস্ট বোলিং র‌্যাঙ্কিংয়ে সিংহাসন হাতছাড়া জাডেজার

বিরাটের শিক্ষক দিবসের টুইটে আপ্লুত পাকিস্তানের সমর্থকরা

কোহালির সঙ্গে টেস্ট সিরিজের সময় স্মিথের মনোমালিন্যের জেড় যে এখনও কাটেনি তা স্মিথের কথাতেই স্পষ্ট। যদিও কোহালিকে ছাপিয়ে সেই সময় সব মিটিয়ে নেওয়ার বার্তাই দিয়েছিলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। স্মিথ বলেন, ‘‘আমি আমাদের মধ্যের বিরোধ নিয়ে ভাবছি না। ও দারুণ প্লেয়ার সঙ্গে ওয়ান ডেতে অসাধারণ রেকর্ড রয়েছে। আশা করব ওকে আমরা এই সিরিজে যথাসম্ভব দমিয়ে রাখতে পারব। যদি সেটা আমরা পারি তা হলে এই সিরিজে সাফল্য আসবে।’’ টেস্ট সিরিজের বেঙ্গালুরু ম্যাচ থেকে শুরু হওয়া সেই বিতর্ক গড়িয়েছিল ধর্মশালায় শেষ টেস্ট পর্যন্ত। কিন্তু এই সিরিজ ভালভাবেই খেলার কথা বলছেন স্মিথ। বলেন, ‘‘আমার মনে হয় এই সিরিজ ভাল স্পিরিটের সঙ্গেই খেলা হবে। ভারতের বিরুদ্ধে খেলাটা সব সময়ই কঠিন। ২০১৩এর ওয়ান ডে সিরিজের কথা মনে আছে। সেই সময় আমি দলে ছিলাম না। ফ্ল্যাট উইকেট আর বড় রান উঠছিল সে সময়। একই পরিস্থিতিতে দেখা যাক আমরা কী দিতে পারি।’’

এয়ারপোর্ট থেকে বেড়চ্ছেন ডেভিড ওয়ার্নার।

রবিবারই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি ওয়ান ডে-র দল ঘোষণা করেছে বিসিসিআই। সেই দলে নেই দেশের সব থেকে বিশ্বস্ত দুই বোলার অশ্বিন ও জাডেজা। যদিও ওয়ান ডে বলে এই দু’জনকে বিশ্রাম দেওয়া হয়েছে। দু’জনেই টেস্টে অনেক বেশি সফল। স্মিথ বলেন, ‘‘টেস্টের তুলনায় এটা একদমই আলাদা ফর্ম্যাট। অক্ষর পটেল, চাহাল ভাল খেলেছে। কুলদীপ যাদবও ভাল বোলার। ওদের হাতে ভাল স্পিন বিকল্প রয়েছে। আমাদের দলে সবাই এখনও শিখছে। আমাদের ধরে খেলতে হবে আর পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে।’’ কোচহীন অবস্থাতেই ভারত সফরে এসেছে অস্ট্রেলিয়া। বাংলাদেশ থেকেই দেশে ফিরে গিয়েছেন কোচ ড্যারেন লেম্যান। স্মিথ জানিয়েছেন লেম্যানের চলে যাওয়াটা পূর্ব পরিকল্পিতই ছিল। সঙ্গে প্রাক্তন ভারত অল-রাউন্ডার শ্রীধরণ শ্রীরামের প্রশংসাও করেন তিনি। এই মুহূর্তে অস্ট্রেলিয়া দলের স্পিন কনসালটেন্ট হিসেবে কাজ করছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE